কুরআনান আজাবান

তৈয়াবুর রহমান গোপালগঞ্জী

Quranan Ajaban Cover

099. সূরা যিলযাল

হে আমার প্রভু, আপনার কাছে আশ্রয় চাই শয়তানের কুমন্ত্রণা থেকে, আশ্রয় চাই এর উপস্থিতি থেকে। পরম করুনাময় ও অসীম দয়ালু সর্বশক্তিমানের নামে।

৯৯:১
ইযা যুলযিলাতুল আরদু যিলযালাহা = যখন পৃথিবী তার প্রকম্পনে প্রকম্পিত হবে।

যখন পৃথিবী তার প্রকম্পনে প্রকম্পিত হবে।

৯৯:২
ওয়া আখরাজাতুল আরদু আছক্বালাহা = আর পৃথিবী বের করে দেবে তার ভারসম্ভার।

আর পৃথিবী বের করে দেবে তার ভারসম্ভার।

৯৯:৩
ওয়া ক্বলাল ইনসানু মা লাহা = আর ইনসান/ মানুষ বলবে, ‘উহার কী হয়েছে?।

আর ইনসান/ মানুষ বলবে, ‘উহার কী হয়েছে?’।

৯৯:৪
ইয়াওমায়িযিন = সেদিন। তুহদ্দিসু = উহা বর্ণনা করবে। আখবারাহা = তার খবরসমূহ।

সেদিন উহা বর্ণনা করবে তার খবরসমূহ।

৯৯:৫
বিআন্না রব্বাকা আওহা লাহা = কারণ তোমার রব উহাকে ওহী করবেন।

কারণ তোমার রব উহাকে ওহী করবেন।

৯৯:৬
ইয়াওমায়িযিইঁ ইয়াসদুরুন্নাছু আশতাতান = সেদিন মানুষ কেন্দ্রীভূত হবে বিচ্ছিন্ন অবস্থায়। লিইউরাও আ’মালাহুম = যেন তাদেরকে তাদের আমলসমূহ দেখানো হয়।

সেদিন মানুষ কেন্দ্রীভূত হবে বিচ্ছিন্ন অবস্থায় যেন তাদেরকে তাদের আমলসমূহ দেখানো হয়।

৯৯:৭
ফামাইঁ ইয়া’মাল মিছক্বালা যাররাতিন খায়রাইঁ ইয়ারাহু = সুতরাং যে অণু পরিমাণ ভাল কাজ করবে সে তা দেখবে।

সুতরাং যে অণু পরিমাণ ভাল কাজ করবে সে তা দেখবে।

৯৯:৮
ওয়া মাইঁ ইয়া’মাল মিছক্বালা যাররাতিন শাররাইঁ ইয়ারাহু = আর যে অণু পরিমাণ মন্দ কাজ করবে সেও তা দেখবে।

আর যে অণু পরিমাণ মন্দ কাজ করবে সেও তা দেখবে।