৯২:১
ওয়াল লায়লি ইযা ইয়াগশা = শপথ রাতের যখন উহা (অন্ধকারে) আচ্ছন্ন করে।
শপথ রাতের যখন উহা (অন্ধকারে) আচ্ছন্ন করে।
৯২:২
ওয়ান নাহারি ইযা তাজাল্লা = আর দিনের যখন উহা আলোকিত করে।
আর দিনের যখন উহা আলোকিত করে।
৯২:৩
ওয়া মা খালাক্বায যাকারা ওয়াল উনছা = আর তাঁর, যিনি সৃষ্টি করেছেন পুরুষ ও নারী।
আর তাঁর, যিনি সৃষ্টি করেছেন পুরুষ ও নারী।
৯২:৪
ইন্না ছা’ইয়াকুম = নিশ্চয় তোমাদের চেষ্টাসাধনা। লাশাত্তা = বিভিন্নমুখী।
নিশ্চয় তোমাদের চেষ্টাসাধনা বিভিন্নমুখী।
৯২:৫
ফাআম্মা মান আতা ওয়াত তাক্বা = তারপর যে দান করলো ও তাকওয়া/ আল্লাভীরুতা অবলম্বন করলো।
তারপর যে দান করলো ও তাকওয়া/ আল্লাহভীরুতা অবলম্বন করলো।
৯২:৬
ওয়া সদ্দাক্বা বিল হুসনা = আর উত্তম ব্যবস্থাকে সত্য সাব্যস্ত করলো।
আর উত্তম ব্যবস্থাকে সত্য সাব্যস্ত করলো।
৯২:৭
ফাছানুইয়াছছিরুহু লিলইউছরা = তবে আমরা শীঘ্রই তাকে সহজ করে দেব সহজ ব্যবস্থার জন্য।
তবে আমরা শীঘ্রই তাকে সহজ করে দেব সহজ ব্যবস্থার জন্য।
৯২:৮
ওয়া আম্মা মান বাখিলা ওয়াছতাগনা = আর যে বখিলি/ কৃপণতা করলো ও বেপরোয়া হলো।
আর যে বখিলি/ কৃপণতা করলো ও বেপরোয়া হলো।
৯২:৯
ওয়া কাযযাবা বিল হুসনা = আর উত্তম ব্যবস্থাকে মিথ্যা সাব্যস্ত করলো।
আর উত্তম ব্যবস্থাকে মিথ্যা সাব্যস্ত করলো।
৯২:১০
ফাছানুইয়াছছিরুহু লিল উছরা = তবে শীঘ্রই আমরা তাকে সহজ করে দেব কঠিন ব্যবস্থার জন্য।
তারপর শীঘ্রই আমরা তাকে সহজ করে দেব কঠিন ব্যবস্থার জন্য।
৯২:১১
ওয়া মা ইউগনী আনহুম মালুহু = আর কী উপকারে আসবে তার ব্যাপারে তার মালসম্পদ? ইযা তারাদ্দা = যখন সে ধ্বংস হবে?
আর কী উপকারে আসবে তার ব্যাপারে তার মালসম্পদ, যখন সে ধ্বংস হবে?
৯২:১২
ইন্না আলাইনা লালহুদা = নিশ্চয় আমাদেরই উপর দায়িত্ব হিদায়াত/ পথনির্দেশ করার।
নিশ্চয় আমাদেরই উপর দায়িত্ব হিদায়াত/ পথনির্দেশ করার।
৯২:১৩
ওয়া ইন্না লানা = আর আমাদেরই আয়ত্তে আছে। লাল আখিরাতা ওয়াল ঊলা = আখিরাত/ পরকাল ও ঊলা/ ইহকাল।
আর আমাদেরই আয়ত্তে আছে আখিরাত/ পরকাল ও ঊলা/ ইহকাল।
৯২:১৪
ফাআনযারতুকুম = সুতরাং আমি তোমাদেরকে সতর্ক করে দিয়েছি। নারান তালাযযা = জ্বলন্ত আগুনের ব্যাপারে।
সুতরাং আমি তোমাদেরকে সতর্ক করে দিয়েছি জ্বলন্ত আগুনের ব্যাপারে।
৯২:১৫
লা ইয়াসলাহা = উহাতে কেউ পুড়বে না। ইল্লাল আশক্বা = অত্যন্ত নিরাশাক্লিষ্ট ব্যক্তি ছাড়া।
উহাতে কেউ পুড়বে না অত্যন্ত নিরাশাক্লিষ্ট ব্যক্তি ছাড়া।
৯২:১৬
আল্লাযী কাযযাবা ওয়া তাওয়াল্লা = যে মিথ্যা সাব্যস্ত করে ও মুখ ফিরিয়ে নেয়।
যে মিথ্যা সাব্যস্ত করে ও মুখ ফিরিয়ে নেয়।
৯২:১৭
ওয়া ছাইউজান্নাবুহাল আতক্বা = আর উহা থেকে দূরে রাখা হবে অত্যন্ত মুত্তাকি/ আল্লাহভীরু ব্যক্তিকে।
আর উহা থেকে দূরে রাখা হবে অত্যন্ত মুত্তাকি/ আল্লাহভীরু ব্যক্তিকে।
৯২:১৮
আল্লাযী ইউতী মালাহু ইয়াতাযাক্কা = যে দান করে তার মালসম্পদ সে নিজেকে পরিশুদ্ধ করতে।
যে দান করে তার মালসম্পদ সে নিজেকে পরিশুদ্ধ করতে।
৯২:১৯
ওয়া মা লিআহাদিন ইনদাহু = আর তার কাছে নেই কারো জন্য। মিন নি’মাতিন তুযজা = এমন কোন নিয়ামত যার প্রতিফল দিতে হবে।
আর তার কাছে নেই কারো জন্য এমন কোন নিয়ামত যার প্রতিফল দিতে হবে।
৯২:২০
ইল্লাবতিগাআ ওয়াজহি রব্বিহিল আ’লা = তার মহান রবের সন্তুষ্টি অন্বেষণ ছাড়া।
তার মহান রবের সন্তুষ্টি অন্বেষণ ছাড়া।
৯২:২১
ওয়া লাছাওফা ইয়ারদা = আর শীঘ্রই তিনি সন্তুষ্ট হবেন।
আর শীঘ্রই তিনি সন্তুষ্ট হবেন।