৮২:১
ইযাছ ছামাউনফাতারাত = যখন আকাশ ফেটে যাবে।
যখন আকাশ ফেটে যাবে।
৮২:২
ওয়া ইযাল কাওয়াকিবুন তাছারাত = আর যখন গ্রহসমূহ বিক্ষিপ্ত হবে।
আর যখন গ্রহসমূহ বিক্ষিপ্ত হবে।
৮২:৩
ওয়া ইযাল বিহারু ফুজ্জিরাত = আর যখন সাগরকে বিদীর্ণ করা হবে।
আর যখন সাগরকে বিদীর্ণ করা হবে।
৮২:৪
ওয়া ইযাল ক্বুবূরু বু’ছিরাত = আর যখন কবরসমূহকে উন্মোচিত করা হবে।
আর যখন কবরসমূহকে উন্মোচিত করা হবে।
৮২:৫
আলিমাত নাফসুন = আর প্রত্যেক ব্যক্তি জানবে। মা ক্বাদ্দামাত ওয়া আখখারাত = যা সে আগে করেছে আর যা সে পিছনে রেখে এসেছে (= ক্রিয়া ও তার প্রতিক্রিয়া)।
আর প্রত্যেক ব্যক্তি জানবে যা সে আগে করেছে আর যা সে পিছনে রেখে এসেছে (= ক্রিয়া ও তার প্রতিক্রিয়া)।
৮২:৬
ইয়া আইয়ুহাল ইনসানু = ও মানুষ। মা গাররাকা বিরব্বিকাল কারীমি = কিসে তোমাকে ধোঁকায় ফেলে দিয়েছে তোমার সুমহৎ রবের সম্বন্ধে?
হে ইনসান/ মানুষ, কিসে তোমাকে ধোঁকায় ফেলে দিয়েছে তোমার সুমহৎ রবের সম্বন্ধে?
৮২:৭
আল্লাযী = যিনি। খালাক্বাকা = তোমাকে সৃষ্টি করেছেন। ফাছাওওয়াকা = তারপর তোমাকে সুবিন্যস্ত করেছেন। ফাআদালাকা = তারপর তোমাকে ভারসাম্যপূর্ণ করেছেন।
যিনি তোমাকে সৃষ্টি করেছেন, তারপর তোমাকে সুবিন্যস্ত করেছেন, তারপর তোমাকে ভারসাম্যপূর্ণ করেছেন।
৮২:৮
ফী আইয়ি সূরাতিন = যে সুরতে/ আকৃতিতে। মা শাআ = তিনি ইচ্ছা করেছেন। রক্কাবাকা = তোমাকে গঠন করেছেন।
যে সুরতে/ আকৃতিতে তিনি ইচ্ছা করেছেন, তোমাকে গঠন করেছেন।
৮২:৯
কাল্লা = কখনো না। বাল = বরং। তুকাযযিবূনা = তোমরা মিথ্যা সাব্যস্ত করছো। বিদ দ্বীনি = দ্বীনকে/ সঠিক জীবনব্যবস্থাকে।
কখনো না। বরং তোমরা মিথ্যা সাব্যস্ত করছো দ্বীনকে/ সঠিক জীবনব্যবস্থাকে।
৮২:১০
ওয়া = আর। ইন্না = নিশ্চয়। আলাইকুম = তোমাদের উপর আছে। লাহাফিযূনা = হেফাযতকারীগণ।
আর নিশ্চয় তোমাদের উপর আছে হেফাযতকারীগণ।
৮২:১১
কিরামান কাতিবীনা = কিরামান কাতিবীন/ সম্মানিত লেখকগণ।
কিরামান কাতিবীন/ সম্মানিত লেখকগণ।
৮২:১২
ইয়া’লামূনা = তারা জানে। মা তাফআলূনা = যা তোমরা কর।
তারা জানে যা তোমরা কর।
৮২:১৩
ইন্নাল আবরারা = নিশ্চয় আবরার/ সৎকর্মশীলগণ। লাফী নায়ীমি = নায়ীমে/ নেয়ামতে থাকবে।
নিশ্চয় আবরার/ সৎকর্মশীলগণ নায়ীমে/ নেয়ামতে থাকবে।
৮২:১৪
ওয়া ইন্নাল ফুজ্জারা = আর নিশ্চয় পাপীগণ। লাফী জাহীমিন = জাহীমে (= জাহান্নামে) থাকবে।
আর নিশ্চয় পাপীগণ জাহীমে (= জাহান্নামে) থাকবে।
৮২:১৫
ইয়াসলাওনাহা = তারা উহাতে প্রবেশ করবে। ইয়াওমাদ দ্বীনি = ইয়াওমুদ দ্বীনে/ বিচার দিবসে।
তারা উহাতে প্রবেশ করবে ইয়াওমুদ দ্বীনে/ বিচার দিবসে।
৮২:১৬
ওয়া মা হুম আনহা বিগায়িবীনা = আর তারা উহা থেকে গায়েব/ অনুপস্থিত থাকতে পারবে না।
আর তারা উহা থেকে গায়েব/ অনুপস্থিত থাকতে পারবে না।
৮২:১৭
ওয়া মা আদরাকা = তুমি কী জান। মা ইয়াওমুদ দ্বীনি = ইয়াওমুদ দ্বীন/ বিচার দিবস কী?
তুমি কী জান, ইয়াওমুদ দ্বীন/ বিচার দিবস কী?
৮২:১৮
ছুম্মা = আবার (বলি)। মা আদরাকা = তুমি কী জান। মা ইয়াওমুদ দ্বীনি = ইয়াওমুদ দ্বীন/ বিচার দিবস কী?
আবার (বলি), তুমি কী জান, ইয়াওমুদ দ্বীন/ বিচার দিবস কী?
৮২:১৯
ইয়াওমা = সেদিন। লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইয়ান = সক্ষম হবে না কোন ব্যক্তি অন্য কোন ব্যক্তির জন্য কিছু করতে। ওয়াল আমরু = আর আমর/ আদেশ/ কার্যক্রম। ইয়াওমায়িযিন = সেদিন। লিল্লাহি = আল্লাহরই আয়ত্তে থাকবে।
সেদিন সক্ষম হবে না কোন ব্যক্তি কোন ব্যক্তির জন্য কিছু করতে, আর আমর/ আদেশ/ কার্যক্রম সেদিন আল্লাহরই আয়ত্তে থাকবে।