কুরআনান আ'জাবান

বিস্ময়কর কুরআন

শব্দার্থ ভিত্তিক বাংলা অনুবাদ, তৈয়াবুর রহমান গোপালগঞ্জী

Quranan Ajaban Cover

078. সূরা নাবা

হে আমার প্রভু, আপনার কাছে আশ্রয় চাই শয়তানের কুমন্ত্রণা থেকে, আশ্রয় চাই এর উপস্থিতি থেকে। পরম করুনাময় ও অসীম দয়ালু সর্বশক্তিমানের নামে।

৭৮:১
আম্মা ইয়াতাছাআলূনা = কোন বিষয়ে তারা পরস্পরকে জিজ্ঞাসা করছে?

কোন বিষয়ে তারা পরস্পরকে জিজ্ঞাসা করছে?

৭৮:২
আনিন নাবায়িল আযীমি = মহা সংবাদের ব্যাপারেই কি?

মহা সংবাদের ব্যাপারেই কি?

৭৮:৩
আল্লাযী হুম ফীহি = যে বিষয়ে তারা। মুখতালিফূনা = ইখতিলাফকারী/ মতভেদকারী।

যে বিষয়ে তারা মতভেদকারী।

৭৮:৪
কাল্লা = কখনো নয়। ছাইয়া’লামূনা = শীঘ্রই তারা জানতে পারবে।

কখনো নয়। শীঘ্রই তারা জানতে পারবে।

৭৮:৫
ছুম্মা = আবার (বলি)। কাল্লা = কখনো নয়। ছাইয়া’লামূনা = শীঘ্রই তারা জানতে পারবে।

আবার (বলি), কখনো নয়। শীঘ্রই তারা জানতে পারবে।

৭৮:৬
আলাম নাজআলিল আরদা মিহাদান = আমরা কি স্থাপন করিনি পৃথিবীকে দোলনাস্বরূপ।

আমরা কি স্থাপন করিনি পৃথিবীকে দোলনাস্বরূপ?

৭৮:৭
ওয়াল জিবালা আওতাদান = আর পাহাড়সমূহকে কীলকস্বরূপ/ পেরেকস্বরূপ?

আর পাহাড়সমূহকে কীলকস্বরূপ?

৭৮:৮
ওয়া খালাক্বনাকুম আযওয়াজান = আর আমরা তোমাদেরকে সৃষ্টি করেছি জোড়ারূপে (= নারী ও পুরুষে বিভক্ত করে)।

আর আমরা তোমাদেরকে সৃষ্টি করেছি জোড়ারূপে।

৭৮:৯
ওয়া জাআলনা নাওমাকুম ছুবাতান = আর আমরা বানিয়েছি তোমাদের ঘুমকে বিশ্রামরূপে।

আর আমরা বানিয়েছি তোমাদের ঘুমকে বিশ্রামস্বরূপ।

৭৮:১০
ওয়া জাআলনাল লায়লা লিবাছান = আর আমরা বানিয়েছি রাতকে পোশাকস্বরূপ।

আর আমরা বানিয়েছি রাতকে পোশাকস্বরূপ।

৭৮:১১
ওয়া জাআলনান নাহারা মাআশান = আর আমরা বানিয়েছি দিনকে জীবিকা অর্জনের সময়।

আর আমরা বানিয়েছি দিনকে জীবিকা অর্জনের সময়।

৭৮:১২
ওয়া বানায়না ফাওক্বাকুম ছাবআন শিদাদান = আর আমরা বানিয়েছি তোমাদের উপর মজবুত সাত (আকাশ)।

আর আমরা বানিয়েছি তোমাদের উপর মজবুত সাত (আকাশ)।

৭৮:১৩
ওয়া জাআলনা ছিরাজাওঁ ওয়াহহাজা = আর আমরা বানিয়েছি সূর্যকে উজ্জল।

আর আমরা বানিয়েছি সূর্যকে উজ্জল।

৭৮:১৪
ওয়া আনযালনা মিনাল মু’সিরাতি মাআন ছাজ্জাজান = আর আমরা নাযিল/ বর্ষণ করেছি মেঘমালা থেকে প্রচুর (বৃষ্টির) পানি।

আর আমরা বর্ষণ করেছি মেঘমালা থেকে প্রচুর (বৃষ্টির) পানি।

৭৮:১৫
লিনুখরিজা বিহী হাব্বান ওয়া নাবাতান = উহা দ্বারা শস্য ও উদ্ভিদ বের করার জন্য।

