কুরআনান আজাবান

তৈয়াবুর রহমান গোপালগঞ্জী

Quranan Ajaban Cover

087. সূরা আলা

হে আমার প্রভু, আপনার কাছে আশ্রয় চাই শয়তানের কুমন্ত্রণা থেকে, আশ্রয় চাই এর উপস্থিতি থেকে। পরম করুনাময় ও অসীম দয়ালু সর্বশক্তিমানের নামে।

৮৭:১
ছাব্বিহিছমা রব্বিকাল আ’লা = তোমার মহান রবের নামের তাসবীহ/ পবিত্রতা প্রকাশ কর।

তোমার মহান রবের নামের তাসবীহ/ পবিত্রতা প্রকাশ কর।

৮৭:২
আল্লাযী খালাক্বা ফাছাওয়া = যিনি সৃষ্টি করেছেন তারপর সুবিন্যস্ত করেছেন।

যিনি সৃষ্টি করেছেন তারপর সুবিন্যস্ত করেছেন।

৮৭:৩
ওয়াল্লাযী ক্বাদ্দারা ফাহাদা = আর যিনি প্রাকৃতিক আইন নির্ধারণ করেছেন, তারপর হিদায়াত/ পথনির্দেশ করেছেন।

আর যিনি প্রাকৃতিক আইন নির্ধারণ করেছেন, তারপর (তার সাথে সামঞ্জস্যপূর্ণ) হিদায়াত/ পথনির্দেশ করেছেন।

৮৭:৪
ওয়াল্লাযিল আখরাজাল মারআ = আর যিনি উদ্ভিদ উৎপন্ন করেছেন।

আর যিনি উদ্ভিদ উৎপন্ন করেছেন।

৮৭:৫
ফাজাআলাহু গুছাআন আহওয়া = তারপর সেগুলোকে পরিণত করেছেন কালো খড়কুটায়।

তারপর সেগুলোকে পরিণত করেছেন কালো খড়কুটায়।

৮৭:৬
ছানুক্বরিউকা = আমরা তোমাকে পাঠ করিয়ে দেব। ফালা তানছা = সুতরাং তুমি ভুলবে না।

আমরা তোমাকে পাঠ করিয়ে দেব, সুতরাং তুমি ভুলবে না।

৮৭:৭
ইল্লা মা শাআল্লাহু = আল্লাহ যা ইচ্ছা করবেন তা ছাড়া। ইন্নাহু ইয়া’লামুল জাহরা = নিশ্চয় তিনি জানেন প্রকাশ্য ব্যাপার। ওয়া মা ইয়াখফা = আর যা তুমি কেউ গোপন করে তাও।

আল্লাহ যা ইচ্ছা করবেন তা ছাড়া। নিশ্চয় তিনি জানেন প্রকাশ্য ব্যাপার আর যা কেউ গোপন করে তাও।

৮৭:৮
ওয়া নুইয়াছছিরুকা = আর আমরা তোমাকে সহজতা দিচ্ছি। লিল ইউছরা = সহজতার জন্য।

আর আমরা তোমাকে সহজতা দিচ্ছি, সহজতার জন্য।

৮৭:৯
ফাযাক্কির = সুতরাং তুমি যিকির/ স্মরণীয় উপদেশ দাও। ইন নাফআতিয যিকরা = যদি (সংশ্লিষ্ট ব্যক্তিকে ঐ) যিকির/ স্মরণীয় উপদেশ উপকার দেয়।

সুতরাং তুমি যিকির/ স্মরণীয় উপদেশ দাও, যদি (সংশ্লিষ্ট ব্যক্তিকে ঐ) যিকির/ স্মরণীয় উপদেশ উপকার দেয়।

৮৭:১০
ছাইয়াযযাক্কারু = শীঘ্রই সে যিকির/ উপদেশ গ্রহণ করবে। মাইঁ ইয়াখশা = যে ভয় করে।

শীঘ্রই সে যিকির/ উপদেশ গ্রহণ করবে যে ভয় করে।

৮৭:১১
ওয়া ইয়াতাজান্নাবুহাল আশক্বা = আর উহাকে পাশ কাটিয়ে যাবে চরম নিরাশাক্লিষ্ট ব্যক্তি।

আর উহাকে পাশ কাটিয়ে যাবে চরম নিরাশাক্লিষ্ট ব্যক্তি।

৮৭:১২
আল্লাযী ইয়াসলান নারাল কুবরা = যে পুড়বে বড় (ভয়াবহ) আগুনে।

যে পুড়বে বড় (ভয়াবহ) আগুনে।

৮৭:১৩
ছুম্মা = তারপর। লা ইয়ামূতু ফীহা = উহাতে সে মরবেও না। ওয়া লা ইয়াহইয়া = আর সে বাঁচবেও না।

তারপর উহাতে সে মরবেও না, আর সে বাঁচবেও না।

৮৭:১৪
ক্বাদ = নিশ্চয়। আফলাহা = সে সফল হয়েছে। মান তাযাক্কা = যে নিজেকে পরিশুদ্ধ করেছে।

নিশ্চয় সে সফল হয়েছে যে নিজেকে পরিশুদ্ধ করেছে।

৮৭:১৫
ওয়া যাকারাছমা রব্বিহি = আর সে তার রবের নাম স্মরণ করেছে। ফাসল্লা = তারপর সে সালাত করেছে।

আর সে তার রবের নাম স্মরণ করেছে। তারপর সে সালাত করেছে।

৮৭:১৬
বাল = বরং। তু’ছিরূনাল হায়াতাদ দুনইয়া = তোমরা হায়াতুদ দুনিয়াকে/ পার্থিব জীবনকে অগ্রাধিকার দিচ্ছো।

বরং তোমরা হায়াতুদ দুনিয়াকে/ পার্থিব জীবনকে অগ্রাধিকার দিচ্ছো।

৮৭:১৭
ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবক্বা = অথচ আখিরাতই উত্তম ও বাকি/ স্থায়ী।

অথচ আখিরাতই উত্তম ও বাকি/ স্থায়ী।

৮৭:১৮
ইন্না = নিশ্চয়। হাযা = ইহা ছিল। লাফিস সুহুফিল উলা = পূর্ববর্তী সহীফাসমূহের মধ্যে।

নিশ্চয় ইহা ছিল পূর্ববর্তী সহীফাসমূহের মধ্যে।

৮৭:১৯
সুহুফি ইবরাহীমা ওয়া মূসা = ইবরাহীমের ও মূসার সহীফাসমূহে।

ইবরাহীমের ও মূসার সহীফাসমূহে।