কুরআনান আ'জাবান

বিস্ময়কর কুরআন

শব্দার্থ ভিত্তিক বাংলা অনুবাদ, তৈয়াবুর রহমান গোপালগঞ্জী

Quranan Ajaban Cover

107. সূরা মাউন

হে আমার প্রভু, আপনার কাছে আশ্রয় চাই শয়তানের কুমন্ত্রণা থেকে, আশ্রয় চাই এর উপস্থিতি থেকে। পরম করুনাময় ও অসীম দয়ালু সর্বশক্তিমানের নামে।

১০৭:১
আরাআয়তাল্লাযী ইউকাযযিবু বিদ দ্বীনি = তুমি কি তার ব্যাপারে ভেবে দেখেছ যে দ্বীনকে/ (সঠিক) জীবনব্যবস্থাকে/ বিচারদিবসকে মিথ্যা সাব্যস্ত করে।

তুমি কি তার ব্যাপারে ভেবে দেখেছ যে দ্বীনকে/ (সঠিক) জীবনব্যবস্থাকে/ বিচারদিবসকে মিথ্যা সাব্যস্ত করে?

১০৭:২
ফাযালিকাল্লাযী = তারপর এ ধরনের ব্যক্তিই তো। ইয়াদউল ইয়াতীমা = ইয়াতিম ছেলেমেয়েকে ধাক্কা দেয়।

তারপর এ ধরনের ব্যক্তিই তো ইয়াতিম ছেলেমেয়েকে ধাক্কা দেয়।

১০৭:৩
ওয়া লা ইয়াহুদ্দু = আর উৎসাহিত করে না। আলা তয়ামিল মিসকীনি = মিসকীনের খাদ্যদান করার ব্যাপারে।

আর উৎসাহিত করে না মিসকীনের খাদ্যদান করার ব্যাপারে।

১০৭:৪
ফাওয়ায়লুল লিল মুসল্লীনা = সুতরাং সেই মুসল্লীদের/ সালাতকারীদের জন্য দুর্ভোগ।

সুতরাং সেই মুসল্লীদের/ দায়িত্বপালনকারীদের (সালাতকারীদের) জন্য দুর্ভোগ।

১০৭:৫
আল্লাযীনা হুম = যারা। আন সলাতিহিম = তাদের সালাতের ব্যাপারে। ছাহূনা = উদাসীন।

যারা তাদের আল্লাহর দেওয়া দায়িত্ব (সালাতের) ব্যাপারে উদাসীন।

১০৭:৬
আল্লাযীনা হুম = যারা। ইউরাঊনা = প্রদর্শনী করে।

যারা প্রদর্শনী করে।

১০৭:৭
ওয়া ইয়ামনাউনাল মাঊনা = আর নিত্যপ্রয়োজনীয় জিনিসের লেনদেনে মানা করে।

আর নিত্যপ্রয়োজনীয় জিনিসের লেনদেনে মানা করে।