কুরআনান আ'জাবান

বিস্ময়কর কুরআন

শব্দার্থ ভিত্তিক বাংলা অনুবাদ, তৈয়াবুর রহমান গোপালগঞ্জী

Quranan Ajaban Cover

080. সূরা আবাসা

হে আমার প্রভু, আপনার কাছে আশ্রয় চাই শয়তানের কুমন্ত্রণা থেকে, আশ্রয় চাই এর উপস্থিতি থেকে। পরম করুনাময় ও অসীম দয়ালু সর্বশক্তিমানের নামে।

৮০:১
আবাছা ওয়া তাওয়াল্লা = সে কপাল কুঁচকালো ও মুখ ফিরিয়ে নিল।

সে কপাল কুঁচকালো ও মুখ ফিরিয়ে নিল।

৮০:২
আন জাআহুল আ’মা = এজন্য যে, এসেছিল একজন অন্ধলোক।

এজন্য যে, এসেছিল একজন অন্ধলোক।

৮০:৩
ওয়া = আর। মা ইউদরীকা = কিসে তোমাকে জানাবে। লাআল্লাহু ইয়াযযাক্কা = হয়তো সে নিজেকে পরিশুদ্ধ করতো।

আর কিসে তোমাকে জানাবে হয়তো সে নিজেকে পরিশুদ্ধ করতো।

৮০:৪
আও = অথবা। ইয়াযযাক্কারু = তাযাক্কুর/ উপদেশ গ্রহণ করতো। ফাতানফাআহুয যিকরা = তারপর উপদেশ তার জন্য উপকারী হতো।

অথবা উপদেশ গ্রহন করতো। তারপর উপদেশ তার জন্য উপকারী হতো।

৮০:৫
আম্মা মানিছতাগনা = আর তার ব্যাপারটা, যে বেপরোয়া হলো।

আর তার ব্যাপারটা, যে বেপরোয়া হলো।

৮০:৬
ফাআনতা লাহু তাসদ্দা = অথচ তুমি তার জন্য অযথা ব্যস্ত হচ্ছ?

অথচ তুমি তার জন্য অযথা ব্যস্ত হচ্ছ?

৮০:৭
ওয়া মা আলাইকা = আর তোমার কোন দায়িত্ব নেই। আল্লা ইউযাক্কা = যদি সে নিজেকে পরিশুদ্ধ না করে।

আর তোমার কোন দায়িত্ব নেই যদি সে নিজেকে পরিশুদ্ধ না করে।

৮০:৮
ওয়া আম্মা মান জাআকা ইয়াছআ = আর তার ব্যাপারটা, যে তোমার কাছে দৌড়ে আসে।

আর তার ব্যাপারটা, যে তোমার কাছে দৌড় আসে।

৮০:৯
ওয়া হুয়া ইয়াখশা = আর সে ভয় করে।

আর সে ভয় করে।

৮০:১০
ফাআনতা আনহু তালাহহা = অথচ তুমি তার থেকে বিহবল হচ্ছ।

অথচ তুমি তার থেকে বিহবল হচ্ছ।

৮০:১১
কাল্লা = কখনো না। ইন্নাহা = নিশ্চয় উহা (= আল কুরআন)। তাযকিরাতুন = তাযকিরা/ স্মরণিকা/ স্মরণীয় উপদেশ/ সংবিধান।

