কুরআনান আজাবান

তৈয়াবুর রহমান গোপালগঞ্জী

Quranan Ajaban Cover

080. সূরা আবাসা

হে আমার প্রভু, আপনার কাছে আশ্রয় চাই শয়তানের কুমন্ত্রণা থেকে, আশ্রয় চাই এর উপস্থিতি থেকে। পরম করুনাময় ও অসীম দয়ালু সর্বশক্তিমানের নামে।

৮০:১
আবাছা ওয়া তাওয়াল্লা = সে কপাল কুঁচকালো ও মুখ ফিরিয়ে নিল।

সে কপাল কুঁচকালো ও মুখ ফিরিয়ে নিল।

৮০:২
আন জাআহুল আ’মা = এজন্য যে, এসেছিল একজন অন্ধলোক।

এজন্য যে, এসেছিল একজন অন্ধলোক।

৮০:৩
ওয়া = আর। মা ইউদরীকা = কিসে তোমাকে জানাবে। লাআল্লাহু ইয়াযযাক্কা = হয়তো সে নিজেকে পরিশুদ্ধ করতো।

আর কিসে তোমাকে জানাবে হয়তো সে নিজেকে পরিশুদ্ধ করতো।

৮০:৪
আও = অথবা। ইয়াযযাক্কারু = তাযাক্কুর/ উপদেশ গ্রহণ করতো। ফাতানফাআহুয যিকরা = তারপর উপদেশ তার জন্য উপকারী হতো।

অথবা উপদেশ গ্রহন করতো। তারপর উপদেশ তার জন্য উপকারী হতো।

৮০:৫
আম্মা মানিছতাগনা = আর তার ব্যাপারটা, যে বেপরোয়া হলো।

আর তার ব্যাপারটা, যে বেপরোয়া হলো।

৮০:৬
ফাআনতা লাহু তাসদ্দা = অথচ তুমি তার জন্য অযথা ব্যস্ত হচ্ছ?

অথচ তুমি তার জন্য অযথা ব্যস্ত হচ্ছ?

৮০:৭
ওয়া মা আলাইকা = আর তোমার কোন দায়িত্ব নেই। আল্লা ইউযাক্কা = যদি সে নিজেকে পরিশুদ্ধ না করে।

আর তোমার কোন দায়িত্ব নেই যদি সে নিজেকে পরিশুদ্ধ না করে।

৮০:৮
ওয়া আম্মা মান জাআকা ইয়াছআ = আর তার ব্যাপারটা, যে তোমার কাছে দৌড়ে আসে।

আর তার ব্যাপারটা, যে তোমার কাছে দৌড় আসে।

৮০:৯
ওয়া হুয়া ইয়াখশা = আর সে ভয় করে।

আর সে ভয় করে।

৮০:১০
ফাআনতা আনহু তালাহহা = অথচ তুমি তার থেকে বিহবল হচ্ছ।

অথচ তুমি তার থেকে বিহবল হচ্ছ।

৮০:১১
কাল্লা = কখনো না। ইন্নাহা = নিশ্চয় উহা (= আল কুরআন)। তাযকিরাতুন = তাযকিরা/ স্মরণিকা/ স্মরণীয় উপদেশ/ সংবিধান।

