১১০:১
ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহু = যখন এসে যাবে আল্লাহর সাহায্য ও বিজয়।
যখন এসে যাবে আল্লাহর সাহায্য ও বিজয়।
১১০:২
ওয়া রআয়তান্নাছা = আর তুমি মানুষকে দেখবে যে। ইয়াদখুলূনা = তারা দাখিল হচ্ছে/ প্রবেশ করছে। ফী দ্বীনিল্লাহি = আল্লাহর দ্বীনে/ আল্লাহপ্রদত্ত জীবনব্যবস্থায়। আফওয়াজান = দলে দলে।
আর তুমি মানুষকে দেখবে যে, তারা দাখিল হচ্ছে/ প্রবেশ করছে আল্লাহর দ্বীনে/ আল্লাহপ্রদত্ত জীবনব্যবস্থায় দলে দলে।
১১০:৩
ফাসাব্বিহ বিহামদি রব্বিকা ওয়াছতাগফিরহু = তখন তুমি তোমার রবের হামদ/ প্রশংসা সহকারে তাসবীহ/ পবিত্রতা প্রকাশ করো আর তাঁর কাছে ক্ষমা চেয়ো। ইন্নাহু কানা তাওয়াবা = নিশ্চয় তিনি তাওবা কবুলকারী।
তখন তুমি তোমার রবের হামদ/ প্রশংসা সহকারে তাসবীহ/ পবিত্রতা প্রকাশ করো আর তাঁর কাছে ক্ষমা চেয়ো। নিশ্চয় তিনি তাওবা কবুলকারী।