কুরআনান আ'জাবান

বিস্ময়কর কুরআন

শব্দার্থ ভিত্তিক বাংলা অনুবাদ, তৈয়াবুর রহমান গোপালগঞ্জী

Quranan Ajaban Cover

105. সূরা ফীল

হে আমার প্রভু, আপনার কাছে আশ্রয় চাই শয়তানের কুমন্ত্রণা থেকে, আশ্রয় চাই এর উপস্থিতি থেকে। পরম করুনাময় ও অসীম দয়ালু সর্বশক্তিমানের নামে।

১০৫:১
আলাম তারা = তুমি কি ভেবে দেখনি। কায়ফা ফায়ালা = কিরূপ করেছিলেন। রব্বুকা = তোমার রব। বিআসহাবিল ফীলি = আসহাবুল ফীলের/ হস্তীবাহিনীর সাথে?

তুমি কি ভেবে দেখনি কিরূপ করেছিলেন তোমার রব আসহাবুল ফীলের/ হস্তীবাহিনীর সাথে?

১০৫:২
আলাম ইয়াজআল কায়দাহুম ফী তাদলীলিন = তিনি কি তাদের কায়দাকৌশলকে ব্যর্থতায় পর্যবসিত করেননি?

তিনি কি তাদের কায়দাকৌশলকে ব্যর্থতায় পর্যবসিত করেননি?

১০৫:৩
ওয়া = আর। আরছালা = তিনি প্রেরণ করেছিলেন। আলাইহিম = তাদের উপর। তয়রান আবাবীলা = ঝাঁকে ঝাঁকে পাখি।

আর তিনি প্রেরণ করেছিলেন তাদের উপর ঝাঁকে ঝাঁকে পাখি।

১০৫:৪
তারমীহিম বিহিজারাতিম মিন ছিজ্জীলিন = উহারা তাদের উপর নিক্ষেপ করছিল পোড়া মাটির পাথর।

উহারা তাদের উপর নিক্ষেপ করছিল পোড়া মাটির পাথর।

১০৫:৫
ফাজালাহুম = তারপর তাদেরকে পরিণত করেছিলেন। কাআসফিম মা’কূলিন = চর্বিত ভুষির রূপে।

তারপর তাদেরকে পরিণত করেছিলেন চর্বিত ভুষির রূপে।