৯৬:১
ইক্বরা বিছমি রব্বিকাল্লাযী খালাক্বা = পড় তোমার রবের নামে যিনি সৃষ্টি করেছেন।
পড় তোমার রবের নামে যিনি সৃষ্টি করেছেন।
৯৬:২
খালাক্বাল ইনসানা মিন আলাক্বিন = সৃষ্টি করেছেন ইনসানকে/ মানুষকে আলাক থেকে (= মায়ের জরায়ুতে শক্তভাবে ঝুলে থাকা ভ্রুণ থেকে)।
সৃষ্টি করেছেন মানুষকে আলাক থেকে (= মায়ের জরায়ুতে শক্তভাবে ঝুলে থাকা ভ্রুণ থেকে)।
৯৬:৩
ইক্বরা ওয়া রব্বুকাল আকরামু = পড়, আর তোমার রব বড় অনুগ্রহশীল।
পড়, আর তোমার রব বড় অনুগ্রহশীল।
৯৬:৪
আল্লাযী আল্লামা বিল ক্বালামি = যিনি কলমের মাধ্যমে শিক্ষা দিয়েছেন।
যিনি কলমের মাধ্যমে শিক্ষা দিয়েছেন।
৯৬:৫
আল্লামাল ইনসানা মা লাম ইয়া’লাম = ইনসানকে/ মানুষকে শিক্ষা দিয়েছেন এমন বিষয় যা সে জানত না।
মানুষকে শিক্ষা দিয়েছেন এমন বিষয় যা সে জানত না।
৯৬:৬
কাল্লা = কখনো না। ইন্নাল ইনসানা লাইয়াতগা = নিশ্চয় ইনসান/ মানুষ সীমালংঘন করে।
কখনো না। নিশ্চয় মানুষ সীমালংঘন করে।
৯৬:৭
আর রআহুছতাগনা = কারণ সে নিজেকে দেখে বেপরোয়া।
কারণ সে নিজেকে দেখে বেপরোয়া।
৯৬:৮
ইন্না ইলা রব্বিকার রুজআ = নিশ্চয় তোমার রবের দিকেই প্রত্যাবর্তন।
নিশ্চয় তোমার রবের দিকেই প্রত্যাবর্তন।
৯৬:৯
আরাআয়তাল্লাযী ইয়ানহা = তুমি কি তার ব্যাপারটা ভেবে দেখেছ যে নিষেধ করে?
তুমি কি তার ব্যাপারটা ভেবে দেখেছ যে নিষেধ করে?
৯৬:১০
আবদান = এক বান্দাকে। ইযা সল্লা = যখন সে সালাত করে।
এক বান্দাকে যখন সে সালাত করে।
৯৬:১১
আরাআয়তা = তুমি কি ভেবে দেখেছ। ইন কানা = যদি সে (= বান্দাটি) হয়। আলাল হুদা = হুদার/ হিদায়াতের উপর প্রতিষ্ঠিত।
তুমি কি ভেবে দেখেছ যদি সে (= বান্দাটি) হয় হুদার/ হিদায়াতের উপর প্রতিষ্ঠিত?
৯৬:১২
আও = অথবা। আমারা বিত তাক্বওয়া = সে নির্দেশ দেয় তাকওয়ার/ আল্লাহভীরুতার প্রতি।
অথবা সে নির্দেশ দেয় তাকওয়ার/ আল্লাহভীরুতার প্রতি।
৯৬:১৩
আরাআয়তা = তুমি কি ভেবে দেখেছ। ইন কাযযাবা = যদি সে (= নিষেধকারী) মিথ্যা সাব্যস্ত করে। ওয়া তাওয়াল্লা = ও মুখ ফিরিয়ে নেয়।
তুমি কি ভেবে দেখেছ যদি সে (= নিষেধকারী) মিথ্যা সাব্যস্ত করে ও মুখ ফিরিয়ে নেয়?
৯৬:১৪
আলাম ইয়া’লাম বিআন্নাল্লাহা ইয়ারা = সে কি জানে না যে, আল্লাহ দেখছেন।
সে কি জানে না যে, আল্লাহ দেখছেন?
৯৬:১৫
কাল্লা = কখনো না। লায়িল্লাম ইয়ানতাহি = যদি সে বিরত না হয়। লানাছফায়াম বিন নাসিয়াতি = তাহলে আমরা টানবই তার কপাল ধরে।
কখনো না। যদি সে বিরত না হয়, তাহলে আমরা টানবই তার কপাল ধরে।
৯৬:১৬
নাসিয়াতিন কাযিবাতিন খাতিয়াতিন = মিথ্যা সাব্যস্তকারী ও পাপী কপাল।
মিথ্যা সাব্যস্তকারী ও পাপী কপাল।
৯৬:১৭
ফালইয়াদউ নাদিয়াহু = সুতরাং সে তার পারিষদদেরকে ডাকুক।
সুতরাং সে তার পারিষদদেরকে ডাকুক।
৯৬:১৮
ছানাদউয যাবানিয়াতা = শীঘ্রই আমরাও জাহান্নামের প্রহরীদেরকে ডাকবো।
শীঘ্রই আমরাও জাহান্নামের প্রহরীদেরকে ডাকবো।
৯৬:১৯
কাল্লা = কখনো না। লা তুতি’হু = তুমি তার ইতায়াত/ আনুগত্য করো না। ওয়াছজুদ ওয়াক্বতারিব = আর আমাকে সিজদা কর ও আমার নৈকট্যশীল হও।
কখনো না। তুমি তার আনুগত্য করো না। আর আমাকে সিজদা কর ও আমার নৈকট্যশীল হও।