Description
‘আল কুরআনে সিয়াম’ বইটিতে সিয়াম সম্পর্কে কুরআনের তথ্য বিশ্লেষণের মাধ্যমে সিয়ামের সংজ্ঞা, উদ্দেশ্য, পদ্ধতি বা করণীয়, সময়কাল, প্রকারভেদ এবং সংশ্লিষ্ট ধারা-উপধারা সম্পর্কে পূর্ণাঙ্গ ধারণা উপস্থাপনের চেষ্টা করা হয়েছে। যেহেতু সিয়াম বিষয়ে আয়াত সংখ্যা খুব বেশি নয়, কুরআনে সিয়াম শব্দটি এর বিভিন্ন শব্দরূপে মাত্র ১৪ বার ব্যবহৃত হয়েছে, তাই সিয়াম সম্পর্কে কুরআনের তথ্যগুলো সমাজে মোটামুটি প্রচলিত রয়েছে। তা সত্ত্বেও সিয়ামের তাৎপর্য বা উদ্দেশ্য সম্পর্কে ব্যাপক উদাসীনতা পরিলক্ষিত হয় এবং তা প্রমাণ করে যে, সমাজে সিয়াম সম্পর্কিত আলোচনায় এ বিষয়ে যথানিয়মে উপস্থাপনের ক্ষেত্রে ঘাটতি রয়েছে। সিয়াম যে শুধু আনুষ্ঠানিকতায় সীমাবদ্ধ নয় এবং কোনো সীমিত দিনসংখ্যার সাথে সম্পর্ক ছাড়া সিয়ামের উল্লেখ করলে তা যে সিয়ামের মূল অর্থ (আত্মসংযম, আত্মনিয়ন্ত্রণ) অনুসারে ‘আল্লাহর নিষিদ্ধ বিষয় তথা যাবতীয় অন্যায় থেকে নিজেকে বিরত রাখা’ বুঝায়, এ বিষয়টি তেমন আলোচিত হয় না।
এ ছাড়াও সিয়ামের মাস ‘শাহরু রমাদান’ (রমাদানের মাস) সম্পর্কে যথেষ্ট চিন্তা-ভাবনা ছাড়া চান্দ্রবর্ষের নবম মাসই রমাদানের মাস হিসেবে সমাজে প্রচলিত করে দেয়া হয়েছে। কুরআন নাযিলের মাসটিকে সঠিক নিয়মে চিহ্নিত করার ক্ষেত্রে তার অর্থগত তাৎপর্য এবং হারাম মাসসমূহের অন্তর্ভুক্ত হওয়ার বিষয়টিকে বিবেচনায় নেয়া হয় না। এ বইয়ে বিষয়টি বিস্তারিত পর্যালোচনার মাধ্যমে দেখানো হয়েছে যে, ‘রমাদানের মাস’ হলো হারাম মাসসমূহের (বন্য পশু সংরক্ষণের এবং আন্তর্জাতিক যুদ্ধ বিরতির জন্য সংরক্ষিত মাসসমূহের) অন্তর্ভুক্ত প্রথম মাস এবং তাই সার্বিক বিশ্লেষণে প্রতীয়মান হয় যে, তা Spring Equinox থেকে বা তার পূর্বাপর নিকটবর্তী সময় থেকে শুরু হওয়া বসন্ত ঋতুর প্রথম মাস।
যেহেতু সিয়াম কুরআনে প্রদত্ত একটি বিধিবদ্ধ বিধান এবং কুরআনে এর বিস্তারিত পদ্ধতি ও বিভিন্ন অবস্থায় বিকল্প করণীয়সমূহ বিস্তারিত ও পূর্ণাঙ্গভাবে উপস্থাপিত হয়েছে, তাই কুরআন থেকেই সিয়াম সম্পর্কিত বিস্তারিত ধারণা লাভ ও উপস্থাপন করার উদ্দেশ্যেই বইটিতে প্রয়াস নেয়া হয়েছে। কারণ কুরআনের নির্দেশনা অনুযায়ী এতে