কুরআনান আজাবান

তৈয়াবুর রহমান গোপালগঞ্জী

Quranan Ajaban Cover

112. সূরা ইখলাস

হে আমার প্রভু, আপনার কাছে আশ্রয় চাই শয়তানের কুমন্ত্রণা থেকে, আশ্রয় চাই এর উপস্থিতি থেকে। পরম করুনাময় ও অসীম দয়ালু সর্বশক্তিমানের নামে।

১১২:১
ক্বুল = বলো। হুয়াল্লাহু = তিনি আল্লাহ। আহাদুন = আহাদ/ একজনই।

বলো, ‘তিনি আল্লাহ, আহাদ/ একজনই।

১১২:২
আল্লাহুস সামাদু = আল্লাহ সামাদ/ কারো প্রতি মুখাপেক্ষী নন কিন্তু সবাই তাঁর মুখাপেক্ষী।

আল্লাহ সামাদ/ কারো প্রতি মুখাপেক্ষী নন কিন্তু সবাই তাঁর মুখাপেক্ষী।

১১২:৩
লাম ইয়ালিদ = তিনি কাউকে জন্ম দেন না। ওয়া লাম ইঊলাদ = আর তাঁকেও কেউ জন্ম দেয় নি।

তিনি কাউকে জন্ম দেন না আর তাঁকেও কেউ জন্ম দেয় নি।

১১২:৪
ওয়া লাম ইয়াকুল্লাহু কুফুওয়ান আহাদুন = আর তাঁর সমতুল্য কেউ নেই।

আর তাঁর সমতুল্য কেউ নেই।