মুমিন আরবী শব্দ এর বাংলা অর্থ দৃঢ়বিশ্বাসী বা আল্লাহর একনিষ্ঠ বান্দা।
কুরআন থেকে মুমিন বা বিশ্বাসীর যেসব পরিচয় পাওয়া যায়:
১) যাদের অন্তর আল্লাহর স্মরণে কম্পিত হয় / যাদের মন পরম সত্যে আন্দোলিত হয়
২) আল্লাহর আয়াত শোনার পর ঈমান বৃদ্ধি পায় / সত্য শ্রবনে যাদের স্রষ্টার প্রতি দায়িত্ব প্রবল হয়
৩) যারা প্রতিপালক আল্লাহর উপরই নির্ভর করে / যারা প্রতিপালকের উপর নির্ভরশীল
৪) যারা সালাত বা আল্লাহর দেয়া দায়িত্ব সমূহ যথাযথ ভাবে পালন করে
৫) যারা তাদের সম্পদ থেকে নিষ্ঠার সাথে ব্যয় করে
৬) যারা ঈমান এনেছে আল্লাহ, আখিরাত, ফেরেস্তা, কিতাব, নবী রাসুল এর প্রতি
৭) যারা সময় ও সম্পদ ব্যয় করে আল্লাহর পথে হিজরত করে
৮) যারা সার্বজনীন শান্তি প্রতিষ্ঠা করার সর্বাত্মক প্রচেষ্টা করে
৯) যারা নিরাশ্রয়ের আশ্রয়দাতা
১০) যারা অন্যদের সাহায্য করে
১১) যারা পবিত্রতা বা পরিশুদ্ধতা অর্জনে সচেষ্ট
১২) যারা অংগীকার করলে তা পূর্ণ করে
১৩) যারা বিপদ আপদ, অভাব অনটন ও সংকটে ধৈর্য্য ধারণ করে
১৪) যারা সত্যবাদী / ন্যায় ও সত্যের জীবনযাপনে একনিষ্ঠ
১৫) যারা আল্লাহর দেয়া দায়িত্ব পালনে (সালাত) বিনয়ী
১৬) যারা অনর্থক ও অসার কার্যকলাপ থেকে বিরত থাকে
১৭) যারা লজ্জাস্থানের হেফাজত করে / যৌন আচরনের স্বাভাবিক সীমা অতিক্রম করে
১৮) যারা আমানত ও প্রতিশ্রুতি রক্ষা করে
১৯) যারা রুকু করে বা আল্লাহর বিধানের কাছে আত্নসমর্পণ করে, সিজদা করে বা পরিপূর্ণভাবে আল্লাহর বিধান মেনে নেয় এবং শুধু আল্লাহরই হুকুম পালন করে
২০) যারা তওবা করে বা অনুতপ্ত হয়, আল্লাহকে মান্য করে, আল্লাহর প্রশংসা করে, সিয়াম পালন করে, আল্লাহর নির্ধারিত সীমা সংরক্ষণ করে
২১) যারা কুরআন বেশি বেশি অধ্যয়ন করে বিধানদাতার স্মরণ করে
সংগৃহীত