কুরআনান আ'জাবান

বিস্ময়কর কুরআন

শব্দার্থ ভিত্তিক বাংলা অনুবাদ, তৈয়াবুর রহমান গোপালগঞ্জী

Quranan Ajaban Cover

093. সূরা দুহা

হে আমার প্রভু, আপনার কাছে আশ্রয় চাই শয়তানের কুমন্ত্রণা থেকে, আশ্রয় চাই এর উপস্থিতি থেকে। পরম করুনাময় ও অসীম দয়ালু সর্বশক্তিমানের নামে।

৯৩:১
ওয়াদ দুহা = শপথ দুহার/ পূর্ণ সূর্য দীপ্তিকালের।

শপথ দুহার/ পূর্ণ সূর্য দীপ্তিকালের।

৯৩:২
ওয়াল্লায়লি ইযা ছাজা = আর রাতের যখন তা আচ্ছন্ন হয়।

আর রাতের যখন তা আচ্ছন্ন হয়।

৯৩:৩
মা ওয়াদ্দাআকা রব্বুকা = তোমার রব তোমাকে ত্যাগ করেননি। ওয়া মা ক্বলা = আর তিনি নারাজও হননি।

তোমার রব তোমাকে ত্যাগ করেননি আর তিনি নারাজও হননি।

৯৩:৪
ওয়া লাল আখিরাতু খায়রুল লাকা মিনাল ঊলা = আর আখিরাত/ পরকাল তোমার জন্য ঊলার/ ইহকালের চেয়ে উত্তম।

আর আখিরাত/ পরকাল তোমার জন্য উলার/ ইহকালের চেয়ে উত্তম।

৯৩:৫
লাছাওফা ইউ’তীকা রব্বুকা ফাতারদা = শীঘ্রই তোমার রব তোমাকে এমন দান করবেন যার ফলে তুমি সন্তুষ্ট হবে।

শীঘ্রই তোমার রব তোমাকে এমন দান করবেন যার ফলে তুমি সন্তুষ্ট হবে।

৯৩:৬
আলাম ইয়াজিদকা ইয়াতিমান ফাআওয়া = তিনি কি তোমাকে ইয়াতিম অবস্থায় পাননি? তারপর তিনি তোমাকে আশ্রয় দিয়েছেন।

তিনি কি তোমাকে ইয়াতিম অবস্থায় পাননি? তারপর তিনি তোমাকে আশ্রয় দিয়েছেন।

৯৩:৭
ওয়া ওয়াজাদাকা দল্লান ফাহাদা = আর তিনি তোমাকে পথভ্রষ্ট অবস্থায় পেয়েছেন, তারপর তিনি হিদায়াত/ পথনির্দেশ করেছেন।

আর তিনি তোমাকে পথভ্রষ্ট অবস্থায় পেয়েছেন, তারপর তিনি হিদায়াত/ পথনির্দেশ করেছেন।

৯৩:৮
ওয়া ওয়াজাদাকা আয়িলান ফাআগনা = আর তিনি তোমাকে দরিদ্র অবস্থায় পেয়েছেন, তারপর তিনি গণি/ ধনী করে দিয়েছেন।

আর তিনি তোমাকে দরিদ্র অবস্থায় পেয়েছেন, তারপর তিনি গণি/ ধনী করে দিয়েছেন।

৯৩:৯
ফাআম্মাল ইয়াতীমা ফালা তাক্বহার = সুতরাং তুমি ইয়াতিম ছেলেমেয়ের প্রতি কঠোর হয়ো না।

সুতরাং তুমি ইয়াতিম ছেলেমেয়ের প্রতি কঠোর হয়ো না।

৯৩:১০
ওয়া আম্মাছ ছায়িলা ফালা তানহার = আর প্রার্থীকে ও প্রশ্নকারীকে ধমক দিও না।

আর প্রার্থীকে ও প্রশ্নকারীকে ধমক দিও না।

৯৩:১১
ওয়া আম্মা বিনি’মাতি রব্বিকা ফাহাদ্দিস = আর তোমার রবের নেয়ামতের কথা প্রকাশ কর।

আর তোমার রবের নেয়ামতের কথা প্রকাশ কর।