কুরআনান আজাবান

তৈয়াবুর রহমান গোপালগঞ্জী

Quranan Ajaban Cover

113. সুরা ফালাক্ব

হে আমার প্রভু, আপনার কাছে আশ্রয় চাই শয়তানের কুমন্ত্রণা থেকে, আশ্রয় চাই এর উপস্থিতি থেকে। পরম করুনাময় ও অসীম দয়ালু সর্বশক্তিমানের নামে।

১১৩:১
ক্বুল = বলো। আউযু = আমি আশ্রয় চাই। বিরব্বিল ফালাক্বি = ঊষার রবের কাছে।

বলো, ‘আমি আশ্রয় চাই ঊষার রবের কাছে।

১১৩:২
মিন শাররি মা খালাক্বা = তাঁর সৃষ্টির অনিষ্ট থেকে।

তাঁর সৃষ্টির অনিষ্ট থেকে।

১১৩:৩
ওয়া মিন শাররি গাছিক্বিন = আর অন্ধকারকারী রাতের অনিষ্ট থেকে। ইযা ওয়াক্বাবা = যখন উহা আচ্ছন্ন হয়।

আর অন্ধকারকারী রাতের অনিষ্ট থেকে যখন উহা আচ্ছন্ন হয়।

১১৩:৪
ওয়া মিন শাররিন নাফফাসাতি ফিল উক্বাদি = আর আকদসমূহের/ (সম্পর্কের) বন্ধনসমূহের মধ্যে (বিনষ্টকর মন্ত্র) ফুঁকে দানকারিনীদের অনিষ্ট থেকে।

আর আকদসমূহের/ (সম্পর্কের) বন্ধনসমূহের মধ্যে (বিনষ্টকর মন্ত্র) ফুঁকে দানকারিনীদের অনিষ্ট থেকে।

১১৩:৫
ওয়া মিন শাররি হাসিদিন = আর হাসাদকারীর/ হিংসুকের অনিষ্ট থেকে। ইযা হাছাদা = যখন সে হাসাদ/ হিংসা করে।

আর হাসাদকারীর/ হিংসুকের অনিষ্ট থেকে যখন সে হাসাদ/ হিংসা করে।