কুরআনান আজাবান

তৈয়াবুর রহমান গোপালগঞ্জী

Quranan Ajaban Cover

111. সূরা লাহাব

হে আমার প্রভু, আপনার কাছে আশ্রয় চাই শয়তানের কুমন্ত্রণা থেকে, আশ্রয় চাই এর উপস্থিতি থেকে। পরম করুনাময় ও অসীম দয়ালু সর্বশক্তিমানের নামে।

১১১:১
তাব্বাত ইয়াদা আবী লাহাবিওঁ ওয়া তাব্বা = ধ্বংস হোক আবু লাহাব / অগ্নিশিখার পিতা (= অগ্নিসন্ত্রাসী গডফাদার) আর দুই হাত (= সমস্ত প্রভাববলয়)।

ধ্বংস হোক আবু লাহাব / অগ্নিশিখার পিতা (= অগ্নিসন্ত্রাসী গডফাদার) আর তার দুই হাত (= সমস্ত প্রভাব বলয়)।

১১১:২
মা আগনা আনহু = কোন কাজে না আসুক তার ব্যাপারে। মালুহু = তার মালসম্পদ। ওয়া মা কাছাবা = আর যা সে উপার্জন করেছে তা।

কোন কাজে না আসুক তার ব্যাপারে তার মালসম্পদ আর যা সে উপার্জন করেছে তা।

১১১:৩
ছাইয়াসলা নারান যাতা লাহাবিন = শীঘ্রই সে লাহাব বা অগ্নিশিখাযুক্ত আগুনে পুড়বে।

শীঘ্রই সে লাহাব বা অগ্নিশিখাযুক্ত আগুনে পুড়বে।

১১১:৪
ওয়ামরাআতুহু = আর তার স্ত্রী (= তার সভাসদ / পারিষদ)। হাম্মা লাতাল হাতাবি = জ্বালানী কাঠ / ইন্ধন বহনকারিনী।

আর তার স্ত্রী (= তার সভাসদ / পারিষদ), জ্বালানী কাঠ / ইন্ধন বহনকারিনী।

১১১:৫
ফী জীদিহা = তার (= আবু লাহাবের স্ত্রীর / অগ্নিসন্ত্রাসীর ইন্ধনদাতার) গলায় (রয়েছে / থাকবে)। হাবলুম মিম মাসাদি = পাকানো রশি।

তার (= আবু লাহাবের স্ত্রীর / অগ্নিসন্ত্রাসীর ইন্ধনদাতার) গলায় (রয়েছে / থাকবে) পাকানো রশি।