৯৩:১
ওয়াদ দুহা = শপথ দুহার/ পূর্ণ সূর্য দীপ্তিকালের।
শপথ দুহার/ পূর্ণ সূর্য দীপ্তিকালের।
৯৩:২
ওয়াল্লায়লি ইযা ছাজা = আর রাতের যখন তা আচ্ছন্ন হয়।
আর রাতের যখন তা আচ্ছন্ন হয়।
৯৩:৩
মা ওয়াদ্দাআকা রব্বুকা = তোমার রব তোমাকে ত্যাগ করেননি। ওয়া মা ক্বলা = আর তিনি নারাজও হননি।
তোমার রব তোমাকে ত্যাগ করেননি আর তিনি নারাজও হননি।
৯৩:৪
ওয়া লাল আখিরাতু খায়রুল লাকা মিনাল ঊলা = আর আখিরাত/ পরকাল তোমার জন্য ঊলার/ ইহকালের চেয়ে উত্তম।
আর আখিরাত/ পরকাল তোমার জন্য উলার/ ইহকালের চেয়ে উত্তম।
৯৩:৫
লাছাওফা ইউ’তীকা রব্বুকা ফাতারদা = শীঘ্রই তোমার রব তোমাকে এমন দান করবেন যার ফলে তুমি সন্তুষ্ট হবে।
শীঘ্রই তোমার রব তোমাকে এমন দান করবেন যার ফলে তুমি সন্তুষ্ট হবে।
৯৩:৬
আলাম ইয়াজিদকা ইয়াতিমান ফাআওয়া = তিনি কি তোমাকে ইয়াতিম অবস্থায় পাননি? তারপর তিনি তোমাকে আশ্রয় দিয়েছেন।
তিনি কি তোমাকে ইয়াতিম অবস্থায় পাননি? তারপর তিনি তোমাকে আশ্রয় দিয়েছেন।
৯৩:৭
ওয়া ওয়াজাদাকা দল্লান ফাহাদা = আর তিনি তোমাকে পথভ্রষ্ট অবস্থায় পেয়েছেন, তারপর তিনি হিদায়াত/ পথনির্দেশ করেছেন।
আর তিনি তোমাকে পথভ্রষ্ট অবস্থায় পেয়েছেন, তারপর তিনি হিদায়াত/ পথনির্দেশ করেছেন।
৯৩:৮
ওয়া ওয়াজাদাকা আয়িলান ফাআগনা = আর তিনি তোমাকে দরিদ্র অবস্থায় পেয়েছেন, তারপর তিনি গণি/ ধনী করে দিয়েছেন।
আর তিনি তোমাকে দরিদ্র অবস্থায় পেয়েছেন, তারপর তিনি গণি/ ধনী করে দিয়েছেন।
৯৩:৯
ফাআম্মাল ইয়াতীমা ফালা তাক্বহার = সুতরাং তুমি ইয়াতিম ছেলেমেয়ের প্রতি কঠোর হয়ো না।
সুতরাং তুমি ইয়াতিম ছেলেমেয়ের প্রতি কঠোর হয়ো না।
৯৩:১০
ওয়া আম্মাছ ছায়িলা ফালা তানহার = আর প্রার্থীকে ও প্রশ্নকারীকে ধমক দিও না।
আর প্রার্থীকে ও প্রশ্নকারীকে ধমক দিও না।
৯৩:১১
ওয়া আম্মা বিনি’মাতি রব্বিকা ফাহাদ্দিস = আর তোমার রবের নেয়ামতের কথা প্রকাশ কর।
আর তোমার রবের নেয়ামতের কথা প্রকাশ কর।