কুরআনান আজাবান

তৈয়াবুর রহমান গোপালগঞ্জী

Quranan Ajaban Cover

109. সূরা কাফিরূন

হে আমার প্রভু, আপনার কাছে আশ্রয় চাই শয়তানের কুমন্ত্রণা থেকে, আশ্রয় চাই এর উপস্থিতি থেকে। পরম করুনাময় ও অসীম দয়ালু সর্বশক্তিমানের নামে।

১০৯:১
ক্বুল = বল। ইয়া আইয়ুহাল কাফিরূনা = হে কাফিরগণ/ অবিশ্বাসীগণ।

বলো, ‘হে কাফিরগণ/ অবিশ্বাসীগণ।

১০৯:২
লা আ’বুদু মা তা’বুদূনা = আমি তাদের ইবাদাত/ দাসত্ব করি না তোমরা যাদের ইবাদাত/ দাসত্ব কর।

আমি তাদের ইবাদাত/ দাসত্ব করি না তোমরা যাদের ইবাদাত/ দাসত্ব কর।

১০৯:৩
ওয়া লা আনতুম আবিদূনা মা আ’বুদু = আর তোমরা তাঁর ইবাদাতকারী/ দাসত্বকারী নও আমি যাঁর ইবাদাত/ দাসত্ব করি।

আর তোমরা তাঁর ইবাদাতকারী/ দাসত্বকারী নও আমি যাঁর ইবাদাত/ দাসত্ব করি।

১০৯:৪
ওয়া লা আনা আবিদুম মা আবাত্তুম = আর আমি তাদের ইবাদাতকারী/ দাসত্বকারী নই তোমরা যাদের ইবাদাত/ দাসত্ব করেছো।

আর আমি তাদের ইবাদাতকারী/ দাসত্বকারী নই তোমরা যাদের ইবাদাত/ দাসত্ব করেছো।

১০৯:৫
ওয়া লা আনতুম আবিদূনা মা আ’বুদু = আর তোমরা তাঁর ইবাদাতকারী/ দাসত্বকারী নও আমি যাঁর ইবাদাত/ দাসত্ব করি।

আর তোমরা তাঁর ইবাদাতকারী/ দাসত্বকারী নও আমি যাঁর ইবাদাত/ দাসত্ব করি।

১০৯:৬
লাকুম দ্বীনুকুম = তোমাদের জন্য তোমাদের দ্বীন/ জীবনব্যবস্থা। ওয়া লিয়া দ্বীনি = আর আমার জন্য আমার দ্বীন/ জীবনব্যবস্থা।

তোমাদের জন্য তোমাদের দ্বীন/ জীবনব্যবস্থা আর আমার জন্য আমার দ্বীন/ জীবনব্যবস্থা।