কখনো না। নিশ্চয় সেটা (= আল কুরআন) স্মরণিকা/ স্মরণীয় উপদেশ/ সংবিধান।

৮০:১২
ফামান শাআ = সুতরাং যে ইচ্ছা করবে। যাকারাহু = সে উহা স্মরণ করবে।

সুতরাং যে ইচ্ছা করবে, সে উহা স্মরণ করবে।

৮০:১৩
ফী সুহুফিম মুকাররামাতিন = মানসম্মত সহিফাসমূহে (লিখিত)।

মানসম্মত সহিফাসমূহে (লিখিত)।

৮০:১৪
মারফূআতিম মুতাহহারাতিন = যা সমুন্নত, পবিত্র।

যা সমুন্নত, পবিত্র।

৮০:১৫
বিআয়দী ছাফারাতিন = সেই দূতদের হাতে (লিখিত)।

সেই দূতদের হাতে (লিখিত)।

৮০:১৬
কিরামিম বারারাতিন = যারা সম্মানিত, সততাসম্পন্ন।

যারা সম্মানিত, সততাসম্পন্ন।

৮০:১৭
ক্বুতিলাল ইনসানু = ইনসান/ মানুষ কতলকৃত/ নিহত হোক। মা আকফারাহু = সে উহার প্রতি (= আল কুরআনের প্রতি) কিরূপ কুফর/ অবিশ্বাস করে।

মানুষ নিহত হোক, সে এর প্রতি (= আল কুরআনের প্রতি) কিভাবে অবিশ্বাস করে।

৮০:১৮
মিন আইয়ি শাইয়িন = কী জিনিস থেকে। খালাক্বাহু = তিনি তাকে সৃষ্টি করেছেন?

কী জিনিস থেকে তিনি তাকে সৃষ্টি করেছেন?

৮০:১৯
মিন নুতফাতিন = এক ফোঁটা বীর্য থেকে। খালাক্বাহু = তিনি তাকে সৃষ্টি করেছেন। ফাক্বাদ্দারাহু = তারপর তিনি তাকে প্রাকৃতিক আইন নির্ধারণ করে দিয়েছেন।

এক ফোঁটা বীর্য থেকে। তিনি তাকে সৃষ্টি করেছেন, তারপর তিনি তাকে প্রাকৃতিক আইন নির্ধারণ করে দিয়েছেন।

৮০:২০
ছুম্মাছ ছাবীলা ইয়াছছারাহু = তারপর তিনি তাকে সহজ করে দিয়েছেন (তার বের হবার ও জীবন পরিচালনার) পথ।

তারপর তিনি তাকে সহজ করে দিয়েছেন (তার বের হবার ও জীবন পরিচালনার) পথ।

৮০:২১
ছুম্মা = তারপর। আমাতাহু = তিনি তাকে মৃত্যু দেন। ওয়া = আর। ফাআক্ববারাহু = তিনি তাকে কবরস্থ করেন।

তারপর তিনি তাকে মৃত্যু দেন আর তিনি তাকে কবরস্থ করেন।

৮০:২২
ছুম্মা = তারপর। ইযা শাআ = যখন তিনি ইচ্ছা করবেন। আনশারাহু = তিনি তাকে পুনর্জীবিত করবেন।

তারপর যখন তিনি ইচ্ছা করবেন, তিনি তাকে পুনর্জীবিত করবেন।

৮০:২৩
কাল্লা = কখনো না। লাম্মা ইয়াক্বদি = সে সম্পাদন করেনি। মা আমারাহু = যা তিনি তাকে আদেশ দিয়েছেন।

কখনো না। সে সম্পাদন করেনি যা তিনি তাকে আদেশ দিয়েছেন।

৮০:২৪
ফালইয়ানযুরিল ইনসানু = তারপর ইনসান/ মানুষ লক্ষ্য করুক। ইলা তয়ামিহী = তার খাদ্যের দিকে।

