কুরআনান আ'জাবান

বিস্ময়কর কুরআন

শব্দার্থ ভিত্তিক বাংলা অনুবাদ, তৈয়াবুর রহমান গোপালগঞ্জী

Quranan Ajaban Cover

094. সূরা ইনশিরাহ

হে আমার প্রভু, আপনার কাছে আশ্রয় চাই শয়তানের কুমন্ত্রণা থেকে, আশ্রয় চাই এর উপস্থিতি থেকে। পরম করুনাময় ও অসীম দয়ালু সর্বশক্তিমানের নামে।

৯৪:১
আলাম নাশরাহ লাকা সদরাকা = আমরা কি তোমার সদরকে/ মস্তিষ্ককে উন্মুক্ত করিনি?

আমরা কি তোমার সদরকে/ মস্তিষ্ককে উন্মুক্ত করিনি?

৯৪:২
ওয়া ওয়াদ’না আনকা ভিযরাকা = আর আমরা তোমার থেকে নামিয়ে দিয়েছি তোমার বোঝা।

আর আমরা তোমার থেকে নামিয়ে দিয়েছি তোমার বোঝা।

৯৪:৩
আল্লাযী আনক্বাদা যহরাকা = যা তোমার পিঠকে ভেঙ্গে দিচ্ছিলো।

যা তোমার পিঠকে ভেঙ্গে দিচ্ছিলো।

৯৪:৪
ওয়া রফা’না লাকা যিকরাকা = আর তোমার যিকিরকে/ স্মরণকে/ আলোচনাকে আমরা সুউচ্চ করেছি।

আর তোমার যিকিরকে/ স্মরণকে/ আলোচনাকে আমরা সুউচ্চ করেছি।

৯৪:৫
ফাইন্না মাআল উছরি ইউছরা = সুতরাং নিশ্চয় কঠিনতার সাথে আছে সহজতা।

সুতরাং নিশ্চয় কঠিনতার সাথে আছে সহজতা।

৯৪:৬
ইন্না মাআল উছরি ইউছরা = নিশ্চয় কঠিনতার সাথে আছে সহজতা।

নিশ্চয় কঠিনতার সাথে আছে সহজতা।

৯৪:৭
ফাইযা ফারাগতা ফানসাব = সুতরাং যখন তুমি অবসর হও তখন নতুন উদ্যমে আত্মনিয়োগ কর।

সুতরাং যখন তুমি অবসর পাও তখন নতুন উদ্যমে আত্মনিয়োগ কর।

৯৪:৮
ওয়া ইলা রব্বিকা ফারগাব = আর তোমার রবের প্রতি মনোনিবেশ কর।

আর তোমার রবের প্রতি মনোনিবেশ কর।