কুরআনান আ'জাবান

বিস্ময়কর কুরআন

শব্দার্থ ভিত্তিক বাংলা অনুবাদ, তৈয়াবুর রহমান গোপালগঞ্জী

Quranan Ajaban Cover

083. সূরা মুতাফফিফীন

হে আমার প্রভু, আপনার কাছে আশ্রয় চাই শয়তানের কুমন্ত্রণা থেকে, আশ্রয় চাই এর উপস্থিতি থেকে। পরম করুনাময় ও অসীম দয়ালু সর্বশক্তিমানের নামে।

৮৩:১
ওয়ালুল লিল মুতাফফিফীনা = ঠকবাজদের জন্য দুর্ভোগ।

ঠকবাজদের জন্য দুর্ভোগ।

৮৩:২
আল্লাযীনা = যারা। ইযাকতালূ আলান্নাছি = এমন যে, যখন তারা মানুষের থেকে মেপে নেয়। ইয়াছতাওফূনা = তখন তারা পুরো নেয়।

যারা এমন যে, যখন তারা মানুষের থেকে মেপে নেয়, তখন তারা পুরো নেয়।

৮৩:৩
ওয়া = আর। ইযা কালূহুম = যখন তারা তাদেরকে মেপে দেয়। আও = অথবা। ওয়াযানূহুম = তাদেরকে ওযন করে দেয়। ইউখছিরূনা = তখন তারা তাদেরকে ক্ষতিগ্রস্ত করে।

আর যখন তারা তাদেরকে মেপে দেয় অথবা তাদেরকে ওযন করে দেয়, তখন তারা তাদেরকে ক্ষতিগ্রস্ত করে।

৮৩:৪
আলা ইয়াযুন্নু উলায়িকা = উহারা কি অনুমান করে না। আন্নাহুম মাবউছূনা = যে, তারা পুনরুত্থিত হবে।

উহারা কি অনুমান করে না যে, তারা পুনরুত্থিত হবে?

৮৩:৫
লিইয়াওমিন আযীমিন = এক মহাদিবসে।

এক মহাদিবসে।

৮৩:৬
ইয়াওমা = যেদিন। ইয়াক্বূমুন্নাছু = মানুষ কিয়াম করবে/ দাঁড়াবে। লিরব্বিল আলামীনা = রব্বুল আলামীনের সামনে।

যেদিন মানুষ কিয়াম করবে/ দাঁড়াবে রব্বুল আলামীনের সামনে।

৮৩:৭
কাল্লা = কখনো না। ইন্না = নিশ্চয়। কিতাবাল ফুজ্জারি = পাপীদের কিতাব/ আমলনামা। লাফী সিজ্জীনিন = সিজ্জীনে আছে।

কখনো না। নিশ্চয় পাপীদের কিতাব/ আমলনামা সিজ্জীনে আছে।

৮৩:৮
ওয়া মা আদরাকা মা সিজ্জীনুন = আর তুমি কী জান, সিজ্জীন কী?

আর তুমি কী জান, সিজ্জীন কী?

৮৩:৯
কিতাবুম মারক্বূমুন = চিহ্নিত কিতাব/ আমলনামা।

চিহ্নিত কিতাব/ আমলনামা।

৮৩:১০
ওয়ায়লুইঁ ইয়াওমায়িযিল লিল মুকাযযিবীনা = দুর্ভোগ সেদিন মিথ্যা সাব্যস্তকারীদের জন্য।

দুর্ভোগ সেদিন মিথ্যা সাব্যস্তকারীদের জন্য।

৮৩:১১
আল্লাযীনা = যারা। ইউকাযযিবূনা বিইয়াওমিদ দ্বীনি = ইয়াওমুদ দ্বীনকে/ বিচার দিবসকে মিথ্যা সাব্যস্ত করে।

যারা ইয়াওমুদ দ্বীনকে/ বিচার দিবসকে মিথ্যা সাব্যস্ত করে।

৮৩:১২
ওয়া মা ইউকাযযিবু বিহী = আর কেউ উহাকে মিথ্যা সাব্যস্ত করে না। ইল্লা কুল্লু মু’তাদিন আছীমিন = প্রত্যেক সীমালংঘনকারী পাপী ছাড়া।

আর কেউ উহাকে মিথ্যা সাব্যস্ত করে না প্রত্যেক সীমালংঘনকারী পাপী ছাড়া।

৮৩:১৩
ইযা তুতলা আলাইহি আয়াতুনা = যখন তিলাওয়াত/ পাঠ করা হয় তার সামনে আমাদের আয়াতসমূহ। ক্বলা = তখন সে বলে। আছাত্বীরুল আওয়ালীনা = এসব আগের কালের লোকদের উপকথা।