কখনো না। নিশ্চয় সেটা (= আল কুরআন) স্মরণিকা/ স্মরণীয় উপদেশ/ সংবিধান।

৮০:১২
ফামান শাআ = সুতরাং যে ইচ্ছা করবে। যাকারাহু = সে উহা স্মরণ করবে।

সুতরাং যে ইচ্ছা করবে, সে উহা স্মরণ করবে।

৮০:১৩
ফী সুহুফিম মুকাররামাতিন = মানসম্মত সহিফাসমূহে (লিখিত)।

মানসম্মত সহিফাসমূহে (লিখিত)।

৮০:১৪
মারফূআতিম মুতাহহারাতিন = যা সমুন্নত, পবিত্র।

যা সমুন্নত, পবিত্র।

৮০:১৫
বিআয়দী ছাফারাতিন = সেই দূতদের হাতে (লিখিত)।

সেই দূতদের হাতে (লিখিত)।

৮০:১৬
কিরামিম বারারাতিন = যারা সম্মানিত, সততাসম্পন্ন।

যারা সম্মানিত, সততাসম্পন্ন।

৮০:১৭
ক্বুতিলাল ইনসানু = ইনসান/ মানুষ কতলকৃত/ নিহত হোক। মা আকফারাহু = সে উহার প্রতি (= আল কুরআনের প্রতি) কিরূপ কুফর/ অবিশ্বাস করে।

মানুষ নিহত হোক, সে এর প্রতি (= আল কুরআনের প্রতি) কিভাবে অবিশ্বাস করে।

৮০:১৮
মিন আইয়ি শাইয়িন = কী জিনিস থেকে। খালাক্বাহু = তিনি তাকে সৃষ্টি করেছেন?

কী জিনিস থেকে তিনি তাকে সৃষ্টি করেছেন?

৮০:১৯
মিন নুতফাতিন = এক ফোঁটা বীর্য থেকে। খালাক্বাহু = তিনি তাকে সৃষ্টি করেছেন। ফাক্বাদ্দারাহু = তারপর তিনি তাকে প্রাকৃতিক আইন নির্ধারণ করে দিয়েছেন।

এক ফোঁটা বীর্য থেকে। তিনি তাকে সৃষ্টি করেছেন, তারপর তিনি তাকে প্রাকৃতিক আইন নির্ধারণ করে দিয়েছেন।

৮০:২০
ছুম্মাছ ছাবীলা ইয়াছছারাহু = তারপর তিনি তাকে সহজ করে দিয়েছেন (তার বের হবার ও জীবন পরিচালনার) পথ।

তারপর তিনি তাকে সহজ করে দিয়েছেন (তার বের হবার ও জীবন পরিচালনার) পথ।

৮০:২১
ছুম্মা = তারপর। আমাতাহু = তিনি তাকে মৃত্যু দেন। ওয়া = আর। ফাআক্ববারাহু = তিনি তাকে কবরস্থ করেন।

তারপর তিনি তাকে মৃত্যু দেন আর তিনি তাকে কবরস্থ করেন।

৮০:২২
ছুম্মা = তারপর। ইযা শাআ = যখন তিনি ইচ্ছা করবেন। আনশারাহু = তিনি তাকে পুনর্জীবিত করবেন।

তারপর যখন তিনি ইচ্ছা করবেন, তিনি তাকে পুনর্জীবিত করবেন।

৮০:২৩
কাল্লা = কখনো না। লাম্মা ইয়াক্বদি = সে সম্পাদন করেনি। মা আমারাহু = যা তিনি তাকে আদেশ দিয়েছেন।

কখনো না। সে সম্পাদন করেনি যা তিনি তাকে আদেশ দিয়েছেন।

৮০:২৪
ফালইয়ানযুরিল ইনসানু = তারপর ইনসান/ মানুষ লক্ষ্য করুক। ইলা তয়ামিহী = তার খাদ্যের দিকে।

