৯০:১
লা = না। উক্বছিমু = আমি কসম করছি। বিহাযাল বালাদি = এ ভূখন্ডের।
না, আমি কসম করছি এ ভূখন্ডের।
৯০:২
ওয়া = আর। আনতা = তুমি। হিল্লুম বিহাযাল বালাদি = হালাল হয়েছো এ ভূখন্ডে (= তোমাকে নির্যাতন করাকে এ ভূখন্ডে বৈধ করে নেয়া হয়েছে)।
আর তুমি হালাল হয়েছো এ ভূখন্ডে (= তোমাকে নির্যাতন করাকে এ ভূখন্ডে বৈধ করে নেয়া হয়েছে)।
৯০:৩
ওয়া ওয়ালাদিন ওয়া মা ওয়ালাদা = আর (কসম) পিতার ও সে যাকে জন্ম দিয়েছে তার (= সন্তানের)।
আর (কসম) পিতার ও সে যাকে জন্ম দিয়েছে তার (= সন্তানের)।
৯০:৪
ওয়া = আর। লাক্বাদ = নিশ্চয়। খালাক্বনাল ইনসানা = আমরা ইনসানকে/ মানুষকে সৃষ্টি করেছি। ফী কাবাদিন = কষ্টের মধ্যে।
আর নিশ্চয় আমরা ইনসানকে/ মানুষকে সৃষ্টি করেছি কষ্টের মধ্যে।
৯০:৫
আইয়াহছাবু আল্লাইঁ ইয়াক্বদিরা আলাইহি আহাদুন = সে কি হিসাব/ ধারণা করেছে যে, কেউ কখনো তার উপর নিয়ন্ত্রণকারী হবে না?
সে কি হিসাব/ ধারণা করেছে যে, কেউ কখনো তার উপর নিয়ন্ত্রণকারী হবে না?
৯০:৬
ইয়াক্বূলু = সে বলে। আহলাকতু = আমি হালাক/ ধ্বংস করেছি/ উড়িয়ে দিয়েছি। মালাল লুবাদান = রাশি রাশি মালসম্পদ।
সে বলে, ‘আমি হালাক/ ধ্বংস করেছি/ উড়িয়ে দিয়েছি রাশি রাশি মালসম্পদ’।
৯০:৭
আইয়াহছাবু আল্লাম ইয়ারাহু আহাদুন = সে কি হিসাব/ ধারণা করেছে যে, তাকে কেউ দেখেনি।
সে কি হিসাব/ ধারণা করেছে যে, তাকে কেউ দেখেনি?
৯০:৮
আলাম নাজআল লাহু আয়নায়নি = আমরা কি তাকে দিইনি দুটি চোখ?
আমরা কি তাকে দিইনি দুটি চোখ?
৯০:৯
ওয়া লিছানাওঁ ওয়া শাফাতায়নি = আর জিহবা ও দুটি ঠোঁট?
আর জিহবা ও দুটি ঠোঁট?
৯০:১০
ওয়া হাদায়নাহুন নাজদায়নি = আর আমরা তাকে হিদায়াত/ পথনির্দেশ করেছি (ভাল ও মন্দ) দুটি পথ।
আর আমরা তাকে হিদায়াত/ পথনির্দেশ করেছি (ভাল ও মন্দ) দুটি পথ।
৯০:১১
ফালাক্বাতাহামাল আক্বাবাতা = তারপর সে গিরিপথ অবলম্বন করেনি।
তারপর সে গিরিপথ অবলম্বন করেনি।
৯০:১২
ওয়া মা আদরাকা মাল আক্বাবাতা = আর তুমি কী জান, গিরিপথ কী?
আর তুমি কী জান, গিরিপথ কী?
৯০:১৩
ফাক্কুন রক্বাবাতিন = কোন ঘাড়কে (দাসত্ব থেকে) মুক্তি দান।
কোন ঘাড়কে (দাসত্ব থেকে) মুক্তি দান।
৯০:১৪
আও = অথবা। ইতআমুন ফী ইয়াওমিন যী মাছগাবাতিন = উপবাসের দিন কাউকে খাদ্য খাওয়ানো।
অথবা উপবাসের দিন কাউকে খাদ্য খাওয়ানো।
৯০:১৫
ইয়াতীমান যা মাক্বরাবাতিন = নিকটবর্তী/ আত্মীয় ইয়াতীম ছেলে মেয়েকে।
নিকটবর্তী/ আত্মীয় ইয়াতিম ছেলে মেয়েকে।
৯০:১৬
আও মিসকীনান যা মাতরাবাতিন = অথবা ধুলিমলিন মিসকীনকে।
অথবা ধুলিমলিন মিসকীনকে।
৯০:১৭
ছুম্মা = তারপর। কানা মিনাল্লাযীনা আমানূ = সে সাথে সে তাদের অন্তর্ভুক্ত হয় যারা ঈমান/ বিশ্বাস করে। ওয়া তাওয়াসাও বিস সবরি = আর পরস্পরকে উপদেশ দেয় সবর করার জন্য। ওয়া তাওয়াসও বিলমারহামাতি = আর পরস্পরকে উপদেশ দেয় দয়া করার জন্য।
তারপর সে সাথে সে তাদের অন্তর্ভুক্ত হয় যারা ঈমান/ বিশ্বাস করে আর পরস্পরকে উপদেশ দেয় সবর করার জন্য আর পরস্পরকে উপদেশ দেয় দয়া করার জন্য।
৯০:১৮
উলায়িকা আসহাবুল মাইমানাতি = উহারাই আসহাবুল মাইমানা/ ডানপন্থী।
উহারাই আসহাবুল মাইমানা/ ডানপন্থী।
৯০:১৯
ওয়াল্লাযীনা কাফারূ বিআয়াতিনা = আর যারা আমাদের আয়াতসমূহের প্রতি কুফর/ অবিশ্বাস করে। হুম আসহাবুল মাশআমাতি = তারাই আসহাবুল মাশআমা/ বামপন্থী।
আর যারা আমাদের আয়াতসমূহের প্রতি কুফর/ অবিশ্বাস করে, তারাই আসহাবুল মাশআমা/ বামপন্থী।
৯০:২০
আলাইহিম নারুম মু’সদাতুন = তাদের উপর থাকবে পরিবেষ্টনকারী আগুন।
তাদের উপর থাকবে পরিবেষ্টনকারী আগুন।