কুরআনান আ'জাবান

বিস্ময়কর কুরআন

শব্দার্থ ভিত্তিক বাংলা অনুবাদ, তৈয়াবুর রহমান গোপালগঞ্জী

Quranan Ajaban Cover

111. সূরা লাহাব

হে আমার প্রভু, আপনার কাছে আশ্রয় চাই শয়তানের কুমন্ত্রণা থেকে, আশ্রয় চাই এর উপস্থিতি থেকে। পরম করুনাময় ও অসীম দয়ালু সর্বশক্তিমানের নামে।

১১১:১
তাব্বাত ইয়াদা আবী লাহাবিওঁ ওয়া তাব্বা = ধ্বংস হোক আবু লাহাব / অগ্নিশিখার পিতা (= অগ্নিসন্ত্রাসী গডফাদার) আর দুই হাত (= সমস্ত প্রভাববলয়)।

ধ্বংস হোক আবু লাহাব / অগ্নিশিখার পিতা (= অগ্নিসন্ত্রাসী গডফাদার) আর তার দুই হাত (= সমস্ত প্রভাব বলয়)।

১১১:২
মা আগনা আনহু = কোন কাজে না আসুক তার ব্যাপারে। মালুহু = তার মালসম্পদ। ওয়া মা কাছাবা = আর যা সে উপার্জন করেছে তা।

কোন কাজে না আসুক তার ব্যাপারে তার মালসম্পদ আর যা সে উপার্জন করেছে তা।

১১১:৩
ছাইয়াসলা নারান যাতা লাহাবিন = শীঘ্রই সে লাহাব বা অগ্নিশিখাযুক্ত আগুনে পুড়বে।

শীঘ্রই সে লাহাব বা অগ্নিশিখাযুক্ত আগুনে পুড়বে।

১১১:৪
ওয়ামরাআতুহু = আর তার স্ত্রী (= তার সভাসদ / পারিষদ)। হাম্মা লাতাল হাতাবি = জ্বালানী কাঠ / ইন্ধন বহনকারিনী।

আর তার স্ত্রী (= তার সভাসদ / পারিষদ), জ্বালানী কাঠ / ইন্ধন বহনকারিনী।

১১১:৫
ফী জীদিহা = তার (= আবু লাহাবের স্ত্রীর / অগ্নিসন্ত্রাসীর ইন্ধনদাতার) গলায় (রয়েছে / থাকবে)। হাবলুম মিম মাসাদি = পাকানো রশি।

তার (= আবু লাহাবের স্ত্রীর / অগ্নিসন্ত্রাসীর ইন্ধনদাতার) গলায় (রয়েছে / থাকবে) পাকানো রশি।