কুরআনান আ'জাবান

বিস্ময়কর কুরআন

শব্দার্থ ভিত্তিক বাংলা অনুবাদ, তৈয়াবুর রহমান গোপালগঞ্জী

Quranan Ajaban Cover

113. সুরা ফালাক্ব

হে আমার প্রভু, আপনার কাছে আশ্রয় চাই শয়তানের কুমন্ত্রণা থেকে, আশ্রয় চাই এর উপস্থিতি থেকে। পরম করুনাময় ও অসীম দয়ালু সর্বশক্তিমানের নামে।

১১৩:১
ক্বুল = বলো। আউযু = আমি আশ্রয় চাই। বিরব্বিল ফালাক্বি = ঊষার রবের কাছে।

বলো, ‘আমি আশ্রয় চাই ঊষার রবের কাছে।

১১৩:২
মিন শাররি মা খালাক্বা = তাঁর সৃষ্টির অনিষ্ট থেকে।

তাঁর সৃষ্টির অনিষ্ট থেকে।

১১৩:৩
ওয়া মিন শাররি গাছিক্বিন = আর অন্ধকারকারী রাতের অনিষ্ট থেকে। ইযা ওয়াক্বাবা = যখন উহা আচ্ছন্ন হয়।

আর অন্ধকারকারী রাতের অনিষ্ট থেকে যখন উহা আচ্ছন্ন হয়।

১১৩:৪
ওয়া মিন শাররিন নাফফাসাতি ফিল উক্বাদি = আর আকদসমূহের/ (সম্পর্কের) বন্ধনসমূহের মধ্যে (বিনষ্টকর মন্ত্র) ফুঁকে দানকারিনীদের অনিষ্ট থেকে।

আর আকদসমূহের/ (সম্পর্কের) বন্ধনসমূহের মধ্যে (বিনষ্টকর মন্ত্র) ফুঁকে দানকারিনীদের অনিষ্ট থেকে।

১১৩:৫
ওয়া মিন শাররি হাসিদিন = আর হাসাদকারীর/ হিংসুকের অনিষ্ট থেকে। ইযা হাছাদা = যখন সে হাসাদ/ হিংসা করে।

আর হাসাদকারীর/ হিংসুকের অনিষ্ট থেকে যখন সে হাসাদ/ হিংসা করে।