কুরআনান আ'জাবান

বিস্ময়কর কুরআন

শব্দার্থ ভিত্তিক বাংলা অনুবাদ, তৈয়াবুর রহমান গোপালগঞ্জী

Quranan Ajaban Cover

095. সূরা ত্বীন

হে আমার প্রভু, আপনার কাছে আশ্রয় চাই শয়তানের কুমন্ত্রণা থেকে, আশ্রয় চাই এর উপস্থিতি থেকে। পরম করুনাময় ও অসীম দয়ালু সর্বশক্তিমানের নামে।

৯৫:১
ওয়াত তীনি ওয়ায যায়তূনি = শপথ তীনের/ আঞ্জীরের ও যয়তূনের/ জলপাইয়ের।

শপথ তীনের/ আঞ্জীরের ও যয়তূনের/ জলপাইয়ের।

৯৫:২
ওয়া তূরি সীনীনা = ও তূরে সীনীনের।

ও তূরে সীনীনের।

৯৫:৩
ওয়া হাযাল বালাদিল আমীনি = ও এই নিরাপদ ভূখন্ডের।

ও এই নিরাপদ ভূখন্ডের।

৯৫:৪
লাক্বাদ খালাক্বনাল ইনসানা ফী আহসানি তাক্বভীমিন = নিশ্চয় আমরা ইনসানকে/ মানুষকে সৃষ্টি করেছি সর্বাধিক উত্তম গঠন কাঠামোতে।

নিশ্চয় আমরা ইনসানকে/ মানুষকে সৃষ্টি করেছি সর্বাধিক উত্তম গঠন কাঠামোতে।

৯৫:৫
ছুম্মা = তারপর। রদাদনাহু = আমরা তাকে ফিরিয়ে দিয়েছি। আছফালা ছাফিলীনা = নীচতমদের চেয়েও নীচে।

তারপর আমরা তাকে ফিরিয়ে দিয়েছি নীচতমদের চেয়েও নীচে।

৯৫:৬
ইল্লাল্লাযীনা আমানূ ওয়া আমিলুস সলিহাতি = তাদেরকে ছাড়া যারা ঈমান/ বিশ্বাস করে ও আমলে সালেহ/ সৎকর্ম করে। ফালাহুম আজরুন গায়রু মামনূনিন = তাদের জন্য আছে নিরবচ্ছিন্ন প্রতিফল।

তাদেরকে ছাড়া যারা ঈমান/ বিশ্বাস করে ও আমলে সালেহ/ সৎকর্ম করে, তাদের জন্য আছে নিরবচ্ছিন্ন প্রতিফল।

৯৫:৭
ফামা ইউকাযযিবুকা বা’দু = সুতরাং উহার পরও কে তোমাকে মিথ্যা সাব্যস্ত করে। বিদ দ্বীনি = দ্বীনের/ জীবনব্যবস্থার/ বিচারদিনের ব্যাপারে?

সুতরাং উহার পরও কে তোমাকে মিথ্যা সাব্যস্ত করে দ্বীনের/ জীবনব্যবস্থার/ বিচারদিনের ব্যাপারে?

৯৫:৮
আলাইছাল্লাহু বিআহকামিল হাকিমীনা = আল্লাহ কি আহকামুল হাকিমীন/ সর্বশ্রেষ্ঠ ন্যায়বিচারক নন?

আল্লাহ কি আহকামুল হাকিমীন/ সর্বশ্রেষ্ঠ ন্যায়বিচারক নন?