উহা দ্বারা শস্য ও উদ্ভিদ বের করার জন্য।

৭৮:১৬
ওয়া জান্নাতিন আলফাফান = আর ঘন নিবিড় বাগানসমূহ (তৈরির জন্য)।

আর ঘন নিবিড় বাগানসমূহ (তৈরির জন্য)।

৭৮:১৭
ইন্না = নিশ্চয়। ইয়াওমাল ফাসলি = ফয়সালার দিন। কানা মীক্বাতান = হলো মীকাত/ নির্ধারিত সময়সীমা।

নিশ্চয় ফয়সালার দিন হলো নির্ধারিত সময়সীমা।

৭৮:১৮
ইয়াওমা = সেদিন। ইনফাখু ফিস সূরি = শিঙ্গায় ফুঁ দেয়া হবে। ফাতা’তূনা আফাওয়াজান = তারপর তোমরা আসবে দলে দলে।

সেদিন শিঙ্গায় ফুঁ দেয়া হবে। তারপর তোমরা আসবে দলে দলে।

৭৮:১৯
ওয়া = আর। ফুতিহাতিছ ছামাউ = আকাশ খুলে দেয়া হবে। ফাকানাত আবওয়াবান = তারপর তা হয়ে যাবে দরজা আর দরজা।

আর আকাশ খুলে দেয়া হবে। তারপর তা হয়ে যাবে দরজা আর দরজা।

৭৮:২০
ওয়া = আর। ছুইয়িরাতিল জিবালু = চালিয়ে দেয়া হবে পাহাড়সমূহকে। ফাকানাত ছারাবান = তারপর তা হয়ে যাবে মরিচিকা।

আর চালিয়ে দেয়া হবে পাহাড়সমূহকে। তারপর তা হয়ে যাবে মরিচিকা।

৭৮:২১
ইন্না = নিশ্চয়। জাহান্নামা = জাহান্নাম। কানা = হলো। মিরসাদান = একটি ফাঁদ।

নিশ্চয় জাহান্নাম হলো একটি ফাঁদ।

৭৮:২২
লিত তগীনা মাআবান = সীমালংঘনকারীদের জন্য প্রত্যাবর্তনস্থল/ ফিরে যাবার জায়গা।

সীমালংঘনকারীদের জন্য প্রত্যাবর্তনস্থল।

৭৮:২৩
লাবিছীনা ফীহা আহক্বাবান = তারা উহাতে অবস্থান করবে যুগ যুগ ধরে।

তারা উহাতে অবস্থান করবে যুগ যুগ ধরে।

৭৮:২৪
লা ইয়াযুক্বূনা ফীহা বারদান ওয়া লা শারাবান = তারা উহাতে স্বাদ আস্বাদন করবে না কোন স্বস্তিকর ঠান্ডা কিছুর আর কোন পানীয়েরও না।

তারা উহাতে স্বাদ আস্বাদন করবে না কোন স্বস্তিকর ঠান্ডা কিছুর আর কোন পানীয়েরও না।

৭৮:২৫
ইল্লা হামীমান ওয়া গাছছাক্বান = ফুটন্ত পানির ও কুয়াশাচ্ছন্ন ঠান্ডা পানির ছাড়া।

ফুটন্ত পানির আর কুয়াশাচ্ছন্ন ঠান্ডা পানির ছাড়া।

৭৮:২৬
জাযাআওঁ ভিফাকান = উপযুক্ত প্রতিফল।

উপযুক্ত প্রতিফল।

৭৮:২৭
ইন্নাহুম কানূ লা ইয়ারজূনা হিসাবান = নিশ্চয় তারা হিসাবের আশা করতো না।

নিশ্চয় তারা হিসাবের আশা করতো না।

৭৮:২৮
ওয়া কাযযাবূ বিআয়াতিনা কিযযাবান = আর আমাদের আয়াতসমূহকে তারা মিথ্যা সাব্যস্ত করতো।

আর আমাদের আয়াতসমূহকে তারা মিথ্যা সাব্যস্ত করতো।

৭৮:২৯
ওয়া কুল্লা শাইয়িন = আর সবকিছুকে। আহসয়নাহু কিতাবান = আমরা গুণে রেখেছিলাম লিখিত আকারে।

আর সবকিছুকে আমরা গুণে রেখেছিলাম লিখিত আকারে।

৭৮:৩০
ফাযূক্বূ = সুতরাং তোমরা স্বাদ আস্বাদন কর। ফালান নাযীদাকুম = তারপর আমরা তোমাদেরকে কিছুই বাড়িয়ে দেবো না। ইল্লা আযাবান = আযাব/ শাস্তি ছাড়া।

সুতরাং তোমরা স্বাদ আস্বাদন কর। তারপর আমরা তোমাদেরকে কিছুই বাড়িয়ে দেবো না শাস্তি ছাড়া।

৭৮:৩১
ইন্না = নিশ্চয়। লিল মুত্তাক্বীনা = মুত্তাকীদের/ আল্লাহভীরুদের জন্য আছে। মাফাযান = সফলতার স্থান।

