৮৯:১
ওয়াল ফাজরি = শপথ ফজরের/ ঊষার।
শপথ ঊষার।
৮৯:২
ওয়া লায়ালিন আশরিন = আর দশটি রাতের।
এবং দশটি রাতের। (৭:১৪২)
৮৯:৩
ওয়াশ শাফয়ি ওয়াল ওয়াতরি = আর জোড়ের ও বেজোড়ের।
এবং জোড় ও বেজোড়ের।
৮৯:৪
ওয়াল্লায়লি ইযা ইয়াছরি = আর রাতের যখন তা যেতে থাকে।
এবং রাতের যখন তা যেতে থাকে।
৮৯:৫
হাল ফী যালিকা ক্বাছামুল লিযী হিজরিন = উহার মধ্যে কি বিবেকবান ব্যক্তির জন্য যথেষ্ট কসম আছে?
উহার মধ্যে কি বিবেকবান ব্যক্তির জন্য যথেষ্ট কসম আছে?
৮৯:৬
আলাম তারা = তুমি কি ভেবে দেখনি। কায়ফা ফায়ালা রব্বুকা = কিরূপ করেছিলেন তোমার রব। বিআদিন = আদের সাথে?
তুমি কি ভেবে দেখনি কিরূপ করেছিলেন তোমার রব আদ জাতির সাথে?
৮৯:৭
ইরামা যাতিল ইমাদিন = স্তম্ভের অধিকারী ইরামের সাথে?
স্তম্ভের অধিকারী ইরামের সাথে?
৮৯:৮
আল্লাতী লাম ইউখলাক্ব মিছলুহা = যার সমতুল্য (কোন সম্প্রদায়কে) সৃষ্টি করা হয়নি। ফিল বিলাদি = দেশসমূহে।
যার সমতুল্য (কোন সম্প্রদায়কে) সৃষ্টি করা হয়নি দেশসমূহে।
৮৯:৯
ওয়া ছামূদা = আর সামুদের সাথে? আল্লাযীনা = যারা। জাবুস সখরা বিল ওয়াদি = খোদাই করেছিল উপত্যকার প্রস্তর।
আর সামুদের সাথে? যারা খোদাই করেছিল উপত্যকার প্রস্তর।
৮৯:১০
ওয়া ফিরআউনা = আর ফিরাউনের সাথে? যিল আওতাদি = যে পেরেকের/ কীলকের/ লৌহ শলাকার অধিকারী ছিল।
আর ফিরাউনের সাথে? যে পেরেকের/ কীলকের/ লৌহ শলাকার অধিকারী ছিল।
৮৯:১১
আল্লাযীনা = যারা। তগূ = বিদ্রোহ করেছিল। ফিল বিলাদি = দেশে দেশে।
যারা বিদ্রোহ করেছিল দেশে দেশে।
৮৯:১২
ফাআকছারূ = তারপর তারা বাড়িয়েছিল। ফীহাল ফাছাদা = উহাতে ফাসাদ/ দুর্নীতি / বিপর্যয়।
তারপর তারা বাড়িয়েছিল উহাতে দুর্নীতি।
৮৯:১৩
ফাসব্বা আলাইহিম রব্বুকা = তাই তাদের উপর আঘাত হানলেন তোমার রব। ছাওতা আযাবিন = শাস্তির চাবুক দ্বারা।
তাই তাদের উপর আঘাত হানলেন তোমার রব শাস্তির চাবুক দ্বারা।
৮৯:১৪
ইন্না = নিশ্চয়। রব্বাকা = তোমার রব। লাবিলমিরসাদি = ঘাঁটি পেতে আছেন।
নিশ্চয় তোমার রব ঘাঁটি পেতে আছেন।
৮৯:১৫
ফাআম্মাল ইনসানা = তারপর ইনসানের/ মানুষের ব্যাপার হলো। ইযা = যখন। মাবতালাহু = তাকে পরীক্ষা করেন। রব্বুহু = তার রব। ফাআকরামাহু = তাকে সম্মানিত করে। ওয়া না’আমাহু = ও তাকে নেয়ামত দিয়ে। ফাইয়াক্বূলূ = তখন সে বলে। রব্বী = আমার রব। আকরামানি = আমাকে সম্মানিত করেছেন।
তারপর মানুষের ব্যাপার হলো, যখন তাকে পরীক্ষা করেন তার রব তাকে সম্মানিত করে ও তাকে নেয়ামত দিয়ে, তখন সে বলে, ‘আমার রব আমাকে সম্মানিত করেছেন’।
৮৯:১৬
ওয়া আম্মা = আর। ইযা = যখন। মাবতালাহু = তাকে পরীক্ষা করেন। ফাক্বাদারা আলাইহি = তার উপর প্রাকৃতিক আইন অনুযায়ী নির্ধারিত পরিমাণমতো করে। রিযক্বাহু = তার রিযিককে/ জীবিকাকে। ফাইয়াক্বূলূ = তখন সে বলে। রব্বী = আমার রব। আহানানি = আমাকে হেয় করেছেন।
আর যখন তাকে পরীক্ষা করেন তার উপর প্রাকৃতিক আইন অনুযায়ী নির্ধারিত পরিমাণ মতো করে তার জীবিকাকে, তখন সে বলে, ‘আমার রব আমাকে হেয় করেছেন’।
