কুরআনান আ'জাবান

বিস্ময়কর কুরআন

শব্দার্থ ভিত্তিক বাংলা অনুবাদ, তৈয়াবুর রহমান গোপালগঞ্জী

Quranan Ajaban Cover

114. সূরা নাস

হে আমার প্রভু, আপনার কাছে আশ্রয় চাই শয়তানের কুমন্ত্রণা থেকে, আশ্রয় চাই এর উপস্থিতি থেকে। পরম করুনাময় ও অসীম দয়ালু সর্বশক্তিমানের নামে।

১১৪:১
ক্বুল = বলো। আউযু = আমি আশ্রয় চাই। বিরব্বিন্নাছি = মানুষের রবের (= সৃষ্টিকর্তা, পালনকর্তা, প্রার্থনা পূরণকর্তা ও বিধানদাতার) কাছে।

বলো, আমি আশ্রয় চাই মানুষের রবের (= সৃষ্টিকর্তা, পালনকর্তা, প্রার্থনা পূরণকর্তা ও বিধানদাতার) কাছে।

১১৪:২
মালিকিন্নাছি = মানুষের মালিকের/ অধিপতির কাছে।

মানুষের অধিপতির কাছে।

১১৪:৩
ইলাহিন্নাছি = মানুষের ইলাহের কাছে।

মানুষের ইলাহের কাছে।

১১৪:৪
মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাছি = খান্নাসের/ পিছে সরে যাওয়া ব্যক্তির ওয়াসওয়াসা/ কুমন্ত্রণা থেকে।

খান্নাসের/ পিছে সরে যাওয়া ব্যক্তির ওয়াসওয়াসা/ কুমন্ত্রণা থেকে।

১১৪:৫
আল্লাযী = যে। ইউওয়াসভিছু = ওয়াসওয়াসা/ কুমন্ত্রণা দেয়। ফী সুদূরিন্নাছি = মানুষের সদরসমূহের/ মস্তিষ্কসমূহের মধ্যে।

যে ওয়াসওয়াসা/ কুমন্ত্রণা দেয় মানুষের সদরসমূহের/ মস্তিষ্কসমূহের মধ্যে।

১১৪:৬
মিনাল জিন্নাতি ওয়ান নাছি = জিনের মধ্য থেকে ও মানুষের মধ্য থেকে।

জিনের মধ্য থেকে ও মানুষের মধ্য থেকে।