১১৪:১
ক্বুল = বলো। আউযু = আমি আশ্রয় চাই। বিরব্বিন্নাছি = মানুষের রবের (= সৃষ্টিকর্তা, পালনকর্তা, প্রার্থনা পূরণকর্তা ও বিধানদাতার) কাছে।
বলো, আমি আশ্রয় চাই মানুষের রবের (= সৃষ্টিকর্তা, পালনকর্তা, প্রার্থনা পূরণকর্তা ও বিধানদাতার) কাছে।
১১৪:২
মালিকিন্নাছি = মানুষের মালিকের/ অধিপতির কাছে।
মানুষের অধিপতির কাছে।
১১৪:৩
ইলাহিন্নাছি = মানুষের ইলাহের কাছে।
মানুষের ইলাহের কাছে।
১১৪:৪
মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাছি = খান্নাসের/ পিছে সরে যাওয়া ব্যক্তির ওয়াসওয়াসা/ কুমন্ত্রণা থেকে।
খান্নাসের/ পিছে সরে যাওয়া ব্যক্তির ওয়াসওয়াসা/ কুমন্ত্রণা থেকে।
১১৪:৫
আল্লাযী = যে। ইউওয়াসভিছু = ওয়াসওয়াসা/ কুমন্ত্রণা দেয়। ফী সুদূরিন্নাছি = মানুষের সদরসমূহের/ মস্তিষ্কসমূহের মধ্যে।
যে ওয়াসওয়াসা/ কুমন্ত্রণা দেয় মানুষের সদরসমূহের/ মস্তিষ্কসমূহের মধ্যে।
১১৪:৬
মিনাল জিন্নাতি ওয়ান নাছি = জিনের মধ্য থেকে ও মানুষের মধ্য থেকে।
জিনের মধ্য থেকে ও মানুষের মধ্য থেকে।