Sale!

আল কুরআনের আলোকে ঈমান

Original price was: 400.00৳ .Current price is: 320.00৳ .

আল কুরআনের আলোকে ঈমান বইটি ঈমানের প্রকৃত ধারণা, যৌক্তিকতা, জ্ঞানের সাথে ঈমানের সম্পর্ক, ধর্মীয় স্বাধীনতা, এবং সৎকর্মের জন্য ঈমানের শর্তসহ বিভিন্ন বিষয়ে আলোকপাত করেছে। বইটির মূল উদ্দেশ্য হলো, কুরআনের আলোকে ঈমানের সঠিক রূপ চিহ্নিত করা এবং তাওহীদে ঈমান রাখার পথ নির্দেশ করা। এ বইয়ে কুরআনে উল্লেখিত ঈমানের বিভিন্ন দিক এবং প্রাসঙ্গিক ভুল ধারণাগুলো আয়াতভিত্তিক বিশ্লেষণের মাধ্যমে স্পষ্ট করা হয়েছে। সৎকর্মের গ্রহণযোগ্যতা ও সুফল নিশ্চিত করার জন্য ঈমান ও তদনুযায়ী কর্ম সম্পাদনের গুরুত্বও এখানে তুলে ধরা হয়েছে।

সাধারণত ঈমান বিষয়ক বইগুলোতে আক্বীদা শিরোনামে অনেক অসঙ্গতি দেখা যায়, যা কুরআনের সাথে সঙ্গতিপূর্ণ নয়। এই বইটি সেই ত্রুটি সংশোধনের প্রচেষ্টা হিসেবে কুরআনের আয়াতসমূহের ভিত্তিতে ঈমানের একটি মৌলিক সংকলন উপস্থাপন করেছে। এতে তাওহীদে বিশ্বাসের প্রকৃত স্বরূপ, শিরক থেকে মুক্ত থাকার নির্দেশনা, এবং সংশ্লিষ্ট প্রসঙ্গে কুরআনের বক্তব্য তুলে ধরা হয়েছে।

এটি কুরআনের আলোকে ঈমান বিষয়ক একটি মৌলিক ও সহায়ক সংকলন হিসেবে কাজ করবে। তবে কুরআনের বিস্তারিত শিক্ষা উপলব্ধি করতে সম্পূর্ণ কুরআন অধ্যয়ন অপরিহার্য। বইটি সংশ্লিষ্ট আয়াতসমূহের সমন্বিত  অধ্যয়নভিত্তিক হওয়ায় এটি গুরুত্বপূর্ণ সংকলন হিসেবে বিবেচিত হতে পারে।

Category: Tag:

Description

আল কুরআনের আলোকে ঈমান বইটি ঈমানের প্রকৃত ধারণা, যৌক্তিকতা, জ্ঞানের সাথে ঈমানের সম্পর্ক, ধর্মীয় স্বাধীনতা, এবং সৎকর্মের জন্য ঈমানের শর্তসহ বিভিন্ন বিষয়ে আলোকপাত করেছে। বইটির মূল উদ্দেশ্য হলো, কুরআনের আলোকে ঈমানের সঠিক রূপ চিহ্নিত করা এবং তাওহীদে ঈমান রাখার পথ নির্দেশ করা। এ বইয়ে কুরআনে উল্লেখিত ঈমানের বিভিন্ন দিক এবং প্রাসঙ্গিক ভুল ধারণাগুলো আয়াতভিত্তিক বিশ্লেষণের মাধ্যমে স্পষ্ট করা হয়েছে। সৎকর্মের গ্রহণযোগ্যতা ও সুফল নিশ্চিত করার জন্য ঈমান ও তদনুযায়ী কর্ম সম্পাদনের গুরুত্বও এখানে তুলে ধরা হয়েছে।

