১০৫:১
আলাম তারা = তুমি কি ভেবে দেখনি। কায়ফা ফায়ালা = কিরূপ করেছিলেন। রব্বুকা = তোমার রব। বিআসহাবিল ফীলি = আসহাবুল ফীলের/ হস্তীবাহিনীর সাথে?
তুমি কি ভেবে দেখনি কিরূপ করেছিলেন তোমার রব আসহাবুল ফীলের/ হস্তীবাহিনীর সাথে?
১০৫:২
আলাম ইয়াজআল কায়দাহুম ফী তাদলীলিন = তিনি কি তাদের কায়দাকৌশলকে ব্যর্থতায় পর্যবসিত করেননি?
তিনি কি তাদের কায়দাকৌশলকে ব্যর্থতায় পর্যবসিত করেননি?
১০৫:৩
ওয়া = আর। আরছালা = তিনি প্রেরণ করেছিলেন। আলাইহিম = তাদের উপর। তয়রান আবাবীলা = ঝাঁকে ঝাঁকে পাখি।
আর তিনি প্রেরণ করেছিলেন তাদের উপর ঝাঁকে ঝাঁকে পাখি।
১০৫:৪
তারমীহিম বিহিজারাতিম মিন ছিজ্জীলিন = উহারা তাদের উপর নিক্ষেপ করছিল পোড়া মাটির পাথর।
উহারা তাদের উপর নিক্ষেপ করছিল পোড়া মাটির পাথর।
১০৫:৫
ফাজালাহুম = তারপর তাদেরকে পরিণত করেছিলেন। কাআসফিম মা’কূলিন = চর্বিত ভুষির রূপে।
তারপর তাদেরকে পরিণত করেছিলেন চর্বিত ভুষির রূপে।