ইক্বরার লক্ষ্য হলো বর্তমান ও ভবিষ্যত প্রজন্মের জন্য স্রষ্টার ঐশী বাণীর সমন্বিত অধ্যয়ন ও সার্বজনীন প্রয়োগের জন্য জ্ঞানদীপ্ত অনুশীলন।
উদ্দেশ্য
ইক্বরার উদ্দেশ্য হলো কুরআনের বাণীর উত্তরোত্তর সমৃদ্ধ অনুধাবনের জন্য টেকসই ভিত্তি প্রস্তুত করা এবং জীবন ও সমাজের প্রায়োগিকতার জন্য প্রয়োজনীয় জ্ঞানভিত্তিক ফ্রেমওয়ার্ক বা কাঠামো নির্মাণ।
প্রকাশিত বইসমূহ
কোরআন প্রসঙ্গে ফরহাদ মজহার - ভাববৈঠকি
কোরআন কেন চিরায়ত?
কোরআন আইনের বই না, কোরআন আসছে হেদায়তের জন্য
গুরুত্বপূর্ণ নোকতা:
ইসলামে সার্বভৌমত্বের ধারনা কিরকম?
কুরআন কখনো এটিকে আইনি বই বলে নাই। আইন তৈরী করে মানুষ। কোরআন এসেছে হিদায়তের জন্য।
কোরআন কেন চিরায়ত?
কোরআন পড়লে বাস্তবজীবনের যে সমস্যা তা বাস্তবোচিতভাবে সমাধানের দিকনির্দেশনা কোরআন থেকে পেতে পারেন। ১৪০০ বছর আগের সমাধারন না, এখনকার সমাধান পেতে পারি। এ কারনেই কোরআন চিরায়ত।
কোরআন সার্বভৌমত্বের ব্যাপারে কি হেদায়েত দিতে পারে?
আল্লাহর কাজকে চালিয়ে নিয়ে যাওয়া হলো মানুষের আল্লাহর প্রতিনিধি হওয়া। আল্লাহর খলিফা হওয়া।
মানুষকে আল্লাহর খলিফা হওয়ার যে সম্ভাবনা, যে ক্ষমতা দেওয়া হয়েছে, সেই ক্ষমতার চর্চার মাধ্যমে সে খলিফা হয়ে উঠতে পারে। এই ক্ষমতা কেবল রাষ্ট্র ক্ষমতা নয়, সেটা কাজও হতে পারে, সকল ক্ষেত্রেই হতে পারে।
সুতরাং সভরেইন হওয়ার পথ হলো, আল্লাহর প্রতিনিধি হিসেবে যে ক্ষমতা দেওয়া হয়েছে সেটার চর্চা।
ডিভাইন মানে কি ? ডিভাইন মানে আমার বুদ্ধির অগম্য যে জগত, যেখানে আমি কল্পনা, প্রেম, ভালবাসা, দয়া আমার আরও যেসব বৃত্তি যা বুদ্ধির অন্তর্গত না, সেখানে যখন আমি আত্মসমর্পণ করি, তখন তাঁর সন্ধান পাই । এইটা হল হেদায়তের অর্থ।
খলিফা হওয়ার অর্থ কি? খলিফার কাজ কি?
ইসলামে শহীদ হওয়ার অর্থ কি? জালেম-জুলুমের যে সম্পর্ক সেখানে ইসলামের ভূমিকা কি?
ধর্মের পর্যালোচনা ছাড়া কোন দেশেই রাজনৈতিক সংগ্রাম সম্ভব নয়
কোরআন যে মানুষের তৈয়ারি না, ভিন্ন কিছু - এইটা প্রমাণ করেছে ‘কবিতা'র মাধ্যমে
শেষ নবী মানে এন্ড অফ মেটাফিজিক্স। ধর্ম ও ধর্মের যুগ শেষ।
কুরআন আসার পরে ধর্ম শেষ।
এর পর কোন ব্যক্তিকে আল্লাহর নামে, স্রষ্টার নামে কোন কথা বলতে নিষেধ করে দেওয়া হয়েছে।
মুসলমান হতে হলে আপনাকে প্রথমে কবি হতে হবে। আপনি যদি কবিতা না বুঝেন, আপনি তখন কেল আক্ষরিকভাবে পড়েন, আপনি মেটাফোর পড়তে পারেন না। আপনি প্রতীক বুঝেন না, উপমা বুঝেন না।
যা অলৌকিক তাকে প্রতীক, উপমা ও ব্যাঞ্জনের মাধ্যমে বুঝতে হবে। এটাকে কখনো আক্ষরিকভাবে বুঝা যাবে না।
কুরআন গবেষক ড. সিরাজ ইসলামের গবেষণা ও লেখনী থেকে অনুবাদ জিব্রাইল হলেন আমাদের ভেতরে অনুপ্রেরণার শক্তি জিব্রাইল হলেন একটি কুরআনের রূপক (নোট ১) যা আমাদের মনের ভেতরে অনুপ্রেরণার প্রাকৃতিক শক্তিকে প্রতিনিধিত্ব করে। আমাদের গভীর চিন্তাভাবনার সময় এটি কার্যকর হয়ে ওঠে যখন এটি আমাদের কাছে সচেতনতা এবং অন্তর্দৃষ্টির ঝলক প্রকাশ করে। কুরআনে এই নামটি তিনবার এসেছে […]
সাধারন ধর্ম বিশ্বাসীদের মধ্যে একটি কমন ধারনা হলো: ইসলামের সংবিধান হলো কুরআন এবং আধুনিক সময়ে যেসব সেকুলার সংবিধান করা হয় তা হলো "তাগুত"। বিষয়টি কি সত্যিই এরকম সাদা কালো? কুরআন কি সংবিধানি? একজন ইসলামে বিশ্বাসীর পয়েন্ট অফ ভিউ থেকে এই প্রশ্নের মিমাংসায় পৌছতে হলে আমাদের প্রথমে কয়েকটি কনসেপ্ট ক্লিয়ার করে এগুতে হবে। এর মধ্যে রয়েছে […]
মুসলিমদের জীবন বিধানের সকল মূলনীতি কোরআনে আল্লাহ বলে দিয়েছেন। আল্লাহ বলেছেন, ‘আর তোমার ওপর যে কিতাব (কোরআন) নাজিল করা হয়েছে তাতে রয়েছে সকল বিষয়ের বর্ণনা, হেদায়েত, রহমত এবং মুসলিমদের জন্য সুসংবাদ।’ (সুরা নাহল, আয়াত: ৮৯) দুঃখজনক হলেও সত্য যে, এ দেশের মুসলিমদের কোরআন দেখে শুদ্ধ করে পড়ার প্রতি গুরুত্ব থাকলেও ইসলামি জীবন বিধানের মৌলিক উৎস […]
১৯৭১ সালে একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে বাংলাদেশের অভ্যুদয়ের জন্য ‘স্বাধীনতার ঘোষণাপত্রে’ যে মূলনীতিসমূহ বাস্তবায়নের অঙ্গীকার ব্যক্ত করা হয়েছে এবং ২০২৪ সালে ফ্যাসিস্ট সরকারের পতন পরবর্তী নতুন রাজনৈতিক বন্দোবস্তের জন্য যে সাংবিধানিক ও রাষ্ট্রীয় মূলনীতি ‘সংবিধান সংস্কার কমিশন’ কর্তৃক পেশ করা হয়েছে তাতে অন্যতম তিনটি মূলনীতি হলো, ‘সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায়বিচার’। বস্তুত এই মূলনীতিসমূহ […]