কুরআনান আ'জাবান

বিস্ময়কর কুরআন

শব্দার্থ ভিত্তিক বাংলা অনুবাদ, তৈয়াবুর রহমান গোপালগঞ্জী

Quranan Ajaban Cover

081. সূরা তাকভীর

হে আমার প্রভু, আপনার কাছে আশ্রয় চাই শয়তানের কুমন্ত্রণা থেকে, আশ্রয় চাই এর উপস্থিতি থেকে। পরম করুনাময় ও অসীম দয়ালু সর্বশক্তিমানের নামে।

৮১:১
ইযাশ শামছু কুভভিরাত = যখন সূর্যকে গুটানো হবে।

যখন সূর্যকে গুটানো হবে।

৮১:২
ওয়া ইযান নুজূমুনকাদারাত = আর যখন নক্ষত্রগুলো ইতস্তত বিক্ষিপ্ত হবে।

আর যখন নক্ষত্রগুলো ইতস্তত বিক্ষিপ্ত হবে।

৮১:৩
ওয়া ইযাল জিবালু ছুইয়িরাত = আর যখন পাহাড়সমূহকে চালিয়ে দেয়া হবে।

আর যখন পাহাড়সমূহকে চালিয়ে দেয়া হবে।

৮১:৪
ওয়া ইযাল ইশারু উত্তিলাত = আর যখন দশ মাসের গর্ভবতী উটনীকে উপেক্ষা করা হবে।

আর যখন দশ মাসের গর্ভবতী উটনীকে উপেক্ষা করা হবে।

৮১:৫
ওয়া ইযাল উহূশু হুশশিরাত = আর যখন বন্য পশুদেরকে সমবেত করা হবে।

আর যখন বন্য পশুদেরকে সমবেত করা হবে।

৮১:৬
ওয়া ইযাল বিহারু ছুজজিরাত = আর যখন সাগরকে প্রজ্জলিত করা হবে।

আর যখন সাগরকে প্রজ্জলিত করা হবে।

৮১:৭
ওয়া ইযান নুফূসু যুভভিযাত = আর যখন নফসসমূহকে/ প্রাণসমূহকে (দেহের সাথে) জুড়ে দেয়া হবে।

আর যখন প্রাণসমূহকে জুড়ে দেয়া হবে।

৮১:৮
ওয়া ইযাল মাওঊদাতু ছুয়িলাত = আর যখন জীবন্ত পুঁতে ফেলা কন্যাকে জিজ্ঞাসা করা হবে।

আর যখন জীবন্ত পুঁতে ফেলা কন্যাকে জিজ্ঞাসা করা হবে।

৮১:৯
বিআইয়ি যামবিন ক্বুতিলাত = কোন অপরাধে তাকে কতল/ হত্যা করা হয়েছে।

কোন অপরাধে তাকে হত্যা করা হয়েছে?

৮১:১০
ওয়া ইযাস সুহূফু নুশিরাত = আর যখন সহীফাসমূহ/ আমলনামাসমূহ উন্মোচিত করা হবে।

আর যখন আমলনামাসমূহ উন্মোচিত করা হবে।

৮১:১১
ওয়া ইযাছ ছামাউ কুশিতাত = আর যখন আকাশকে অন্তরালমুক্ত করা হবে।

আর যখন আকাশকে অন্তরালমুক্ত করা হবে।

৮১:১২
ওয়া ইযাল জাহীমু ছু’য়িরাত = আর যখন জাহীমকে (= জাহান্নামকে) উত্তপ্ত করা হবে।

আর যখন জাহান্নামকে উত্তপ্ত করা হবে।

৮১:১৩
ওয়া ইযাল জান্নাতু উযলিফাত = আর যখন জান্নাতকে নিকটবর্তী করা হবে।

আর যখন জান্নাতকে নিকটবর্তী করা হবে।

৮১:১৪
আলিমাত নাফসুন = তখন প্রত্যেক ব্যক্তি জানবে। মা আহদারাত = সে কী উপস্থিত করেছে।

তখন প্রত্যেক ব্যক্তি জানবে সে কী উপস্থিত করেছে।

৮১:১৫
ফালা উক্বছিমু বিল খুন্নাছি = সুতরাং না। আমি কসম করছি খুন্নাসের/ পশ্চাদপসরনকারী (নক্ষত্র) এর।