৮৯:১৭
কাল্লা = কখনো না। বাল = বরং। লা তুকরিমূনাল ইয়াতীমা = তোমরা ইয়াতিম ছেলেমেয়েদেরকে সম্মান কর না।
কখনো না। বরং তোমরা ইয়াতিম ছেলেমেয়েদেরকে সম্মান কর না।
৮৯:১৮
ওয়া = আর। লা তাহাদ্দূনা = তোমরা উৎসাহিত কর না। আলা তয়ামিল মিসকীনি = মিসকীনের খাদ্য দান করার ব্যাপারে।
আর তোমরা উৎসাহিত কর না মিসকীনের খাদ্য দান করার ব্যাপারে।
৮৯:১৯
ওয়া = আর। তা’কুলূনাছ তুরাছা = তোমরা গ্রাস কর (উত্তরাধিকারীদের) উত্তরাধিকারকে। আকলাল লাম্মা = নির্বিচারে গ্রাস করে।
আর তোমরা গ্রাস কর (উত্তরাধিকারীদের) উত্তরাধিকারকে নির্বিচারে গ্রাস করে।
৮৯:২০
ওয়া = আর। তুহিব্বূনাল মালা = তোমরা মালসম্পদকে ভালবাস। হুব্বান জাম্মান = অতিমাত্রায় ভালবাসার মাধ্যমে।
আর তোমরা মালসম্পদকে ভালবাস অতিমাত্রায় ভালবাসার মাধ্যমে।
৮৯:২১
কাল্লা = কখনো না। ইযা দুক্কাতিল আরদি দাক্কান দাক্কান = যখন পৃথিবীকে চূর্ণ বিচূর্ণ করা হবে।
কখনো না। যখন পৃথিবীকে চূর্ণ বিচূর্ণ করা হবে।
৮৯:২২
ওয়া জাআ রব্বুকা = আর আসবেন তোমার রব। ওয়াল মালাকু সফফান সফফান = আর সারি সারি মালাক/ ফেরেশতা।
আর আসবেন তোমার রব আর সারি সারি ফেরেশতা।
৮৯:২৩
ওয়া জীআ ইয়াওমায়িযিন বিজাহান্নামা = আর আনা হবে সেদিন জাহান্নামকে (সবার সামনে)। ইয়াওমায়িযিন = সেদিন। ইয়াতাযাক্কারুল ইনসানু = ইনসান/ মানুষ তাযাক্কুর/ স্মরণ করবে। ওয়া আন্না লাহুয যিকরা = আর কোথায় তার জন্য যিকির/ স্মরণ (তখন উপকারী হবে?)।
আর আনা হবে সেদিন জাহান্নামকে (সবার সামনে)। সেদিন মানুষ স্মরণ করবে। আর কোথায় তার জন্য স্মরণ (তখন উপকারী হবে?)
৮৯:২৪
ইয়াক্বূলু = সে বলবে। ইয়া লায়তানী = হায়, আমার আফসোস। ক্বাদ্দামাত লিহায়াতী = যদি আমি আগেই কিছু করতাম আমার এ জীবনের জন্য।
সে বলবে, ‘হায়, আমার আফসোস, যদি আমি আগেই কিছু করতাম এ জীবনের জন্য’।
৮৯:২৫
ফাইয়াওমায়িযিন = তারপর সেদিন। লা ইউআযযিবু আযাবাহু আহাদান = তাঁর দেয়া আযাবের মত কেউ আযাব দেবে না।
তারপর সেদিন তাঁর দেয়া আযাবের মত কেউ আযাব দেবে না।
৮৯:২৬
ওয়া লা ইউছিক্বু ওয়াছাক্বাহু আহাদান = আর তাঁর দেয়া বাঁধনের মত অন্য কেউ বাঁধবে না।
আর তাঁর দেয়া বাঁধনের মত অন্য কেউ বাঁধবে না।
৮৯:২৭
ইয়া আইয়াতুহান নাফসুল মুতমায়িন্নাতু = হে প্রশান্ত নফস/ জীবনসত্তা।
হে প্রশান্ত সত্তা।
৮৯:২৮
রজীয়ী = তুমি ফিরে আস। ইলা রব্বিকি = তোমার রবের দিকে। রদিয়াতাম মারদিয়্যাতান = এ অবস্থায় যে, তুমি (তাঁর প্রতি) সন্তুষ্ট ও (তাঁর) সন্তুষ্টির পাত্র।
তুমি ফিরে আস তোমার রবের দিকে এ অবস্থায় যে, তুমি (তাঁর প্রতি) সন্তুষ্ট ও (তাঁর) সন্তুষ্টির পাত্র।
৮৯:২৯
ফাদখুলী ফী ইবাদী = সেই সাথে তুমি দাখিল হও/ প্রবেশ কর আমার বান্দাদের মধ্যে।
সেই সাথে তুমি প্রবেশ কর আমার বান্দাদের মধ্যে।
৮৯:৩০
ওয়াদখুলী জান্নাতী = আর তুমি দাখিল হও/ প্রবেশ কর আমার জান্নাতে।
আর তুমি প্রবেশ কর আমার জান্নাতে।