কুরআনান আজাবান

তৈয়াবুর রহমান গোপালগঞ্জী

Quranan Ajaban Cover

101. সূরা ক্বারিয়া

হে আমার প্রভু, আপনার কাছে আশ্রয় চাই শয়তানের কুমন্ত্রণা থেকে, আশ্রয় চাই এর উপস্থিতি থেকে। পরম করুনাময় ও অসীম দয়ালু সর্বশক্তিমানের নামে।

১০১:১
আল ক্বারিয়াতু = ভয়াবহ দুর্ঘটনা।

ভয়াবহ দুর্ঘটনা।

১০১:২
মাল ক্বারিয়াতু = কী সেই ভয়াবহ দুর্ঘটনা?

কী সেই ভয়াবহ দুর্ঘটনা?

১০১:৩
ওয়া মা আদরাকা = আর তুমি কী জান। মাল ক্বারিয়াতু = কী সেই ভয়াবহ দুর্ঘটনা?

আর তুমি কী জান, কী সেই ভয়াবহ দুঘটনা?

১০১:৪
ইয়াওমা = সেদিন। ইয়াকূনুন্নাছু = মানুষ হয়ে যাবে। কালফারাশিল মাবছূছি = বিক্ষিপ্ত পতঙ্গের মত।

সেদিন মানুষ হয়ে যাবে বিক্ষিপ্ত পতঙ্গের মত।

১০১:৫
ওয়া তাকূনুল জিবালু = আর পাহাড়সমূহ হয়ে যাবে। কালইহনিল মানফূশি = ধুনা পশমের মত।

আর পাহাড়সমূহ হয়ে যাবে ধুনা পশমের মত।

১০১:৬
ফাআম্মা মান ছাক্বুলাত মাওয়াযীনুহু = তারপর যার পাল্লাসমূহ ভারী হবে (= কর্মসমূহের মূল্যমান বেশি হবে)।

তারপর যার পাল্লাসমূহ ভারী হবে (= কর্মসমূহের মূল্যমান বেশি হবে)।

১০১:৭
ফাহুয়া ফী ঈশাতির রদীয়াহ = তাহলে সে সন্তোষপূর্ণ জীবনে থাকবে।

তাহলে সে সন্তোষপূর্ণ জীবনে থাকবে।

১০১:৮
ওয়া আম্মা মান খাফফাত মাওয়াযীনুহু = আর যার পাল্লাসমূহ হালকা হবে (= কর্মসমূহের মূল্যমান শূন্য বা তার চেয়ে কম হবে)।

আর যার পাল্লাসমূহ হালকা হবে (= কর্মসমূহের মূল্যমান শূন্য বা তার চেয়ে কম হবে)।

১০১:৯
ফাউম্মুহু হাভিয়াতুন = তাহলে তার মা হবে হাবিয়া।

তাহলে তার মা হবে হাবিয়া।

১০১:১০
মা আদরাকা মা হিয়া = তুমি কী জান, উহা কী?

কী জান, উহা কী?

১০১:১১
নারূন হামিয়াতুন = জ্বলন্ত আগুন।

জ্বলন্ত আগুন।