১০৭:১
আরাআয়তাল্লাযী ইউকাযযিবু বিদ দ্বীনি = তুমি কি তার ব্যাপারে ভেবে দেখেছ যে দ্বীনকে/ (সঠিক) জীবনব্যবস্থাকে/ বিচারদিবসকে মিথ্যা সাব্যস্ত করে।
তুমি কি তার ব্যাপারে ভেবে দেখেছ যে দ্বীনকে/ (সঠিক) জীবনব্যবস্থাকে/ বিচারদিবসকে মিথ্যা সাব্যস্ত করে?
১০৭:২
ফাযালিকাল্লাযী = তারপর এ ধরনের ব্যক্তিই তো। ইয়াদউল ইয়াতীমা = ইয়াতিম ছেলেমেয়েকে ধাক্কা দেয়।
তারপর এ ধরনের ব্যক্তিই তো ইয়াতিম ছেলেমেয়েকে ধাক্কা দেয়।
১০৭:৩
ওয়া লা ইয়াহুদ্দু = আর উৎসাহিত করে না। আলা তয়ামিল মিসকীনি = মিসকীনের খাদ্যদান করার ব্যাপারে।
আর উৎসাহিত করে না মিসকীনের খাদ্যদান করার ব্যাপারে।
১০৭:৪
ফাওয়ায়লুল লিল মুসল্লীনা = সুতরাং সেই মুসল্লীদের/ সালাতকারীদের জন্য দুর্ভোগ।
সুতরাং সেই মুসল্লীদের/ দায়িত্বপালনকারীদের (সালাতকারীদের) জন্য দুর্ভোগ।
১০৭:৫
আল্লাযীনা হুম = যারা। আন সলাতিহিম = তাদের সালাতের ব্যাপারে। ছাহূনা = উদাসীন।
যারা তাদের আল্লাহর দেওয়া দায়িত্ব (সালাতের) ব্যাপারে উদাসীন।
১০৭:৬
আল্লাযীনা হুম = যারা। ইউরাঊনা = প্রদর্শনী করে।
যারা প্রদর্শনী করে।
১০৭:৭
ওয়া ইয়ামনাউনাল মাঊনা = আর নিত্যপ্রয়োজনীয় জিনিসের লেনদেনে মানা করে।
আর নিত্যপ্রয়োজনীয় জিনিসের লেনদেনে মানা করে।