কুরআনান আ'জাবান

বিস্ময়কর কুরআন

শব্দার্থ ভিত্তিক বাংলা অনুবাদ, তৈয়াবুর রহমান গোপালগঞ্জী

Quranan Ajaban Cover

110. সূরা নাসর

হে আমার প্রভু, আপনার কাছে আশ্রয় চাই শয়তানের কুমন্ত্রণা থেকে, আশ্রয় চাই এর উপস্থিতি থেকে। পরম করুনাময় ও অসীম দয়ালু সর্বশক্তিমানের নামে।

১১০:১
ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহু = যখন এসে যাবে আল্লাহর সাহায্য ও বিজয়।

যখন এসে যাবে আল্লাহর সাহায্য ও বিজয়।

১১০:২
ওয়া রআয়তান্নাছা = আর তুমি মানুষকে দেখবে যে। ইয়াদখুলূনা = তারা দাখিল হচ্ছে/ প্রবেশ করছে। ফী দ্বীনিল্লাহি = আল্লাহর দ্বীনে/ আল্লাহপ্রদত্ত জীবনব্যবস্থায়। আফওয়াজান = দলে দলে।

আর তুমি মানুষকে দেখবে যে, তারা দাখিল হচ্ছে/ প্রবেশ করছে আল্লাহর দ্বীনে/ আল্লাহপ্রদত্ত জীবনব্যবস্থায় দলে দলে।

১১০:৩
ফাসাব্বিহ বিহামদি রব্বিকা ওয়াছতাগফিরহু = তখন তুমি তোমার রবের হামদ/ প্রশংসা সহকারে তাসবীহ/ পবিত্রতা প্রকাশ করো আর তাঁর কাছে ক্ষমা চেয়ো। ইন্নাহু কানা তাওয়াবা = নিশ্চয় তিনি তাওবা কবুলকারী।

তখন তুমি তোমার রবের হামদ/ প্রশংসা সহকারে তাসবীহ/ পবিত্রতা প্রকাশ করো আর তাঁর কাছে ক্ষমা চেয়ো। নিশ্চয় তিনি তাওবা কবুলকারী।