কুরআনান আ'জাবান

বিস্ময়কর কুরআন

শব্দার্থ ভিত্তিক বাংলা অনুবাদ, তৈয়াবুর রহমান গোপালগঞ্জী

Quranan Ajaban Cover

100. সূরা আদিয়াত

হে আমার প্রভু, আপনার কাছে আশ্রয় চাই শয়তানের কুমন্ত্রণা থেকে, আশ্রয় চাই এর উপস্থিতি থেকে। পরম করুনাময় ও অসীম দয়ালু সর্বশক্তিমানের নামে।

১০০:১
ওয়াল আদিয়াতি দবহান = শপথ ধাবমান ঘোড়াগুলোর যারা হ্রেষা ধ্বনি দিয়ে দৌড়ায়।

শপথ ধাবমান ঘোড়াগুলোর যারা হ্রেষা ধ্বনি দিয়ে দৌড়ায়।

১০০:২
ফালমূরিয়াতি ক্বাদহান = তারপর আগুনের ফুলকি ঝাড়ে ক্ষুরের আঘাতে।

তারপর আগুনের ফুলকি ঝাড়ে ক্ষুরের আঘাতে।

১০০:৩
ফালমুগীরাতি সুবহান = তারপর অভিযান চালায় সোবহে/ প্রভাতে।

তারপর অভিযান চালায় সোবহে/ প্রভাতে।

১০০:৪
ফাআছারনা বিহী নাক্বআন = তারপর উড়ায় এরূপ অবস্থায় ধুলাবালি।

তারপর উড়ায় এরূপ অবস্থায় ধুলাবালি।

১০০:৫
ফাওয়াছাত্বনা বিহী জামআন = তারপর এরূপ অবস্থায় (শত্রুর) সেনাসমষ্টির মধ্যবর্তী অবস্থানে ঢুকে যায়।

তারপর এরূপ অবস্থায় (শত্রুর) সেনাসমষ্টির মধ্যবর্তী অবস্থানে ঢুকে যায়।

১০০:৬
ইন্নাল ইনসানা = নিশ্চয় ইনসান/ মানুষ। লিরব্বিহি = তার রবের ব্যাপারে। লাকানূদুন = অকৃতজ্ঞ।

নিশ্চয় ইনসান/ মানুষ তার রবের ব্যাপারে অকৃতজ্ঞ।

১০০:৭
ওয়া ইন্নাহু = আর নিশ্চয় সে নিজেই। আলা যালিকা = উহার ব্যাপারে। লাশাহীদুন = সাক্ষী।

আর নিশ্চয় সে নিজেই উহার ব্যাপারে সাক্ষী।

১০০:৮
ওয়া ইন্নাহু = আর নিশ্চয় সে। লিহুব্বিল খায়রি = কল্যাণ উপকরনের/ সম্পদের মহব্বতের ক্ষেত্রে। লাশাদীদুন = প্রবল।

আর নিশ্চয় সে কল্যাণ উপকরনের/ সম্পদের মহব্বতের ক্ষেত্রে প্রবল।

১০০:৯
আফালা ইয়া’লামু = তবে কি সে জানে না। ইযা = যখন। বু’ছিরা = বের করা হবে। মা ফিল ক্বুবূরি = যা কিছু কবরসমূহের মধ্যে আছে।

তবে কি সে জানে না যখন বের করা হবে যা কিছু কবরসমূহের মধ্যে আছে?

১০০:১০
ওয়া হুসসিলা মা ফিস সুদূরি = আর প্রকাশ করা হবে যা কিছু সদরসমূহে/ মস্তিষ্কসমূহে আছে?

আর প্রকাশ করা হবে যা কিছু সদরসমূহে/ মস্তিষ্কসমূহে আছে?

১০০:১১
ইন্না রব্বাহুম = নিশ্চয় তাদের রব। বিহিম ইয়াওমায়িযিল লাখাবীরুন = তাদের ব্যাপারে সেদিন খবর নেবেন।

নিশ্চয় তাদের রব তাদের ব্যাপারে সেদিন খবর নেবেন।