কুরআনান আ'জাবান

বিস্ময়কর কুরআন

শব্দার্থ ভিত্তিক বাংলা অনুবাদ, তৈয়াবুর রহমান গোপালগঞ্জী

Quranan Ajaban Cover

101. সূরা ক্বারিয়া

হে আমার প্রভু, আপনার কাছে আশ্রয় চাই শয়তানের কুমন্ত্রণা থেকে, আশ্রয় চাই এর উপস্থিতি থেকে। পরম করুনাময় ও অসীম দয়ালু সর্বশক্তিমানের নামে।

১০১:১
আল ক্বারিয়াতু = ভয়াবহ দুর্ঘটনা।

ভয়াবহ দুর্ঘটনা।

১০১:২
মাল ক্বারিয়াতু = কী সেই ভয়াবহ দুর্ঘটনা?

কী সেই ভয়াবহ দুর্ঘটনা?

১০১:৩
ওয়া মা আদরাকা = আর তুমি কী জান। মাল ক্বারিয়াতু = কী সেই ভয়াবহ দুর্ঘটনা?

আর তুমি কী জান, কী সেই ভয়াবহ দুঘটনা?

১০১:৪
ইয়াওমা = সেদিন। ইয়াকূনুন্নাছু = মানুষ হয়ে যাবে। কালফারাশিল মাবছূছি = বিক্ষিপ্ত পতঙ্গের মত।

সেদিন মানুষ হয়ে যাবে বিক্ষিপ্ত পতঙ্গের মত।

১০১:৫
ওয়া তাকূনুল জিবালু = আর পাহাড়সমূহ হয়ে যাবে। কালইহনিল মানফূশি = ধুনা পশমের মত।

আর পাহাড়সমূহ হয়ে যাবে ধুনা পশমের মত।

১০১:৬
ফাআম্মা মান ছাক্বুলাত মাওয়াযীনুহু = তারপর যার পাল্লাসমূহ ভারী হবে (= কর্মসমূহের মূল্যমান বেশি হবে)।

তারপর যার পাল্লাসমূহ ভারী হবে (= কর্মসমূহের মূল্যমান বেশি হবে)।

১০১:৭
ফাহুয়া ফী ঈশাতির রদীয়াহ = তাহলে সে সন্তোষপূর্ণ জীবনে থাকবে।

তাহলে সে সন্তোষপূর্ণ জীবনে থাকবে।

১০১:৮
ওয়া আম্মা মান খাফফাত মাওয়াযীনুহু = আর যার পাল্লাসমূহ হালকা হবে (= কর্মসমূহের মূল্যমান শূন্য বা তার চেয়ে কম হবে)।

আর যার পাল্লাসমূহ হালকা হবে (= কর্মসমূহের মূল্যমান শূন্য বা তার চেয়ে কম হবে)।

১০১:৯
ফাউম্মুহু হাভিয়াতুন = তাহলে তার মা হবে হাবিয়া।

তাহলে তার মা হবে হাবিয়া।

১০১:১০
মা আদরাকা মা হিয়া = তুমি কী জান, উহা কী?

কী জান, উহা কী?

১০১:১১
নারূন হামিয়াতুন = জ্বলন্ত আগুন।

জ্বলন্ত আগুন।