কুরআনান আ'জাবান

বিস্ময়কর কুরআন

শব্দার্থ ভিত্তিক বাংলা অনুবাদ, তৈয়াবুর রহমান গোপালগঞ্জী

Quranan Ajaban Cover

097. সূরা ক্বদর

হে আমার প্রভু, আপনার কাছে আশ্রয় চাই শয়তানের কুমন্ত্রণা থেকে, আশ্রয় চাই এর উপস্থিতি থেকে। পরম করুনাময় ও অসীম দয়ালু সর্বশক্তিমানের নামে।

৯৭:১
ইন্না আনযালনাহু = নিশ্চয় আমরা উহাকে (= আল কুরআনকে) নাযিল করেছি। ফী লাইলাতিল ক্বাদরি = লাইলাতুল কদরে (= মূল্য Value নির্ধারণ করার রাতে)।

নিশ্চয় আমরা উহাকে (= আল কুরআনকে) নাযিল করেছি লাইলাতুল কদরে (= মূল্য Value নির্ধারণ করার রাতে)।

৯৬:০২
ওয়া মা আদরাকা = আর তুমি কী জান। মা লাইলাতুল ক্বাদির = লাইলাতুল কদর (= মূল্য Value নির্ধারণ করার রাত) কী?

আর তুমি কী জান, লাইলাতুল কদর (= মূল্য Value নির্ধারণ করার রাত) কী?

৯৭:৩
লাইলাতুল ক্বাদরি = লাইলাতুল কদর (= মূল্য Value নির্ধারণ করার রাত)। খায়রুম মিন আলফি শাহরিন = হাজার মাসের চেয়েও উত্তম।

লাইলাতুল কদর (= মূল্য Value নির্ধারণ করার রাত) হাজার মাসের চেয়েও উত্তম।

৯৭:৪
তানাযযালুল মালাইকাতু ওয়ার রূহু ফীহা = উহাতে নাজিল হয় মালায়েকা/ ফেরেশতাগণ ও রূহ (= জিবরীল)। বিইযনি রব্বিহিম = তাদের রবের অনুমতি নিয়ে। মিন কুল্লি আমরিন = প্রত্যেক আমর/ দায়-দায়িত্বের ক্ষেত্রে।

উহাতে নাজিল হয় মালায়েকা/ ফেরেশতাগণ ও রূহ (= জিবরীল) তাদের রবের অনুমতি নিয়ে, প্রত্যেক আমর/ দায়-দায়িত্বের ক্ষেত্রে।

৯৭:৫
ছালামুন = সালাম/ শান্তিময়। হিয়া = উহা (= লাইলাতুল কদর)। হাত্তা মাতলায়িল ফাজরি = ফজরের উদয় পর্যন্ত (সম্পূর্ণ সময়)।

সালাম/ শান্তিময় উহা (= লাইলাতুল কদর), ফজরের উদয় পর্যন্ত (অর্থাৎ রাতের শেষসীমা পর্যন্ত সম্পূর্ণ রাতটি শান্তিময়)।