যখন তিলাওয়াত/ পাঠ করা হয় তার সামনে আমাদের আয়াতসমূহ, তখন সে বলে, ‘এসব আগের কালের লোকদের উপকথা’।

৮৩:১৪
কাল্লা = কখনো না। বাল = বরং। রনা আলা ক্বুলূবিহিম = তাদের কলবসমূহের উপর মরিচা পড়েছে। মা কানূ ইয়াকছিবূনা = তারা যা (= যে পাপ) উপার্জন করেছিল উহার মাধ্যমে।

কখনো না। বরং তাদের কলবসমূহের উপর মরিচা পড়েছে, তারা যা (= যে পাপ) উপার্জন করেছিল উহার মাধ্যমে।

৮৩:১৫
কাল্লা = কখনো না। ইন্নাহুম = নিশ্চয় তারা। আর রব্বিহিম = তাদের রবের থেকে। ইয়াওমায়িযিন = সেদিন। লামাহজূবূনা = মাহজুব/ হিজাবের অন্তরালে থেকে যাবে।

কখনো না। নিশ্চয় তারা তাদের রবের থেকে (= রবের আলোক ও অনুগ্রহ থেকে) সেদিন মাহজূব/ হিজাবের অন্তরালে থেকে যাবে।

৮৩:১৬
ছুম্মা = তারপর। ইন্নাহুম = নিশ্চয় তারা। লাসলুল জাহীমি = জাহীমে (= জাহান্নামে) পুড়বেই।

তারপর নিশ্চয় তারা জাহীমে (= জাহান্নামে) পুড়বেই।

৮৩:১৭
ছুম্মা = তারপর। ইউক্বালু = তাদেরকে বলা হবে। হাযাল্লাযী কুনতুম বিহী তুকাযযিবূনা = ইহাই উহা যাহাকে তোমরা মিথ্যা সাব্যস্ত করতে।

তারপর তাদেরকে বলা হবে, ইহাই উহা যাহাকে তোমরা মিথ্যা সাব্যস্ত করতে।

৮৩:১৮
কাল্লা = কখনো না। ইন্না = নিশ্চয়। কিতাবাল আবরারি = সৎকর্মশীলদের কিতাব/ আমলনামা। লাফী ইল্লিয়্যূনা = ইল্লিয়্যূনে থাকবে।

কখনো না। নিশ্চয় সৎকর্মশীলদের কিতাব/ আমলনামা ইল্লিয়্যূনে থাকবে।

৮৩:১৯
ওয়া মা আদরাকা = আর তুমি কী জান। মা ইল্লিয়্যূনা = ইল্লিয়্যূন কী?

আর তুমি কী জান, ইল্লিয়্যূন কী?

৮৩:২০
কিতাবুম মারক্বূমুন = চিহ্নিত কিতাব/ আমলনামা।

চিহ্নিত কিতাব/ আমলনামা।

৮৩:২১
ইয়াশহাদুহুল মুক্বাররবূনা = উহার সাক্ষী থাকছে নিকটবর্তীগণ (= ফেরেশতাগণ)।

উহার সাক্ষী থাকছে নিকটবর্তীগণ (= ফেরেশতাগণ)।

৮৩:২২
ইন্নাল আবরারা = নিশ্চয় সৎকর্মশীলগণ। লাফী নায়ীমিন = নায়ীমে/ নেয়ামতের মধ্যে থাকবে।

নিশ্চয় সৎকর্মশীলগণ নায়ীমে/ নেয়ামতের মধ্যে থাকবে।

৮৩:২৩
আলাল আরায়িকি = উচ্চাসনসমূহের উপর আসীন হয়ে। ইয়ানযুরূনা = তারা লক্ষ্য করবে।

উচ্চাসনসমূহের উপর আসীন হয়ে তারা লক্ষ্য করবে।

৮৩:২৪
তা’রিফূ ফী উজূহিহিম = তুমি তাদের চেহারায়/ মুখমন্ডলে অবলোকন করবে। নাদরাতাম নায়ীমি = নেয়ামতের উজ্জলতা।

তুমি তাদের চেহারায়/ মুখমন্ডলে অবলোকন করবে নেয়ামতের উজ্জলতা।

৮৩:২৫
ইউছক্বাওনা = তাদেরকে পান করানো হবে। মির রাহীক্বিম মাখতূমিন = রাহীকুম মাখতূম/ মোহর করা বিশুদ্ধ পানীয় থেকে।