সাধারণত ঈমান বিষয়ক বইগুলোতে আক্বীদা শিরোনামে অনেক অসঙ্গতি দেখা যায়, যা কুরআনের সাথে সঙ্গতিপূর্ণ নয়। এই বইটি সেই ত্রুটি সংশোধনের প্রচেষ্টা হিসেবে কুরআনের আয়াতসমূহের ভিত্তিতে ঈমানের একটি মৌলিক সংকলন উপস্থাপন করেছে। এতে তাওহীদে বিশ্বাসের প্রকৃত স্বরূপ, শিরক থেকে মুক্ত থাকার নির্দেশনা, এবং সংশ্লিষ্ট প্রসঙ্গে কুরআনের বক্তব্য তুলে ধরা হয়েছে।

এটি কুরআনের আলোকে ঈমান বিষয়ক একটি মৌলিক ও সহায়ক সংকলন হিসেবে কাজ করবে। তবে কুরআনের বিস্তারিত শিক্ষা উপলব্ধি করতে সম্পূর্ণ কুরআন অধ্যয়ন অপরিহার্য। বইটি সংশ্লিষ্ট আয়াতসমূহের সমন্বিত  অধ্যয়নভিত্তিক হওয়ায় এটি গুরুত্বপূর্ণ সংকলন হিসেবে বিবেচিত হতে পারে।

 

সূচীপত্র

১. প্রাথমিক কথা
২. ঈমানের পরিচয়
৩. আল্লাহর প্রতি ঈমান
৪. মালায়েকার (ফেরেশতাদের) প্রতি ঈমান
৫. কিতাবসমূহের প্রতি ঈমান
৬. আল্লাহর নবী-রসূলগণের প্রতি ঈমান
৭. আখিরাতের প্রতি ঈমান
৮. শেষ কথা
৯. পরিভাষা

 

বইটি সম্পর্কে

আল কুরআনের আলোকে ঈমান বইটিতে ঈমানের প্রকৃত স্বরূপ, ঈমানের সাথে জ্ঞানের সম্পর্ক, ঈমানের যৌক্তিকতা, ঈমান আনা না আনার বিষয়ে ধর্মীয় স্বাধীনতা, সৎকর্মের পরকালীন মূল্যায়নের জন্য ঈমানের শর্ত, ঈমান না আনা বা কুফর এবং শিরকযুক্ত ঈমান বা শিরকের অপরাধ, ঈমানের সাথে আল্লাহর বিধান পরিপালনের সম্পর্ক, ঈমানের বিষয়বস্তু এবং প্রতিটি বিষয়ের বিশেষ বিশেষ দিকসমূহ সম্পর্কে আলোচনা করা হয়েছে। সাধারণত ঈমান সম্পর্কে লেখা বইসমূহকে ‘আক্বীদা শিরোনামে প্রকাশ করা হয় এবং তাতে যেসব ‘আক্বীদা’ উপস্থাপিত হয় তাতে কুরআনের আলোকে পর্যালোচনা করলে অনেক অসঙ্গতি ধরা পড়ে। তাই এ বইয়ে ঈমান সম্পর্কে কুরআনের আয়াত থেকে প্রাপ্ত তথ্যের একটি মৌলিক সংকলনের প্রয়াস নেয়া হয়েছে।

বইটিতে ঈমানের বিভিন্ন দিক সম্পর্কে একটি সাধারণ তথ্য বিন্যাসের মাধ্যমে সাধারণভাবে অধিকাংশ মানুষ যেভাবে শিরকসম্পন্ন ঈমান রাখে (১২:১০৬), তা থেকে আত্মরক্ষা করে যথার্থভাবে তাওহীদে ঈমান রাখার জন্য কুরআনের ভিত্তিতে তাওহীদে বিশ্বাসের প্রকৃত স্বরূপ ও প্রয়োগ চিহ্নিত করার চেষ্টা করা হয়েছে। এতে অনাবশ্যক বিস্তৃত দার্শনিক যুক্তি-তর্কের পরিবর্তে সংশ্লিষ্ট প্রসঙ্গে কুরআনের আয়াতসমূহের বক্তব্যের সারসংক্ষেপ হিসেবে যে সাধারণ অনুসিদ্ধান্তে উপনীত হওয়া যায় তা উল্লেখ করার পদ্ধতি অবলম্বন করা হয়েছে। কিছু বিশেষ ক্ষেত্রে প্রাসঙ্গিক ভুল ধারণা অপনোদনের জন্য আয়াতভিত্তিক পর্যালোচনা করা হয়েছে।

