কুরআনান আ'জাবান

বিস্ময়কর কুরআন

শব্দার্থ ভিত্তিক বাংলা অনুবাদ, তৈয়াবুর রহমান গোপালগঞ্জী

Quranan Ajaban Cover

099. সূরা যিলযাল

হে আমার প্রভু, আপনার কাছে আশ্রয় চাই শয়তানের কুমন্ত্রণা থেকে, আশ্রয় চাই এর উপস্থিতি থেকে। পরম করুনাময় ও অসীম দয়ালু সর্বশক্তিমানের নামে।

৯৯:১
ইযা যুলযিলাতুল আরদু যিলযালাহা = যখন পৃথিবী তার প্রকম্পনে প্রকম্পিত হবে।

যখন পৃথিবী তার প্রকম্পনে প্রকম্পিত হবে।

৯৯:২
ওয়া আখরাজাতুল আরদু আছক্বালাহা = আর পৃথিবী বের করে দেবে তার ভারসম্ভার।

আর পৃথিবী বের করে দেবে তার ভারসম্ভার।

৯৯:৩
ওয়া ক্বলাল ইনসানু মা লাহা = আর ইনসান/ মানুষ বলবে, ‘উহার কী হয়েছে?।

আর ইনসান/ মানুষ বলবে, ‘উহার কী হয়েছে?’।

৯৯:৪
ইয়াওমায়িযিন = সেদিন। তুহদ্দিসু = উহা বর্ণনা করবে। আখবারাহা = তার খবরসমূহ।

সেদিন উহা বর্ণনা করবে তার খবরসমূহ।

৯৯:৫
বিআন্না রব্বাকা আওহা লাহা = কারণ তোমার রব উহাকে ওহী করবেন।

কারণ তোমার রব উহাকে ওহী করবেন।

৯৯:৬
ইয়াওমায়িযিইঁ ইয়াসদুরুন্নাছু আশতাতান = সেদিন মানুষ কেন্দ্রীভূত হবে বিচ্ছিন্ন অবস্থায়। লিইউরাও আ’মালাহুম = যেন তাদেরকে তাদের আমলসমূহ দেখানো হয়।

সেদিন মানুষ কেন্দ্রীভূত হবে বিচ্ছিন্ন অবস্থায় যেন তাদেরকে তাদের আমলসমূহ দেখানো হয়।

৯৯:৭
ফামাইঁ ইয়া’মাল মিছক্বালা যাররাতিন খায়রাইঁ ইয়ারাহু = সুতরাং যে অণু পরিমাণ ভাল কাজ করবে সে তা দেখবে।

সুতরাং যে অণু পরিমাণ ভাল কাজ করবে সে তা দেখবে।

৯৯:৮
ওয়া মাইঁ ইয়া’মাল মিছক্বালা যাররাতিন শাররাইঁ ইয়ারাহু = আর যে অণু পরিমাণ মন্দ কাজ করবে সেও তা দেখবে।

আর যে অণু পরিমাণ মন্দ কাজ করবে সেও তা দেখবে।