৯৪:১
আলাম নাশরাহ লাকা সদরাকা = আমরা কি তোমার সদরকে/ মস্তিষ্ককে উন্মুক্ত করিনি?
আমরা কি তোমার সদরকে/ মস্তিষ্ককে উন্মুক্ত করিনি?
৯৪:২
ওয়া ওয়াদ’না আনকা ভিযরাকা = আর আমরা তোমার থেকে নামিয়ে দিয়েছি তোমার বোঝা।
আর আমরা তোমার থেকে নামিয়ে দিয়েছি তোমার বোঝা।
৯৪:৩
আল্লাযী আনক্বাদা যহরাকা = যা তোমার পিঠকে ভেঙ্গে দিচ্ছিলো।
যা তোমার পিঠকে ভেঙ্গে দিচ্ছিলো।
৯৪:৪
ওয়া রফা’না লাকা যিকরাকা = আর তোমার যিকিরকে/ স্মরণকে/ আলোচনাকে আমরা সুউচ্চ করেছি।
আর তোমার যিকিরকে/ স্মরণকে/ আলোচনাকে আমরা সুউচ্চ করেছি।
৯৪:৫
ফাইন্না মাআল উছরি ইউছরা = সুতরাং নিশ্চয় কঠিনতার সাথে আছে সহজতা।
সুতরাং নিশ্চয় কঠিনতার সাথে আছে সহজতা।
৯৪:৬
ইন্না মাআল উছরি ইউছরা = নিশ্চয় কঠিনতার সাথে আছে সহজতা।
নিশ্চয় কঠিনতার সাথে আছে সহজতা।
৯৪:৭
ফাইযা ফারাগতা ফানসাব = সুতরাং যখন তুমি অবসর হও তখন নতুন উদ্যমে আত্মনিয়োগ কর।
সুতরাং যখন তুমি অবসর পাও তখন নতুন উদ্যমে আত্মনিয়োগ কর।
৯৪:৮
ওয়া ইলা রব্বিকা ফারগাব = আর তোমার রবের প্রতি মনোনিবেশ কর।
আর তোমার রবের প্রতি মনোনিবেশ কর।