৯৭:১
ইন্না আনযালনাহু = নিশ্চয় আমরা উহাকে (= আল কুরআনকে) নাযিল করেছি। ফী লাইলাতিল ক্বাদরি = লাইলাতুল কদরে (= মূল্য Value নির্ধারণ করার রাতে)।
নিশ্চয় আমরা উহাকে (= আল কুরআনকে) নাযিল করেছি লাইলাতুল কদরে (= মূল্য Value নির্ধারণ করার রাতে)।
৯৬:০২
ওয়া মা আদরাকা = আর তুমি কী জান। মা লাইলাতুল ক্বাদির = লাইলাতুল কদর (= মূল্য Value নির্ধারণ করার রাত) কী?
আর তুমি কী জান, লাইলাতুল কদর (= মূল্য Value নির্ধারণ করার রাত) কী?
৯৭:৩
লাইলাতুল ক্বাদরি = লাইলাতুল কদর (= মূল্য Value নির্ধারণ করার রাত)। খায়রুম মিন আলফি শাহরিন = হাজার মাসের চেয়েও উত্তম।
লাইলাতুল কদর (= মূল্য Value নির্ধারণ করার রাত) হাজার মাসের চেয়েও উত্তম।
৯৭:৪
তানাযযালুল মালাইকাতু ওয়ার রূহু ফীহা = উহাতে নাজিল হয় মালায়েকা/ ফেরেশতাগণ ও রূহ (= জিবরীল)। বিইযনি রব্বিহিম = তাদের রবের অনুমতি নিয়ে। মিন কুল্লি আমরিন = প্রত্যেক আমর/ দায়-দায়িত্বের ক্ষেত্রে।
উহাতে নাজিল হয় মালায়েকা/ ফেরেশতাগণ ও রূহ (= জিবরীল) তাদের রবের অনুমতি নিয়ে, প্রত্যেক আমর/ দায়-দায়িত্বের ক্ষেত্রে।
৯৭:৫
ছালামুন = সালাম/ শান্তিময়। হিয়া = উহা (= লাইলাতুল কদর)। হাত্তা মাতলায়িল ফাজরি = ফজরের উদয় পর্যন্ত (সম্পূর্ণ সময়)।
সালাম/ শান্তিময় উহা (= লাইলাতুল কদর), ফজরের উদয় পর্যন্ত (অর্থাৎ রাতের শেষসীমা পর্যন্ত সম্পূর্ণ রাতটি শান্তিময়)।