কুরআনান আজাবান

তৈয়াবুর রহমান গোপালগঞ্জী

Quranan Ajaban Cover

104. হুমাযাহ

হে আমার প্রভু, আপনার কাছে আশ্রয় চাই শয়তানের কুমন্ত্রণা থেকে, আশ্রয় চাই এর উপস্থিতি থেকে। পরম করুনাময় ও অসীম দয়ালু সর্বশক্তিমানের নামে।

১০৪:১
ওয়ায়লুল্লিকুল্লি হুমাযাতিল লুমাযাহ = দুর্ভোগ প্রত্যেক হুমাযাহ ও লুমাযাহর জন্য/ নিন্দাকারী ও অযথা দোষারোপকারীর জন্য।

দুর্ভোগ প্রত্যেক হুমাযাহ ও লুমাযাহর জন্য/ (সত্যনিষ্ঠদেরকে) নিন্দাকারী ও অযথা দোষারোপকারীর জন্য।

১০৪:২
আল্লাযী = যে। জামাআ মালান = মালসম্পদ জমা করে। ওয়া আদ্দাদাহু = আর তা গণনা করতে থাকে।

যে মালসম্পদ জমা করে আর তা গণনা করতে থাকে (অর্থাৎ স্বার্থপর ও পুঁজিবাদী মানসিকতাসম্পন্ন)।

১০৪:৩
ইয়াহছাবু আন মালাহু = সে হিসাব/ ধারণা করে যে, তার মালসম্পদ। আখলাদাহু = তাকে স্থায়ী করবে।

সে হিসাব/ ধারণা করে যে, তার মালসম্পদ তাকে স্থায়ী করবে।

১০৪:৪
কাল্লা = কখনো না। লাউমবাযান্না ফিল হুতামাতি = সে অবশ্যই নিক্ষিপ্ত হবে হুতামাতে।

কখনো না। সে অবশ্যই নিক্ষিপ্ত হবে হুতামাতে।

১০৪:৫
ওয়া মা আদরাকা = আর তুমি কী জান। মাল হুতামাতু = হুতামা কী?

আর তুমি কী জান, হুতামা কী?

১০৪:৬
নারুল্লাহিল মূক্বাদাতু = উহা আল্লাহর আগুন যা উৎক্ষিপ্ত।

উহা আল্লাহর আগুন যা উৎক্ষিপ্ত।

১০৪:৭
আল্লাতী = যা। তাত্তালিউ আলাল আফয়িদাতি = ফুয়াদসমূহের/ অন্তরসমূহের উপর উদিত হবে।

যা ফুয়াদসমূহের/ অন্তরসমূহের উপর উদিত হবে।

১০৪:৮
ইন্নাহা = নিশ্চয় উহা হবে। আলাইহিম = তাদের উপর। মু’সদাতুন = অবরুদ্ধ।

নিশ্চয় উহা হবে তাদের উপর অবরুদ্ধ।

১০৪:৯
ফী আমাদিম মুমাদ্দাদাতিন = উঁচু উঁচু স্তম্ভের মধ্যে।

উঁচু উঁচু স্তম্ভের মধ্যে।