আল্লাহ তাঁর সীমাসমূহ স্পষ্টভাবে বিশদ বর্ণনা করেছেন এবং মু’মিনরা তা স্পষ্টভাবে অনুধাবনের জন্য তাদেরকে তা নিয়ে চিন্তা-গবেষণা করতে হবে এবং কুরআন দ্বারা একে অন্যকে উপদেশ বা স্মরণীয় তথ্য স্মরণ করিয়ে দিতে হবে এবং পরামর্শের মাধ্যমে সমষ্টিগতভাবে কর্ম সম্পাদন করতে হবে। সুতরাং কুরআনের আলোকে সিয়ামের সঠিক পদ্ধতি অবলম্বন ও উদ্দেশ্য অর্জনে তথ্যগত সহযোগিতার উদ্দেশ্যে বইটি রচিত হয়েছে এবং আল্লাহর অনুগ্রহে আগ্রহী পাঠকবৃন্দ তাতে প্রাসঙ্গিক তথ্যসমূহ একসাথে পেয়ে উপকৃত হতে পারেন।
সূচীপত্র
সিয়াম সম্পর্কিত আয়াতসমূহ
সিয়ামের বিধান ও এর তাৎপর্য
সিয়াম এর অর্থ ও নির্ঘণ্ট
সিয়াম ও সওমের সম্পর্ক
সিয়ামের প্রকার
সিয়ামের উদ্দেশ্য
সিয়ামের বিধিবদ্ধতা
পূর্ববর্তীদের সিয়াম
সিয়াম কতদিন ও কোন মাসের দিনসমূহ
‘শাহরু রমদানে সিয়াম সংখ্যা কত?’ প্রশ্নের প্রেক্ষাপট
সূরা বাকারা ২:১৮৪ ও ২:১৮৫ আয়াতের প্রাসঙ্গিক বাক্য থেকে সুনির্দিষ্ট তথ্য নির্ণয়
অসুস্থ ও সফরে থাকা ব্যক্তিদের সিয়াম
ফিদইয়া
মাসিক রজ:স্রাবকালে নারীদের সিয়াম
‘সিয়াম করা তোমাদের জন্য কল্যাণকর’ তথ্যটির তাৎপর্য
রমাদানের মাসে সিয়াম নির্ধারণের কারণ
সিয়াম, আল্লাহর নৈকট্য ও তাঁর আহবানে সাড়া দেয়া
সিয়াম, সন্ন্যাসব্রত ও স্বামী-স্ত্রীর সম্পর্ক
এ’তেকাফ
আনুষ্ঠানিক সিয়ামের পদ্ধতি বা করণীয়
সিয়াম পরিপূর্ণ করার সময়সীমা (ইতমাম/ইফতার)
সিয়াম ও অন্যায় পন্থায় অন্যের সম্পদ ভক্ষণ না করা
ফিদইয়া (দায়মুক্তি) ও কাফফারা (দোষমোচন) স্বরূপ সিয়ামের বিধান
শেষকথা
পরিশিষ্ট ১ : দিন রাত ও এর বিভিন্ন সময়সীমা
নাহার ও লাইল বিষয়ক ‘কী পয়েন্টস’ সম্পর্কিত আয়াতসমূহের অনুবাদ
দিন-রাতের বিভিন্ন সময়সীমা নির্ণয়ের সাথে সম্পর্কিত শব্দাবলির নির্ঘণ্ট (Concordance)
দিন-রাতের বিভিন্ন সময়সীমা নির্ণয়ের জন্য কিছু বিশেষ দ্রষ্টব্য
দিন-রাতের বিভিন্ন সময়সীমার সারসংক্ষেপ
পরিশিষ্ট ২ : রমাদানের মাস নির্ণয়
ক. চান্দ্র মাস নির্ণয়ের পদ্ধতি
খ. হারাম মাসসমূহের অবস্থান নির্ণয়
গ. রমাদানের মাস চিহ্নিতকরণের উপায়
পরিশিষ্ট ৩ : ১০ সিয়াম তত্ত্ব ও এর পর্যালোচনা
পরিভাষা
বইটি সম্পর্কে
Reviews
There are no reviews yet.