তারপর মানুষ লক্ষ্য করুক তার খাদ্যের দিকে।

৮০:২৫
আন্না সবাবনাল মাআ সব্বান = আমরা প্রচুর ঢালায় (বৃষ্টির) পানি ঢেলেছি।

আমরা প্রচুর ঢালায় (বৃষ্টির) পানি ঢেলেছি।

৮০:২৬
ছুম্মা = তারপর। শাক্বাক্বনাল আরদা শাক্বক্বান = আমরা মাটিকে বিদীর্ণ করেছি।

তারপর আমরা মাটিকে বিদীর্ণ করেছি।

৮০:২৭
ফাআমবাতনা ফীহা হাব্বান = তারপর আমরা উৎপন্ন করেছি তার মধ্যে শস্য।

তারপর আমরা উৎপন্ন করেছি তার মধ্যে শস্য।

৮০:২৮
ওয়া ইনাবান = ও আঙ্গুর। ওয়া ক্বাদবান = ও শাকসবজি।

ও আঙ্গুর ও শাকসবজি।

৮০:২৯
ওয়া যায়তূনান = ও যায়তূন/ জলপাই। ওয়া নাখলান = ও খেজুর।

ও জলপাই ও খেজুর।

৮০:৩০
ওয়া হাদায়িক্বা গুলবান = ও ঘন সন্নিবেশিত বাগিচাসমূহ।

ও ঘন সন্নিবেশিত বাগিচাসমূহ।

৮০:৩১
ওয়া ফাকিহাতান = ও ফলফলাদি। ওয়া আব্বান = ও উদ্ভিদ জাতীয় খাদ্য।

ও ফলফলাদি ও উদ্ভিদজাতীয় খাদ্য।

৮০:৩২
মাতাআল্লাকুম ওয়া লিআনআমিকুম = ভোগসামগ্রীরূপে তোমাদের জন্য ও তোমাদের আনআমের/ গবাদি পশুর জন্য।

ভোগসামগ্রীরূপে তোমাদের জন্য ও তোমাদের গবাদি পশুর জন্য।

৮০:৩৩
ফাইযা জাআতিস সখখাতু = তারপর যখন আসবে কানফাটানো আওয়াজ।

তারপর যখন আসবে কানফাটানো আওয়াজ।

৮০:৩৪
ইয়াওমা ইয়াফিররুল মারউ মিন আখীহি = সেদিন পালাতে থাকবে মানুষ তার ভাই থেকে।

সেদিন পালাতে থাকবে মানুষ তার ভাই থেকে।

৮০:৩৫
ওয়া উম্মিহী = ও তার মা থেকে। ওয়া আবীহি = ও তার পিতা থেকে।

ও তার মা থেকে ও তার পিতা থেকে।

৮০:৩৬
ওয়া সহিবাতিহী = ও তার বেগম সাহেবা/ স্ত্রী থেকে। ওয়া বানীহি = ও তার সন্তানসন্ততি থেকে।

ও তার স্ত্রী থেকে ও তার সন্তানসন্ততি থেকে।

৮০:৩৭
লিকুল্লিমরিয়িম মিনহুম = তাদের মধ্য থেকে প্রত্যেক ব্যক্তির জন্য। ইয়াওমায়িযিন = সেদিন। শা’নুইঁ ইউগনীহি = বিশেষ অবস্থা তাকে ব্যতিব্যস্ত করবে।

তাদের মধ্য থেকে প্রত্যেক ব্যক্তির জন্য সেদিন বিশেষ অবস্থা তাকে ব্যতিব্যস্ত করবে।

৮০:৩৮
উজূহুইঁ ইয়াওমায়িযিম মুছফিরাতুন = অনেক চেহারা সেদিন উজ্জল হবে।

অনেক চেহারা সেদিন উজ্জল হবে।

৮০:৩৯
দহিকাতুম মুছতাবশিরাতুন = হাসিখুশি ও আনন্দিত হবে।

হাসিখুশি ও আনন্দিত হবে।

৮০:৪০
ওয়া হুজূহুইঁ ইয়াওমায়িযিন আলাইহা গাবারাতুন = আর অনেক চেহারার উপর সেদিন মলিনতা থাকবে।

আর অনেক চেহারার উপর সেদিন মলিনতা থাকবে।

৮০:৪১
তারহাক্বুহা = তাকে আচ্ছন্ন করবে। ক্বাতারাতুন = কালো আঁধার।

তাকে আচ্ছন্ন করবে কালো আঁধার।

৮০:৪২
উলায়িকা হুমুল কাফারাতুল ফাজারাতু = উহারাই কাফের / সত্য অস্বীকারকারী ও পাপী।

উহারাই সত্য অস্বীকারকারী ও পাপী।