কুরআনান আজাবান

তৈয়াবুর রহমান গোপালগঞ্জী

Quranan Ajaban Cover

114. সূরা নাস

হে আমার প্রভু, আপনার কাছে আশ্রয় চাই শয়তানের কুমন্ত্রণা থেকে, আশ্রয় চাই এর উপস্থিতি থেকে। পরম করুনাময় ও অসীম দয়ালু সর্বশক্তিমানের নামে।

১১৪:১
ক্বুল = বলো। আউযু = আমি আশ্রয় চাই। বিরব্বিন্নাছি = মানুষের রবের (= সৃষ্টিকর্তা, পালনকর্তা, প্রার্থনা পূরণকর্তা ও বিধানদাতার) কাছে।

বলো, আমি আশ্রয় চাই মানুষের রবের (= সৃষ্টিকর্তা, পালনকর্তা, প্রার্থনা পূরণকর্তা ও বিধানদাতার) কাছে।

১১৪:২
মালিকিন্নাছি = মানুষের মালিকের/ অধিপতির কাছে।

মানুষের অধিপতির কাছে।

১১৪:৩
ইলাহিন্নাছি = মানুষের ইলাহের কাছে।

মানুষের ইলাহের কাছে।

১১৪:৪
মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাছি = খান্নাসের/ পিছে সরে যাওয়া ব্যক্তির ওয়াসওয়াসা/ কুমন্ত্রণা থেকে।

খান্নাসের/ পিছে সরে যাওয়া ব্যক্তির ওয়াসওয়াসা/ কুমন্ত্রণা থেকে।

১১৪:৫
আল্লাযী = যে। ইউওয়াসভিছু = ওয়াসওয়াসা/ কুমন্ত্রণা দেয়। ফী সুদূরিন্নাছি = মানুষের সদরসমূহের/ মস্তিষ্কসমূহের মধ্যে।

যে ওয়াসওয়াসা/ কুমন্ত্রণা দেয় মানুষের সদরসমূহের/ মস্তিষ্কসমূহের মধ্যে।

১১৪:৬
মিনাল জিন্নাতি ওয়ান নাছি = জিনের মধ্য থেকে ও মানুষের মধ্য থেকে।

জিনের মধ্য থেকে ও মানুষের মধ্য থেকে।