কুরআনান আ'জাবান

বিস্ময়কর কুরআন

শব্দার্থ ভিত্তিক বাংলা অনুবাদ, তৈয়াবুর রহমান গোপালগঞ্জী

Quranan Ajaban Cover

092. সূরা লাইল

হে আমার প্রভু, আপনার কাছে আশ্রয় চাই শয়তানের কুমন্ত্রণা থেকে, আশ্রয় চাই এর উপস্থিতি থেকে। পরম করুনাময় ও অসীম দয়ালু সর্বশক্তিমানের নামে।

৯২:১
ওয়াল লায়লি ইযা ইয়াগশা = শপথ রাতের যখন উহা (অন্ধকারে) আচ্ছন্ন করে।

শপথ রাতের যখন উহা (অন্ধকারে) আচ্ছন্ন করে।

৯২:২
ওয়ান নাহারি ইযা তাজাল্লা = আর দিনের যখন উহা আলোকিত করে।

আর দিনের যখন উহা আলোকিত করে।

৯২:৩
ওয়া মা খালাক্বায যাকারা ওয়াল উনছা = আর তাঁর, যিনি সৃষ্টি করেছেন পুরুষ ও নারী।

আর তাঁর, যিনি সৃষ্টি করেছেন পুরুষ ও নারী।

৯২:৪
ইন্না ছা’ইয়াকুম = নিশ্চয় তোমাদের চেষ্টাসাধনা। লাশাত্তা = বিভিন্নমুখী।

নিশ্চয় তোমাদের চেষ্টাসাধনা বিভিন্নমুখী।

৯২:৫
ফাআম্মা মান আতা ওয়াত তাক্বা = তারপর যে দান করলো ও তাকওয়া/ আল্লাভীরুতা অবলম্বন করলো।

তারপর যে দান করলো ও তাকওয়া/ আল্লাহভীরুতা অবলম্বন করলো।

৯২:৬
ওয়া সদ্দাক্বা বিল হুসনা = আর উত্তম ব্যবস্থাকে সত্য সাব্যস্ত করলো।

আর উত্তম ব্যবস্থাকে সত্য সাব্যস্ত করলো।

৯২:৭
ফাছানুইয়াছছিরুহু লিলইউছরা = তবে আমরা শীঘ্রই তাকে সহজ করে দেব সহজ ব্যবস্থার জন্য।

তবে আমরা শীঘ্রই তাকে সহজ করে দেব সহজ ব্যবস্থার জন্য।

৯২:৮
ওয়া আম্মা মান বাখিলা ওয়াছতাগনা = আর যে বখিলি/ কৃপণতা করলো ও বেপরোয়া হলো।

আর যে বখিলি/ কৃপণতা করলো ও বেপরোয়া হলো।

৯২:৯
ওয়া কাযযাবা বিল হুসনা = আর উত্তম ব্যবস্থাকে মিথ্যা সাব্যস্ত করলো।

আর উত্তম ব্যবস্থাকে মিথ্যা সাব্যস্ত করলো।

৯২:১০
ফাছানুইয়াছছিরুহু লিল উছরা = তবে শীঘ্রই আমরা তাকে সহজ করে দেব কঠিন ব্যবস্থার জন্য।

তারপর শীঘ্রই আমরা তাকে সহজ করে দেব কঠিন ব্যবস্থার জন্য।

৯২:১১
ওয়া মা ইউগনী আনহুম মালুহু = আর কী উপকারে আসবে তার ব্যাপারে তার মালসম্পদ? ইযা তারাদ্দা = যখন সে ধ্বংস হবে?

আর কী উপকারে আসবে তার ব্যাপারে তার মালসম্পদ, যখন সে ধ্বংস হবে?

৯২:১২
ইন্না আলাইনা লালহুদা = নিশ্চয় আমাদেরই উপর দায়িত্ব হিদায়াত/ পথনির্দেশ করার।

নিশ্চয় আমাদেরই উপর দায়িত্ব হিদায়াত/ পথনির্দেশ করার।

৯২:১৩
ওয়া ইন্না লানা = আর আমাদেরই আয়ত্তে আছে। লাল আখিরাতা ওয়াল ঊলা = আখিরাত/ পরকাল ও ঊলা/ ইহকাল।

আর আমাদেরই আয়ত্তে আছে আখিরাত/ পরকাল ও ঊলা/ ইহকাল।

৯২:১৪
ফাআনযারতুকুম = সুতরাং আমি তোমাদেরকে সতর্ক করে দিয়েছি। নারান তালাযযা = জ্বলন্ত আগুনের ব্যাপারে।

সুতরাং আমি তোমাদেরকে সতর্ক করে দিয়েছি জ্বলন্ত আগুনের ব্যাপারে।

৯২:১৫
লা ইয়াসলাহা = উহাতে কেউ পুড়বে না। ইল্লাল আশক্বা = অত্যন্ত নিরাশাক্লিষ্ট ব্যক্তি ছাড়া।

উহাতে কেউ পুড়বে না অত্যন্ত নিরাশাক্লিষ্ট ব্যক্তি ছাড়া।

৯২:১৬
আল্লাযী কাযযাবা ওয়া তাওয়াল্লা = যে মিথ্যা সাব্যস্ত করে ও মুখ ফিরিয়ে নেয়।

যে মিথ্যা সাব্যস্ত করে ও মুখ ফিরিয়ে নেয়।

৯২:১৭
ওয়া ছাইউজান্নাবুহাল আতক্বা = আর উহা থেকে দূরে রাখা হবে অত্যন্ত মুত্তাকি/ আল্লাহভীরু ব্যক্তিকে।

আর উহা থেকে দূরে রাখা হবে অত্যন্ত মুত্তাকি/ আল্লাহভীরু ব্যক্তিকে।

৯২:১৮
আল্লাযী ইউতী মালাহু ইয়াতাযাক্কা = যে দান করে তার মালসম্পদ সে নিজেকে পরিশুদ্ধ করতে।

যে দান করে তার মালসম্পদ সে নিজেকে পরিশুদ্ধ করতে।

৯২:১৯
ওয়া মা লিআহাদিন ইনদাহু = আর তার কাছে নেই কারো জন্য। মিন নি’মাতিন তুযজা = এমন কোন নিয়ামত যার প্রতিফল দিতে হবে।

আর তার কাছে নেই কারো জন্য এমন কোন নিয়ামত যার প্রতিফল দিতে হবে।

৯২:২০
ইল্লাবতিগাআ ওয়াজহি রব্বিহিল আ’লা = তার মহান রবের সন্তুষ্টি অন্বেষণ ছাড়া।

তার মহান রবের সন্তুষ্টি অন্বেষণ ছাড়া।

৯২:২১
ওয়া লাছাওফা ইয়ারদা = আর শীঘ্রই তিনি সন্তুষ্ট হবেন।

আর শীঘ্রই তিনি সন্তুষ্ট হবেন।