কুরআনান আজাবান

তৈয়াবুর রহমান গোপালগঞ্জী

Quranan Ajaban Cover

103. সূরা আসর

হে আমার প্রভু, আপনার কাছে আশ্রয় চাই শয়তানের কুমন্ত্রণা থেকে, আশ্রয় চাই এর উপস্থিতি থেকে। পরম করুনাময় ও অসীম দয়ালু সর্বশক্তিমানের নামে।

১০৩:১
ওয়াল আসরি = আসরের/ মহাকালের/ সময়ের শপথ।

আসরের/ মহাকালের/ সময়ের শপথ।

১০৩:২
ইন্নাল ইনসানা = নিশ্চয় ইনসান/ মানুষ। লাফী খুছরিন = ক্ষতির মধ্যে আছে।

নিশ্চয় ইনসান/ মানুষ ক্ষতির মধ্যে আছে।

১০৩:৩
ইল্লাল্লাযীনা আমানূ = তারা ছাড়া যারা ঈমান/ বিশ্বাস করে। ওয়া আমিলুস সলিহাতি = ও আমলে সালেহ/ সৎকর্ম করে। ওয়া তাওয়াসও বিল হাক্বক্বি = ও হক্ব/ সত্য ও অধিকার পরিপূরনের প্রতি পরস্পরকে উপদেশ দেয়। ওয়া তাওয়াসও বিস সবরি = ও সবর (ধৈর্য্য ও অধ্যবসায়) করার প্রতি পরস্পরকে উপদেশ দেয়।

তারা ছাড়া যারা ঈমান/ বিশ্বাস করে ও আমলে সালেহ/ সৎকর্ম করে ও হক্ব/ সত্য ও অধিকার পরিপূরণের প্রতি পরস্পরকে উপদেশ দেয় ও সবর (ধৈর্য ও অধ্যবসায়) করার প্রতি পরস্পরকে উপদেশ দেয়।