নিশ্চয় স্রষ্টা সচেতনদের জন্য আছে সফলতার স্থান।

৭৮:৩২
হাদায়িক্বা ওয়া আ’নাবান = বাগ বাগিচা ও আঙ্গুর।

বাগ বাগিচা ও আঙ্গুর।

৭৮:৩৩
ওয়া কাওয়িবা আতরাবান = আর সমবয়সী স্ফীতবক্ষ তরুণীরা।

আর সমবয়সী স্ফীতবক্ষ তরুণীরা।

৭৮:৩৪
ওয়া কা’ছান দিহাক্বান = আর ভরা পানপাত্র।

আর ভরা পানপাত্র।

৭৮:৩৫
লা ইয়াছমাঊনা ফীহা = উহাতে তারা শুনবে না। লাগওয়ান = কোন অযথা কথা। ওয়া লা কিযযাবান = আর কোন মিথ্যা কথাও না।

উহাতে তারা শুনবে না কোন অযথা কথা আর কোন মিথ্যা কথাও না।

৭৮:৩৬
জাযাআম মির রব্বিকা = তোমার রবের পক্ষ থেকে প্রতিফল। আতাআন হিসাবান = আর হিসাবকৃত দান।

তোমার রবের পক্ষ থেকে প্রতিফল আর হিসাবকৃত দান।

৭৮:৩৭
রব্বিছ ছামাওয়াতি ওয়াল আরদি ওয়া মা বায়নাহুমা = যিনি আকাশমন্ডলীর ও পৃথিবীর এবং এ উভয়ের মধ্যে যা কিছু আছে সেসবকিছুর রব। আর রহমানি = তিনি রহমান/ দয়াময়। লা ইয়ামলিকূনা মিনহু খিতাবান = তারা সক্ষম হবে না তাঁর বিরুদ্ধে কথা বলতে।

যিনি আকাশমন্ডলীর ও পৃথিবীর এবং এ উভয়ের মধ্যে যা কিছু আছে সেসব কিছুর রব। তিনি দয়াময়। তারা সক্ষম হবে না তাঁর বিপরীতে কথা বলতে।

৭৮:৩৮
ইয়াওমা = সেদিন। ইয়াক্বূমুর রূহু ওয়াল মালায়িকাতু সফফান = মালায়েকা/ ফেরেশতাগণ ও রুহ (= জিবরীল) সারি বেঁধে দাঁড়াবে। লা ইয়াতাকাল্লামূনা = তারা কথা বলতে পারবে না। ইল্লা মান আযিনা লাহুর রহমানু = সে সে ছাড়া যাকে যাকে রহমান/ দয়াময় অনুমতি দেবেন। ওয়া = আর। ক্বলা = সে বলবে। সওয়াবান = যথাযথ কথা।

সেদিন রুহ ফেরেশতাগণ সারি বেঁধে দাঁড়াবে। তারা কথা বলতে পারবে না সে সে ছাড়া যাকে যাকে দয়াময় অনুমতি দেবেন। আর সে বলবে যথাযথ কথা।

৭৮:৩৯
যালিকাল ইয়াওমুল হাক্বক্বু = উহা সত্য দিবস। ফামান শাআত তাখাযা ইলা রব্বিহী মাআবান = সুতরাং যে ইচ্ছা করে সে তার রবের দিকে প্রত্যাবর্তনের (পথ) ধরুক।

উহা সত্য দিবস। সুতরাং যে ইচ্ছা করে সে তার রবের দিকে প্রত্যাবর্তনের (পথ) ধরুক।

৭৮:৪০
ইন্না আনযারনাকুম = নিশ্চয় আমরা তোমাদেরকে সতর্ক করেছি। আযাবান ক্বারীবান = নিকটবর্তী আযাবের/ শাস্তির ব্যাপারে। ইয়াওমা ইয়ানযুরুল মারউ = সেদিন মানুষ লক্ষ্য করবে। মা ক্বাদ্দামাত ইয়াদাহু = যা কিছু তার হাত আগেই করেছিল (= তার কৃতকর্ম)। ওয়া ইয়াক্বূলুল কাফিরু = আর কাফির/ অবিশ্বাসী বলবে। ইয়া লায়তানী = হায় আমার আফসোস। কুনতু তুরাবান = যদি আমি মাটি হতাম!

নিশ্চয় আমরা তোমাদেরকে সতর্ক করেছি নিকটবর্তী শাস্তির ব্যাপারে। সেদিন মানুষ লক্ষ্য করবে যা কিছু তার হাত আগেই করেছিল (= তার কৃতকর্ম)। আর সত্য অস্বীকারকারী বলবে, ