Description
আল কুরআনের আলোকে উলিল আমর বইটি মুসলিম উম্মাহর ঐক্য, নেতৃত্ব, এবং সমষ্টিগত দায়িত্ব পালনের নির্দেশনা নিয়ে রচিত। এতে কুরআনের আলোকে মুসলিমদের অভ্যন্তরীণ বিবাদ নিরসন, সম্পদের ন্যায়সঙ্গত বণ্টন, এবং সংঘবদ্ধ জাতি হিসেবে নেতৃত্ব প্রতিষ্ঠার প্রয়োজনীয়তা তুলে ধরা হয়েছে। বইটি আল্লাহর নির্দেশ অনুযায়ী মুসলিম উম্মাহকে দলাদলি এড়িয়ে ঐক্যবদ্ধ হতে এবং আল্লাহর রজ্জুকে আঁকড়ে ধরতে আহ্বান জানায়।
কুরআন মানুষকে আদম থেকে সৃষ্টি করে বিভিন্ন জাতি ও গোত্রে বিভক্ত করেছে, যা পারস্পরিক পরিচিতির জন্য; কিন্তু এগুলো জাতীয়তার ভিত্তি হতে পারে না। মুসলিমদের আল্লাহর নাযিলকৃত কিতাবের নির্দেশনা অনুসারে "মুসলিম" পরিচয় ধারণ করে ঐক্যবদ্ধ থাকা এবং আল্লাহর বিধান অনুযায়ী নেতৃত্ব মান্য করা ঈমানের দাবি। বর্তমানে মুসলিম জাতি মাজহাব, ফিরক্বা, রাজনৈতিক বিভাজন ও নেতৃত্বহীনতায় ভুগছে। এর ফলে তারা নৈতিক ও সামাজিকভাবে অধঃপতিত।
বইটি আল্লাহর বিধান অনুযায়ী নেতৃত্ব ও মান্যতার শর্ত এবং ঐক্যের মূলনীতি তুলে ধরেছে। এতে জাতীয় ঐক্য, উলিল আমর নির্বাচন, এবং তার প্রতি আনুগত্যকে তাওহীদ বা আল্লাহর একত্ববাদের প্রায়োগিক রূপ হিসেবে উপস্থাপন করা হয়েছে। আয়াতভিত্তিক বিশ্লেষণের মাধ্যমে বইটি মুসলিম উম্মাহর শান্তিপূর্ণ ও সাম্প্রদায়িকতামুক্ত পথ অনুসন্ধানের চেষ্টা করেছে।
আশা করা যায়, বইটি কুরআনের নির্দেশনার আলোকে মুসলিম উম্মাহর মধ্যে ঐক্য প্রতিষ্ঠা এবং অবিসম্বাদিত নেতৃত্ব সৃষ্টিতে সহায়ক হবে।
সূচীপত্র
ভূমিকা
১. কিতাব নাযিল ও নবী-রসূল প্রেরণের ধারা
২. উলিল আমর (মুসলিম উম্মাহর কেন্দ্রীয় নেতৃত্ব) নির্বাচনের প্রয়োজনীয়তা ও গুরুত্ব
৩. মু’মিনদের সমষ্টিগত বিষয়ের (আমরিন জামিয়িন) কিছু ক্ষেত্র
৪. উলিল আমর বনাম ইমাম, খলিফা ও সুলতান প্রসঙ্গ
৫. মুসলিম উম্মাহর জামিয়া বা ঐক্যের দায়িত্ব এবং দলাদলি বা পরস্পর বিচ্ছিন্নতার নিষেধাজ্ঞা
৬. ইখতিলাফ ও তানাযা’ বা মতভেদ ও দ্বন্দ্বের সমাধান প্রক্রিয়া
৭. শূরা বা পরামর্শ : উলিল আমর নির্বাচনের পদ্ধতি
৮. উলিল আমর নির্বাচনের জন্য লক্ষণীয় গুণাবলী ও যোগ্যতা
৯. সাংবিধানিক বিধান ও নির্বাহী বিধান
১০. উলিল আমরের কর্মক্ষেত্রের পরিধি, দায়িত্ব ও জবাবদিহিতা
১১. মুসলিম উম্মাহর সাংগঠনিক কাঠামো এবং উলিল আমরের পদসোপানক্রম ও সিদ্ধান্ত গ্রহণের পদ্ধতি
১২. আনুগত্য লাভের শর্ত ও উলিল আমরের অধিকার
১৩. মুসলিম উম্মাহর নেতৃত্ব ও রাষ্ট্রীয় কর্তৃত্বের সম্পর্ক
শেষ কথা
পরিভাষা
বইটি সম্পর্কে
আল কুরআনের আলোকে উলিল আমর: মুসলিম উম্মাহর ঐক্য ও সমষ্টিগত দায়িত্ব পালনে নেতৃত্ব ও মান্যতার নির্দেশনা বইটিতে মুসলিমদেরকে আল্লাহর নাযিলকৃত কিতাব আল কুরআনের বিধি-বিধান অনুযায়ী পরিচালনা করা, তাদের অভ্যন্তরীণ বিবাদ-বিসম্বাদের বিচার-ফায়সালা করা, তাদের মধ্যে সম্পদের ন্যায়সঙ্গত ও ভারসাম্যপূর্ণ বণ্টন করা ইত্যাদির প্রয়োজনে অবিসম্বাদিত নেতৃত্ব নির্বাচন ও তার আনুগত্য, আনুগত্য লাভের শর্ত, মুসলিমদের মধ্যে দলাদলি পরিহার করে ঐক্যবদ্ধতা ও সংঘবদ্ধতা এবং বিশ্বজনীন একক জাতিসত্তা হিসেবে ভূমিকা পালনের জন্য যেসব নির্দেশনা রয়েছে সে সম্পর্কে আলোচনা করা হয়েছে। কুরআন অনুযায়ী মহান আল্লাহ মানুষকে একই আদি পিতামাতা থেকে সৃষ্টি করে অসংখ্য নারী-পুরুষ আকারে ছড়িয়ে দিয়েছেন এবং তাদেরকে বিভিন্ন সভ্যতা, সম্প্রদায় ও গোত্রে বিভক্ত করেছেন, যেন তারা পরস্পর পরিচিত হতে পারে। বর্ণ, গোত্র, পেশা, ভাষা ও দেশীয় সীমানাসমূহ মানুষের পরস্পরের পরিচিতি ও কর্মনির্বাহের সুবিধার জন্য। কিন্তু এগুলো জাতীয়তার প্রকৃত ভিত্তি বা উপাদান হতে পারে না। যারা আল্লাহর নাযিলকৃত কিতাবের তথ্য অনুসারে ঈমান এনে তাঁর প্রতি আত্মসমর্পণ করে তারা মতাদর্শগত পরিচয়ে শুধুমাত্র 'মুসলিম' হিসেবে দ্বীনকে অখণ্ডভাবে ধারণ করতে হবে। আল্লাহ তায়ালা দ্বীনের ক্ষেত্রে পরস্পর বিচ্ছিন্নতা থেকে নিষেধ করেছেন। সংঘবদ্ধভাবে আল্লাহর রজ্জুকে আঁকড়ে ধরতে হবে এবং সমষ্টিগত দায়িত্ব আঞ্জাম দেয়ার জন্য নেতৃত্ব ও মান্যতার নির্দেশনাসমূহের অনুসরণ অপরিহার্য।
বর্তমানে বিশ্বে মুসলিম জাতি বিভিন্ন রাষ্ট্রে, মাজহাবে, ফিরক্বায়, তরিকায়, রাজনৈতিক দলাদলিতে বিভক্ত। তাদের কোনো অবিসম্বাদিত নেতা নেই, যাকে তারা মুসলিম জাতির নেতা হিসেবে চিহ্নিত করতে পারে বা মান্যতার প্রমাণ দিতে পারে। আর এর পরিণতিস্বরূপ বর্তমান বিশ্বে মুসলমান জাতি নৈতিকতাসহ বিভিন্ন ক্ষেত্রে চরম অধ:পতিত অবস্থায় রয়েছে। যে মুসলিম জাতির উত্থানের কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে ঈমানদারির সাথে মানবজাতির কল্যাণ সাধন, ন্যায় কাজের নির্দেশ ও অন্যায় কাজে নিষেধ করা, আজ তারাই বহুবিধ অন্যায়ে জড়িত এবং তার কোনো প্রতিকার নেই। অনৈক্যের ফলে তারা জাতিগতভাবেও লাঞ্চিত, নিপীড়িত এবং নির্জীব। কিন্তু যেকোনো প্রকারে ঐক্যের চিন্তা বা নেতৃত্ব প্রতিষ্ঠাও কোনো বাস্তব সমাধান নয়। বরং ঐক্যের মূলনীতি তথা আল্লাহর রজ্জুর ভিত্তিতে ঐক্যের শর্ত এবং নেতৃত্বের মূলনীতি তথা আল্লাহর বিধান অনুযায়ী নেতৃত্ব প্রদান ছাড়া এ অবস্থার প্রকৃত পরিবর্তন অসম্ভব। জাতীয় ঐক্যবদ্ধতা এবং উলিল আমর নির্বাচন ও তার সঠিক নীতিভিত্তিক আনুগত্যকে ঈমানের দাবি হিসেবে উল্লেখ করা হয়েছে, যা একই সাথে তাওহীদ বা আল্লাহর একত্ববাদে বিশ্বাসের প্রায়োগিক স্বরূপ। এ বইটিতে এ বিষয়গুলো আয়াতভিত্তিক উপস্থাপনার মাধ্যমে তুলে ধরা হয়েছে। এতে মুসলিম উম্মাহর সমষ্টিগত কার্যক্রমের ক্ষেত্রে কুরআনে থাকা শান্তিপূর্ণ ও সাম্প্রদায়িকতামুক্ত পন্থা-পদ্ধতি তুলে ধরা হয়েছে। আশা করা যায় বইটি কুরআনিক নির্দেশনা অনুসারে মুসলিম উম্মাহর জামিয়া বা ঐক্য এবং জাতীয় অবিসম্বাদিত নেতৃত্ব সৃষ্টিতে সহায়ক ভূমিকা রাখতে পারবে।
আল কুরআনের আলোকে উলিল আমর বইটি আরো পাওয়া যাচ্ছে রকমারি ডট কমে।
Reviews
There are no reviews yet.