কুরআনান আজাবান

তৈয়াবুর রহমান গোপালগঞ্জী

Quranan Ajaban Cover

095. সূরা ত্বীন

হে আমার প্রভু, আপনার কাছে আশ্রয় চাই শয়তানের কুমন্ত্রণা থেকে, আশ্রয় চাই এর উপস্থিতি থেকে। পরম করুনাময় ও অসীম দয়ালু সর্বশক্তিমানের নামে।

৯৫:১
ওয়াত তীনি ওয়ায যায়তূনি = শপথ তীনের/ আঞ্জীরের ও যয়তূনের/ জলপাইয়ের।

শপথ তীনের/ আঞ্জীরের ও যয়তূনের/ জলপাইয়ের।

৯৫:২
ওয়া তূরি সীনীনা = ও তূরে সীনীনের।

ও তূরে সীনীনের।

৯৫:৩
ওয়া হাযাল বালাদিল আমীনি = ও এই নিরাপদ ভূখন্ডের।

ও এই নিরাপদ ভূখন্ডের।

৯৫:৪
লাক্বাদ খালাক্বনাল ইনসানা ফী আহসানি তাক্বভীমিন = নিশ্চয় আমরা ইনসানকে/ মানুষকে সৃষ্টি করেছি সর্বাধিক উত্তম গঠন কাঠামোতে।

নিশ্চয় আমরা ইনসানকে/ মানুষকে সৃষ্টি করেছি সর্বাধিক উত্তম গঠন কাঠামোতে।

৯৫:৫
ছুম্মা = তারপর। রদাদনাহু = আমরা তাকে ফিরিয়ে দিয়েছি। আছফালা ছাফিলীনা = নীচতমদের চেয়েও নীচে।

তারপর আমরা তাকে ফিরিয়ে দিয়েছি নীচতমদের চেয়েও নীচে।

৯৫:৬
ইল্লাল্লাযীনা আমানূ ওয়া আমিলুস সলিহাতি = তাদেরকে ছাড়া যারা ঈমান/ বিশ্বাস করে ও আমলে সালেহ/ সৎকর্ম করে। ফালাহুম আজরুন গায়রু মামনূনিন = তাদের জন্য আছে নিরবচ্ছিন্ন প্রতিফল।

তাদেরকে ছাড়া যারা ঈমান/ বিশ্বাস করে ও আমলে সালেহ/ সৎকর্ম করে, তাদের জন্য আছে নিরবচ্ছিন্ন প্রতিফল।

৯৫:৭
ফামা ইউকাযযিবুকা বা’দু = সুতরাং উহার পরও কে তোমাকে মিথ্যা সাব্যস্ত করে। বিদ দ্বীনি = দ্বীনের/ জীবনব্যবস্থার/ বিচারদিনের ব্যাপারে?

সুতরাং উহার পরও কে তোমাকে মিথ্যা সাব্যস্ত করে দ্বীনের/ জীবনব্যবস্থার/ বিচারদিনের ব্যাপারে?

৯৫:৮
আলাইছাল্লাহু বিআহকামিল হাকিমীনা = আল্লাহ কি আহকামুল হাকিমীন/ সর্বশ্রেষ্ঠ ন্যায়বিচারক নন?

আল্লাহ কি আহকামুল হাকিমীন/ সর্বশ্রেষ্ঠ ন্যায়বিচারক নন?