কুরআনান আ'জাবান

বিস্ময়কর কুরআন

শব্দার্থ ভিত্তিক বাংলা অনুবাদ, তৈয়াবুর রহমান গোপালগঞ্জী

Quranan Ajaban Cover

103. সূরা আসর

হে আমার প্রভু, আপনার কাছে আশ্রয় চাই শয়তানের কুমন্ত্রণা থেকে, আশ্রয় চাই এর উপস্থিতি থেকে। পরম করুনাময় ও অসীম দয়ালু সর্বশক্তিমানের নামে।

১০৩:১
ওয়াল আসরি = আসরের/ মহাকালের/ সময়ের শপথ।

আসরের/ মহাকালের/ সময়ের শপথ।

১০৩:২
ইন্নাল ইনসানা = নিশ্চয় ইনসান/ মানুষ। লাফী খুছরিন = ক্ষতির মধ্যে আছে।

নিশ্চয় ইনসান/ মানুষ ক্ষতির মধ্যে আছে।

১০৩:৩
ইল্লাল্লাযীনা আমানূ = তারা ছাড়া যারা ঈমান/ বিশ্বাস করে। ওয়া আমিলুস সলিহাতি = ও আমলে সালেহ/ সৎকর্ম করে। ওয়া তাওয়াসও বিল হাক্বক্বি = ও হক্ব/ সত্য ও অধিকার পরিপূরনের প্রতি পরস্পরকে উপদেশ দেয়। ওয়া তাওয়াসও বিস সবরি = ও সবর (ধৈর্য্য ও অধ্যবসায়) করার প্রতি পরস্পরকে উপদেশ দেয়।

তারা ছাড়া যারা ঈমান/ বিশ্বাস করে ও আমলে সালেহ/ সৎকর্ম করে ও হক্ব/ সত্য ও অধিকার পরিপূরণের প্রতি পরস্পরকে উপদেশ দেয় ও সবর (ধৈর্য ও অধ্যবসায়) করার প্রতি পরস্পরকে উপদেশ দেয়।