কুরআনান আ'জাবান

বিস্ময়কর কুরআন

শব্দার্থ ভিত্তিক বাংলা অনুবাদ, তৈয়াবুর রহমান গোপালগঞ্জী

Quranan Ajaban Cover

086. সূরা ত্বারিক

হে আমার প্রভু, আপনার কাছে আশ্রয় চাই শয়তানের কুমন্ত্রণা থেকে, আশ্রয় চাই এর উপস্থিতি থেকে। পরম করুনাময় ও অসীম দয়ালু সর্বশক্তিমানের নামে।

৮৬:১
ওয়াছ ছামায়ি ওয়াত তরিক্বি = শপথ আকাশের ও তারেকের/ সুপারনোভার।

শপথ আকাশের ও তারেকের/ সুপারনোভার।

৮৬:২
ওয়া মা আদরাকা মাত তরিক্বি = আর তুমি কী জান, তারেক/ সুপারনোভা কী?

আর তুমি কী জান, তারেক/ সুপারনোভা কী?

৮৬:৩
আন নাজমুছ ছাক্বিবু = উজ্জল নক্ষত্র।

উজ্জল নক্ষত্র।

৮৬:৪
ইন কুল্লু নাফসিল লাম্মা আলাইহা হাফিযুন = এমন কোন ব্যক্তি নেই যার উপর হেফাযতকারী নেই।

এমন কোন ব্যক্তি নেই যার উপর হেফাযতকারী নেই।

৮৬:৫
ফালইয়ানযুরিল ইনসানু = সুতরাং ইনসান/ মানুষ লক্ষ্য করুক। মিম্মা খুলিক্বা = কী থেকে তাকে সৃষ্টি করা হয়েছে?

সুতরাং ইনসান/ মানুষ লক্ষ্য করুক কী থেকে তাকে সৃষ্টি করা হয়েছে?

৮৬:৬
খুলিক্বা মিম মায়িন দাফিক্বিন = তাকে সৃষ্টি করা হয়েছে বেগবান পানি থেকে।

তাকে সৃষ্টি করা হয়েছে বেগবান পড়া পানি থেকে।

৮৬:৭
ইয়াখরুজুম মিম বায়নিস সুলবি ওয়াত তারায়িবি = উহা বের হয় নারী-পুরুষের প্রজননতন্ত্রের মধ্য থেকে।

উহা বের হয় নারী-পুরুষের প্রজননতন্ত্রের মধ্য থেকে।

৮৬:৮
ইন্নাহু = নিশ্চয় তিনি। আলা রজয়িহী = তার প্রত্যাবর্তনে। লাক্বাদিরুন = সক্ষম।

নিশ্চয় তিনি তার প্রত্যাবর্তনে সক্ষম।

৮৬:৯
ইয়াওমা = সেদিন, যেদিন। তুবলা = পরীক্ষা করা হবে। ছারায়িরু = গোপন বিষয়সমূহ।

সেদিন, যেদিন পরীক্ষা করা হবে গোপন বিষয়সমূহ।

৮৬:১০
ফামা লাহু মিন ক্বুওওয়াতিন ওয়া লা নাসীরিন = তারপর সেদিন তার জন্য থাকবে না কোন শক্তি আর কোন সাহায্যকারীও না।

তারপর সেদিন তার জন্য থাকবে না কোন শক্তি আর কোন সাহায্যকারীও না।

৮৬:১১
ওয়াছ ছামায়ি যাতির রজয়ি = শপথ আকাশের যা বৃষ্টির ধারক।

শপথ আকাশের যা বৃষ্টির ধারক।

৮৬:১২
ওয়াল আরদি যাতিস সদয়ি = আর পৃথিবীর, যা বিদীর্ণ হয়ে থাকে।

আর পৃথিবীর, যা বিদীর্ণ হয়ে থাকে।

৮৬:১৩
ইন্নাহু লাক্বাওলুন ফাসলুন = নিশ্চয় উহা ফয়সালাকারী বাণী।

নিশ্চয় উহা ফয়সালাকারী বাণী।

৮৬:১৪
ওয়া মা হুয়া বিল হাযলি = আর উহা তামাশার ব্যাপার নয়।

আর উহা তামাশার ব্যাপার নয়।

৮৬:১৫
ইন্নাহুম ইয়াকীদূনা কায়দান = নিশ্চয় তারা একটি কায়দাকৌশল করছে।

নিশ্চয় তারা একটি কায়দাকৌশল করছে।

৮৬:১৬
ওয়া আকীদু কায়দান = আর আমিও এক কায়দাকৌশল করছি।

আর আমিও এক কায়দাকৌশল করছে।

৮৬:১৭
ফামাহহিলিল কাফিরীনা = সুতরাং কাফিরদেরকে অবকাশ দাও। আমহিলহুম = তাদেরকে অবকাশ দাও। রুওয়ায়দান = কিছুক্ষণ।

সুতরাং কাফিরদেরকে অবকাশ দাও, তাদেরকে অবকাশ দাও কিছুক্ষণ।