তারপর মানুষ লক্ষ্য করুক তার খাদ্যের দিকে।

৮০:২৫
আন্না সবাবনাল মাআ সব্বান = আমরা প্রচুর ঢালায় (বৃষ্টির) পানি ঢেলেছি।

আমরা প্রচুর ঢালায় (বৃষ্টির) পানি ঢেলেছি।

৮০:২৬
ছুম্মা = তারপর। শাক্বাক্বনাল আরদা শাক্বক্বান = আমরা মাটিকে বিদীর্ণ করেছি।

তারপর আমরা মাটিকে বিদীর্ণ করেছি।

৮০:২৭
ফাআমবাতনা ফীহা হাব্বান = তারপর আমরা উৎপন্ন করেছি তার মধ্যে শস্য।

তারপর আমরা উৎপন্ন করেছি তার মধ্যে শস্য।

৮০:২৮
ওয়া ইনাবান = ও আঙ্গুর। ওয়া ক্বাদবান = ও শাকসবজি।

ও আঙ্গুর ও শাকসবজি।

৮০:২৯
ওয়া যায়তূনান = ও যায়তূন/ জলপাই। ওয়া নাখলান = ও খেজুর।

ও জলপাই ও খেজুর।

৮০:৩০
ওয়া হাদায়িক্বা গুলবান = ও ঘন সন্নিবেশিত বাগিচাসমূহ।

ও ঘন সন্নিবেশিত বাগিচাসমূহ।

৮০:৩১
ওয়া ফাকিহাতান = ও ফলফলাদি। ওয়া আব্বান = ও উদ্ভিদ জাতীয় খাদ্য।

ও ফলফলাদি ও উদ্ভিদজাতীয় খাদ্য।

৮০:৩২
মাতাআল্লাকুম ওয়া লিআনআমিকুম = ভোগসামগ্রীরূপে তোমাদের জন্য ও তোমাদের আনআমের/ গবাদি পশুর জন্য।

ভোগসামগ্রীরূপে তোমাদের জন্য ও তোমাদের গবাদি পশুর জন্য।

৮০:৩৩
ফাইযা জাআতিস সখখাতু = তারপর যখন আসবে কানফাটানো আওয়াজ।

তারপর যখন আসবে কানফাটানো আওয়াজ।

৮০:৩৪
ইয়াওমা ইয়াফিররুল মারউ মিন আখীহি = সেদিন পালাতে থাকবে মানুষ তার ভাই থেকে।

সেদিন পালাতে থাকবে মানুষ তার ভাই থেকে।

৮০:৩৫
ওয়া উম্মিহী = ও তার মা থেকে। ওয়া আবীহি = ও তার পিতা থেকে।

ও তার মা থেকে ও তার পিতা থেকে।

৮০:৩৬
ওয়া সহিবাতিহী = ও তার বেগম সাহেবা/ স্ত্রী থেকে। ওয়া বানীহি = ও তার সন্তানসন্ততি থেকে।

ও তার স্ত্রী থেকে ও তার সন্তানসন্ততি থেকে।

৮০:৩৭
লিকুল্লিমরিয়িম মিনহুম = তাদের মধ্য থেকে প্রত্যেক ব্যক্তির জন্য। ইয়াওমায়িযিন = সেদিন। শা’নুইঁ ইউগনীহি = বিশেষ অবস্থা তাকে ব্যতিব্যস্ত করবে।

তাদের মধ্য থেকে প্রত্যেক ব্যক্তির জন্য সেদিন বিশেষ অবস্থা তাকে ব্যতিব্যস্ত করবে।

৮০:৩৮
উজূহুইঁ ইয়াওমায়িযিম মুছফিরাতুন = অনেক চেহারা সেদিন উজ্জল হবে।

অনেক চেহারা সেদিন উজ্জল হবে।

৮০:৩৯
দহিকাতুম মুছতাবশিরাতুন = হাসিখুশি ও আনন্দিত হবে।

হাসিখুশি ও আনন্দিত হবে।

৮০:৪০
ওয়া হুজূহুইঁ ইয়াওমায়িযিন আলাইহা গাবারাতুন = আর অনেক চেহারার উপর সেদিন মলিনতা থাকবে।

আর অনেক চেহারার উপর সেদিন মলিনতা থাকবে।

৮০:৪১
তারহাক্বুহা = তাকে আচ্ছন্ন করবে। ক্বাতারাতুন = কালো আঁধার।

তাকে আচ্ছন্ন করবে কালো আঁধার।

৮০:৪২
উলায়িকা হুমুল কাফারাতুল ফাজারাতু = উহারাই কাফের / সত্য অস্বীকারকারী ও পাপী।

উহারাই সত্য অস্বীকারকারী ও পাপী।