তাদেরকে পান করানো হবে রাহীকুম মাখতূম/ মোহর করা বিশুদ্ধ পানীয় থেকে।

৮৩:২৬
খিতামুহূ মিছকুন = উহার মোহর হবে মিশকের/ কস্তুরির। ওয়া ফী যালিকা = আর উহার ক্ষেত্রে। ফালইয়াতানাফাছিল মুতানাফিছূনা = প্রতিযোগীগণ প্রতিযোগিতা করুক।

উহার মোহর হবে মিশকের/ কস্তুরির। আর উহার ক্ষেত্রে প্রতিযোগীগণ প্রতিযোগিতা করুক।

৮৩:২৭
ওয়া মিযাজুহু মিন তাসনীমিন = আর উহার মিশ্রণ হবে তাসনীমের।

আর উহার মিশ্রণ হবে তাসনীমের।

৮৩:২৮
আইনাই ইয়াশরাবু বিহাল মুক্বাররবূনা = উহা একটি ঝর্ণা, উহা থেকে পান করবে নিকটবর্তীগণ।

উহা একটি ঝর্ণা, উহা থেকে পান করবে নিকটবর্তীগণ।

৮৩:২৯
ইন্নাল্লাযীনা আযরামূ = নিশ্চয় যারা অপরাধ করেছিল। কানূ মিনাল্লাযীনা আমানূ ইয়াদহাকূনা = তারা তো যারা ঈমান/ বিশ্বাস করেছিল তাদের প্রতি ঠাট্টা-বিদ্রূপ করতো।

নিশ্চয় যারা অপরাধ করেছিল তারা তো যারা ঈমান/ বিশ্বাস করেছিল তাদের প্রতি ঠাট্টা-বিদ্রূপ করতো।

৮৩:৩০
ওয়া ইযা মাররূ বিহিম = আর যখন তারা অতিক্রম করতো তাদের পাশ দিয়ে। ইয়াতাগাযূনা = তখন তারা কটাক্ষ করতো।

আর যখন তারা অতিক্রম করতো তাদের পাশ দিয়ে, তখন তারা কটাক্ষ করতো।

৮৩:৩১
ওয়া ইযানক্বালাবূ = আর যখন তারা ফিরে যেত। ইলা আহলিহিমুনক্বালাবূ = তাদের আহালের/ পরিবার পরিজনের কাছে, তখন তারা ফিরে যেত। ফাকিহীনা = উৎফুল্ল অবস্থায়।

আর যখন তারা ফিরে যেত তাদের আহালের/ পরিবার পরিজনের কাছে, তখন তারা ফিরে যেত উৎফুল্ল অবস্থায়।

৮৩:৩২
ওয়া ইযা রআওহুম = আর যখন তারা তাদেরকে দেখতো। ক্বলূ = তখন তারা বলতো। ইন্না হাউলায়ি = নিশ্চয় এসব লোক। লাদল্লূনা = পথভ্রষ্ট।

আর যখন তারা তাদেরকে দেখতো, তখন তারা বলতো, ‘নিশ্চয় এসব লোক পথভ্রষ্ট।

৮৩:৩৩
ওয়া মা উরছিলু = অথচ তাদেরকে পাঠানো হয়নি। আলাইহিম = তাদের ব্যাপারে। হাফিযীনা = হেফাযতকারী/ তত্ত্বাবধায়কস্বরূপ।

অথচ তাদেরকে পাঠানো হয়নি তাদের ব্যাপারে হেফাযতকারী/ তত্ত্বাবধায়করূপে।

৮৩:৩৪
ফালইয়াওমাল্লাযীনা আমানূ = সুতরাং আজ যারা ঈমান/ বিশ্বাস করেছিল তারা। মিনাল কুফফারি = কাফিরদের সাথে। ইয়াদহাকূনা = ঠাট্টা-বিদ্রূপ করবে।

সুতরাং আজ যারা ঈমান/ বিশ্বাস করেছিল তারা কাফিরদের সাথে ঠাট্টা-বিদ্রূপ করবে।

৮৩:৩৫
আলাল আরায়িকি = উচ্চাসনসমূহের উপর আসীন হয়ে। ইয়ানযুরূনা = তারা লক্ষ্য করবে।

উচ্চাসনসমূহের উপর আসীন হয়ে তারা লক্ষ্য করবে।

৮৩:৩৬
হাল ছুভভিবাল কুফফারু = কাফিরগণ উহার প্রতিফল পেয়েছে কি। মা কানূ ইয়াফআলূনা = যা তারা করতো।

কাফিরগণ উহার প্রতিফল পেয়েছে কি যা তারা করতো?