১০৬:১
লিঈলাফি ক্বুরাইশিন = যেহেতু কুরাইশকে প্রথাগত প্রণোদনা সুবিধা দেয়া হয়েছে।
যেহেতু কুরাইশকে প্রথাগত প্রণোদনা সুবিধা দেয়া হয়েছে।
১০৬:২
ঈলাফিহিম রিহলাতাশ শিতায়ি ওয়াস সয়ফি = তাদেরকে শীত ও গ্রীষ্মের বাণিজ্য সফরে প্রথাগত প্রণোদনা সুবিধা দেয়া হয়েছে।
তাদেরকে শীত ও গ্রীষ্মের বাণিজ্য সফরে প্রথাগত প্রণোদনা সুবিধা দেয়া হয়েছে।
১০৬:৩
ফালইয়া’বুদূ = সুতরাং তারা যেন ইবাদাত/ দাসত্ব করে। রব্বা হাযাল বাইতি = এ ঘরের (= কা’বাঘরের) রবের।
সুতরাং তারা যেন ইবাদাত/ দাসত্ব করে এ ঘরের (= কা’বাঘরের) রবের।
১০৬:৪
আল্লাযী আতআমাহুম = যিনি তাদেরকে অন্নসংস্থান করেছেন। মিন জূয়িন = ক্ষুধা থেকে বাঁচিয়ে। ওয়া আমানাহুম = তাদেরকে নিরাপত্তা দিয়েছেন। মিন খাওফিন = ভয় থেকে বাঁচিয়ে।
যিনি তাদেরকে অন্নসংস্থান করেছেন ক্ষুধা থেকে বাঁচিয়ে আর তাদেরকে নিরাপত্তা দিয়েছেন ভয় থেকে বাঁচিয়ে।