সুতরাং না। আমি কসম করছি পশ্চাদপসরনকারী (নক্ষত্র) এর।

৮১:১৬
আল জাওয়ারিল কুন্নাছি = যা চলমান ও কুন্নাছ/ অদৃশ্যমান।

যা চলমান ও অদৃশ্যমান।

৮১:১৭
ওয়াল লাইলি = আর রাতের। ইযা আছআছা = যখন তা বিদায় নেয়।

আর রাতের, যখন তা বিদায় নেয়।

৮১:১৮
ওয়াছ ছুবহি = আর সোবহের/ প্রভাতের। ইযা তানাফফাছা = যখন তা শ্বাস নেয়।

আর প্রভাতের, যখন তা শ্বাস নেয়।

৮১:১৯
ইন্নাহু = নিশ্চয় উহা (= আল কুরআন)। লাক্বাওলু রাসূলিন কারীমিন = রসূলে করীমের/ সম্মানিত রসূলের (বাহিত) বাণী।

নিশ্চয় সেটা (= আল কুরআন) সম্মানিত বার্তাবাহকের বাণী।

৮১:২০
যী ক্বুওওয়াতিন = যে শক্তিশালী। ইনদা যিল আরশি = আরশের অধিকারীর কাছে। মাকীনিন = মর্যাদাসম্পন্ন।

যে শক্তিশালী, আরশের অধিকারীর কাছে মর্যাদাসম্পন্ন।

৮১:২১
মুতায়িন = তার ইতায়াত/ আনুগত্য করা হয়। ছাম্মা = সেখানে। আমীনিন = সে বিশ্বস্ত।

তার আনুগত্য করা হয়, সেখানে সে বিশ্বস্ত।

৮১:২২
ওয়া মা সহিবকুম বিমাজনূনিন = আর তোমাদের সঙ্গী মজনুন/ জিনগ্রস্ত / পাগল নয়।

আর তোমাদের সঙ্গী পাগল নয়।

৮১:২৩ এর শব্দার্থ: ওয়া = আর। লাক্বাদ = নিশ্চয়। রআহু = সে তাকে দেখেছে। বিল উফুক্বিল মুবীনি = স্পষ্ট দিগন্তে।

আর নিশ্চয় সে তাকে দেখেছে স্পষ্ট দিগন্তে।

৮১:২৪
ওয়া মা হুয়া আলাল গায়বি বিদনীনিন = আর সে গায়েবের / অদৃশ্যের (তথ্য প্রকাশের) ব্যাপারে কৃপণ নয়।

আর সে অদৃশ্যের (তথ্য প্রকাশের) ব্যাপারে কৃপন নয়।

৮১:২৫
ওয়া মা হুয়া বিক্বাওলি শায়তানির রজীমিন = আর উহা (= আল কুরআন) কোন বিতাড়িত শয়তানের বাণী নয়।

আর সেটা (= আল কুরআন) কোন বিতাড়িত শয়তানের বাণী নয়।

৮১:২৬
ফাআয়না তাযহাবূনা = সুতরাং কোন মাযহাবে/ যাওয়ার পথে তোমরা চলে যাচ্ছো?

সুতরাং কোন পথে তোমরা চলে যাচ্ছো?

৮১:২৭
ইন হুয়া ইল্লা যিকরুল লিল আলামীনা = উহা (= আল কুরআন) কিছু নয়, যিকরুল্লিল আলামীন/ বিশ্ববাসীর জন্য যিকির (স্মরণিকা/ স্মরণীয় উপদেশ/ সংবিধান) ছাড়া।

এটা (= আল কুরআন) কিছু নয়, বিশ্ববাসীর জন্য স্মরণিকা/ স্মরণীয় উপদেশ ছাড়া।

৮১:২৮
লিমান শাআ মিনকুম আইঁ ইয়াছতাক্বীমা = তোমাদের মধ্য থেকে তার জন্য যে ইচ্ছা করে সরল সঠিক পথে চলতে।

তোমাদের মধ্য থেকে তার জন্য যে ইচ্ছা করে সরল সঠিক পথে চলতে।

৮১:২৯
ওয়া মা তাশাঊনা = আর তোমরা ইচ্ছা করবে না। ইল্লা আইঁ ইয়াশাআল্লাহু রব্বুল আলামীনা = আল্লাহ রব্বুল আলামীন ইচ্ছা করা ছাড়া।

আর তোমরা ইচ্ছা করবে না মহাবিশ্বের প্রতিপালনকারী আল্লাহর ইচ্ছা করা ছাড়া।