কুরআনান আজাবান

তৈয়াবুর রহমান গোপালগঞ্জী

Quranan Ajaban Cover

081. সূরা তাকভীর

হে আমার প্রভু, আপনার কাছে আশ্রয় চাই শয়তানের কুমন্ত্রণা থেকে, আশ্রয় চাই এর উপস্থিতি থেকে। পরম করুনাময় ও অসীম দয়ালু সর্বশক্তিমানের নামে।

৮১:১
ইযাশ শামছু কুভভিরাত = যখন সূর্যকে গুটানো হবে।

যখন সূর্যকে গুটানো হবে।

৮১:২
ওয়া ইযান নুজূমুনকাদারাত = আর যখন নক্ষত্রগুলো ইতস্তত বিক্ষিপ্ত হবে।

আর যখন নক্ষত্রগুলো ইতস্তত বিক্ষিপ্ত হবে।

৮১:৩
ওয়া ইযাল জিবালু ছুইয়িরাত = আর যখন পাহাড়সমূহকে চালিয়ে দেয়া হবে।

আর যখন পাহাড়সমূহকে চালিয়ে দেয়া হবে।

৮১:৪
ওয়া ইযাল ইশারু উত্তিলাত = আর যখন দশ মাসের গর্ভবতী উটনীকে উপেক্ষা করা হবে।

আর যখন দশ মাসের গর্ভবতী উটনীকে উপেক্ষা করা হবে।

৮১:৫
ওয়া ইযাল উহূশু হুশশিরাত = আর যখন বন্য পশুদেরকে সমবেত করা হবে।

আর যখন বন্য পশুদেরকে সমবেত করা হবে।

৮১:৬
ওয়া ইযাল বিহারু ছুজজিরাত = আর যখন সাগরকে প্রজ্জলিত করা হবে।

আর যখন সাগরকে প্রজ্জলিত করা হবে।

৮১:৭
ওয়া ইযান নুফূসু যুভভিযাত = আর যখন নফসসমূহকে/ প্রাণসমূহকে (দেহের সাথে) জুড়ে দেয়া হবে।

আর যখন প্রাণসমূহকে জুড়ে দেয়া হবে।

৮১:৮
ওয়া ইযাল মাওঊদাতু ছুয়িলাত = আর যখন জীবন্ত পুঁতে ফেলা কন্যাকে জিজ্ঞাসা করা হবে।

আর যখন জীবন্ত পুঁতে ফেলা কন্যাকে জিজ্ঞাসা করা হবে।

৮১:৯
বিআইয়ি যামবিন ক্বুতিলাত = কোন অপরাধে তাকে কতল/ হত্যা করা হয়েছে।

কোন অপরাধে তাকে হত্যা করা হয়েছে?

৮১:১০
ওয়া ইযাস সুহূফু নুশিরাত = আর যখন সহীফাসমূহ/ আমলনামাসমূহ উন্মোচিত করা হবে।

আর যখন আমলনামাসমূহ উন্মোচিত করা হবে।

৮১:১১
ওয়া ইযাছ ছামাউ কুশিতাত = আর যখন আকাশকে অন্তরালমুক্ত করা হবে।

আর যখন আকাশকে অন্তরালমুক্ত করা হবে।

৮১:১২
ওয়া ইযাল জাহীমু ছু’য়িরাত = আর যখন জাহীমকে (= জাহান্নামকে) উত্তপ্ত করা হবে।

আর যখন জাহান্নামকে উত্তপ্ত করা হবে।

৮১:১৩
ওয়া ইযাল জান্নাতু উযলিফাত = আর যখন জান্নাতকে নিকটবর্তী করা হবে।

আর যখন জান্নাতকে নিকটবর্তী করা হবে।

৮১:১৪
আলিমাত নাফসুন = তখন প্রত্যেক ব্যক্তি জানবে। মা আহদারাত = সে কী উপস্থিত করেছে।

তখন প্রত্যেক ব্যক্তি জানবে সে কী উপস্থিত করেছে।

৮১:১৫
ফালা উক্বছিমু বিল খুন্নাছি = সুতরাং না। আমি কসম করছি খুন্নাসের/ পশ্চাদপসরনকারী (নক্ষত্র) এর।

