১০২:১
আলহাকুমুত তাকাছুরু = তোমাদেরকে বিহবল রেখেছে প্রচুর সম্পদ লাভের প্রতিযোগিতা।
তোমাদেরকে বিহবল রেখেছে প্রচুর সম্পদ লাভের প্রতিযোগিতা।
১০২:২
হাত্তা = যতক্ষণ না। যুরতুমুল মাক্বাবির = তোমরা কবর যিয়ারত / পরিদর্শন কর।
যতক্ষণ না তোমরা কবর যিয়ারত/ পরিদর্শন কর।
১০২:৩
কাল্লা = কখনো না। ছাওফা তা’লামূনা = তোমরা শীঘ্রই জানবে।
কখনো না। তোমরা শীঘ্রই জানবে।
১০২:৪
ছুম্মা = আবার (বলি)। কাল্লা = কখনো না। ছাওফা তা’লামূনা = তোমরা শীঘ্রই জানবে।
আবার (বলি), কখনো না। তোমরা শীঘ্রই জানবে।
১০২:৫
কাল্লা = কখনো না। লাও তা’লামূনা = যদি তোমরা জানতে। ইলমাল ইয়াক্বীনা = ইলমুল ইয়াকীন/ নিশ্চিত ধারণাসম্পন্ন জ্ঞানের ভিত্তিতে।
কখনো না। যদি তোমরা জানতে ইলমুল ইয়াকীন/ নিশ্চিত ধারণাসম্পন্ন জ্ঞানের ভিত্তিতে।
১০২:৬
লাতারাভুন্নাল জাহীমা = অবশ্যই তোমরা জাহীম (= জাহান্নাম) দেখবে।
অবশ্যই তোমরা জাহীম (= জাহান্নাম) দেখবে।
১০২:৭
ছুম্মা = আবার (বলি)। লাতারাভুন্নাহা = তোমরা উহাকে দেখবে। আইনাল ইয়াক্বীনি = আইনুল ইয়াকীন/ নিশ্চিত ধারণাসম্পন্ন চোখের দেখায়।
আবার (বলি), তোমরা উহাকে দেখবে আইনুল ইয়াকীন/ নিশ্চিত ধারণাসম্পন্ন চোখের দেখায়।
১০২:৮
ছুম্মা = তারপর। লাতুছআলুন্না = অবশ্যই তোমাদেরকে জিজ্ঞাসা করা হবে। ইয়াওমায়িযিন = সেদিন। আনিন নায়ীমি = নেয়ামতের ব্যাপারে।
তারপর অবশ্যই তোমাদেরকে জিজ্ঞাসা করা হবে সেদিন নেয়ামতের ব্যাপারে।