যেহেতু আল্লাহ প্রদত্ত জীবন বিধান অনুযায়ী যাবতীয় সৎকর্মের মূল ভিত্তি হিসেবে ঈমানের অবস্থান বা ঈমান থাকার ও ঈমানের দাবি অনুযায়ী কর্ম সম্পাদনের শর্তেই যাবতীয় কার্যাবলির গ্রহণযোগ্যতা ও সার্বিক সুফল নির্ভরশীল, তাই কুরআনের আলোকে ঈমান বিষয়ক একটি মৌলিক সংকলন হিসেবে বইটি পাঠকের জন্য একটি সহায়ক সূত্র হিসেবে কাজে লাগবে বলে আশাবাদ ব্যক্ত করা যায়। যথাসাধ্য সতর্কতা সত্ত্বেও একটি মানবীয় উপলব্ধি প্রচেষ্টা ও তার শেয়ারিং হিসেবে বইটিতে কোনো ত্রুটি-বিচ্যুতি চিহ্নিত হওয়া অস্বাভাবিক নয়। তাই বইটির কোনো স্থানে কোনো ধরনের ত্রুটি-বিচ্যুতি ধরা পড়লে, ইনশাআল্লাহ পরবর্তী সংস্করণে তা সংশোধন করে নেয়া হবে।

এ বইটিতে ঈমানের সাথে সম্পর্কিত বিভিন্ন বিষয়কে কুরআনের আলোকে তুলে ধরার চেষ্টা করা হয়েছে। কুরআনে ঈমানের বিভিন্ন বিষয়ে যত তথ্য আছে সেগুলোকে একত্র করার পরিবর্তে সংক্ষেপে কিছু মূল বিষয়ে কুরআনের কিছু আয়াতসহ উপস্থাপনের চেষ্টা করা হয়েছে, প্রাসঙ্গিক সকল আয়াতকে একত্রিত করা হয়নি। বইটি এ বিষয়ে একটি গুরুত্বপূর্ণ সংকলন হিসেবে বিবেচিত হতে পারে কিন্তু বিস্তারিত তথ্যের জন্য সম্পূর্ণ কুরআন বারবার পড়ার কোনো বিকল্প নেই।

বইটিতে উপস্থাপিত প্রসঙ্গসমূহ সংশ্লিষ্ট আয়াতসমূহের সমন্বিত অধ্যয়নের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করা হয়েছে। তবে যে কোনো মানবীয় প্রয়াসের মতো এতেও কোনো ক্ষেত্রে কোনো তাৎপর্য উপলব্ধি ও তা উপস্থাপনার ক্ষেত্রে ভুল হওয়া সম্ভব। তাই যদি অধিকতর অধ্যয়নে কোনো ত্রুটি ধরা পড়ে বা কেউ দৃষ্টি আকর্ষণ করেন তাহলে সংশ্লিষ্ট বিষয়ভিত্তিক আয়াতসমূহের দ্বারা যাচাই করে পরবর্তী সংস্করণ সম্পন্ন করা হবে, ইনশাআল্লাহ।

 

আল কুরআনের আলোকে ঈমান বইটি আরো পাওয়া যাচ্ছে রকমারি ডট কমে।

Reviews

There are no reviews yet.

Be the first to review “আল কুরআনের আলোকে ঈমান”

Your email address will not be published. Required fields are marked *