সুতরাং না। আমি কসম করছি পশ্চাদপসরনকারী (নক্ষত্র) এর।

৮১:১৬
আল জাওয়ারিল কুন্নাছি = যা চলমান ও কুন্নাছ/ অদৃশ্যমান।

যা চলমান ও অদৃশ্যমান।

৮১:১৭
ওয়াল লাইলি = আর রাতের। ইযা আছআছা = যখন তা বিদায় নেয়।

আর রাতের, যখন তা বিদায় নেয়।

৮১:১৮
ওয়াছ ছুবহি = আর সোবহের/ প্রভাতের। ইযা তানাফফাছা = যখন তা শ্বাস নেয়।

আর প্রভাতের, যখন তা শ্বাস নেয়।

৮১:১৯
ইন্নাহু = নিশ্চয় উহা (= আল কুরআন)। লাক্বাওলু রাসূলিন কারীমিন = রসূলে করীমের/ সম্মানিত রসূলের (বাহিত) বাণী।

নিশ্চয় সেটা (= আল কুরআন) সম্মানিত বার্তাবাহকের বাণী।

৮১:২০
যী ক্বুওওয়াতিন = যে শক্তিশালী। ইনদা যিল আরশি = আরশের অধিকারীর কাছে। মাকীনিন = মর্যাদাসম্পন্ন।

যে শক্তিশালী, আরশের অধিকারীর কাছে মর্যাদাসম্পন্ন।

৮১:২১
মুতায়িন = তার ইতায়াত/ আনুগত্য করা হয়। ছাম্মা = সেখানে। আমীনিন = সে বিশ্বস্ত।

তার আনুগত্য করা হয়, সেখানে সে বিশ্বস্ত।

৮১:২২
ওয়া মা সহিবকুম বিমাজনূনিন = আর তোমাদের সঙ্গী মজনুন/ জিনগ্রস্ত / পাগল নয়।

আর তোমাদের সঙ্গী পাগল নয়।

৮১:২৩ এর শব্দার্থ: ওয়া = আর। লাক্বাদ = নিশ্চয়। রআহু = সে তাকে দেখেছে। বিল উফুক্বিল মুবীনি = স্পষ্ট দিগন্তে।

আর নিশ্চয় সে তাকে দেখেছে স্পষ্ট দিগন্তে।

৮১:২৪
ওয়া মা হুয়া আলাল গায়বি বিদনীনিন = আর সে গায়েবের / অদৃশ্যের (তথ্য প্রকাশের) ব্যাপারে কৃপণ নয়।

আর সে অদৃশ্যের (তথ্য প্রকাশের) ব্যাপারে কৃপন নয়।

৮১:২৫
ওয়া মা হুয়া বিক্বাওলি শায়তানির রজীমিন = আর উহা (= আল কুরআন) কোন বিতাড়িত শয়তানের বাণী নয়।

আর সেটা (= আল কুরআন) কোন বিতাড়িত শয়তানের বাণী নয়।

৮১:২৬
ফাআয়না তাযহাবূনা = সুতরাং কোন মাযহাবে/ যাওয়ার পথে তোমরা চলে যাচ্ছো?

সুতরাং কোন পথে তোমরা চলে যাচ্ছো?

৮১:২৭
ইন হুয়া ইল্লা যিকরুল লিল আলামীনা = উহা (= আল কুরআন) কিছু নয়, যিকরুল্লিল আলামীন/ বিশ্ববাসীর জন্য যিকির (স্মরণিকা/ স্মরণীয় উপদেশ/ সংবিধান) ছাড়া।

এটা (= আল কুরআন) কিছু নয়, বিশ্ববাসীর জন্য স্মরণিকা/ স্মরণীয় উপদেশ ছাড়া।

৮১:২৮
লিমান শাআ মিনকুম আইঁ ইয়াছতাক্বীমা = তোমাদের মধ্য থেকে তার জন্য যে ইচ্ছা করে সরল সঠিক পথে চলতে।

তোমাদের মধ্য থেকে তার জন্য যে ইচ্ছা করে সরল সঠিক পথে চলতে।

৮১:২৯
ওয়া মা তাশাঊনা = আর তোমরা ইচ্ছা করবে না। ইল্লা আইঁ ইয়াশাআল্লাহু রব্বুল আলামীনা = আল্লাহ রব্বুল আলামীন ইচ্ছা করা ছাড়া।

আর তোমরা ইচ্ছা করবে না মহাবিশ্বের প্রতিপালনকারী আল্লাহর ইচ্ছা করা ছাড়া।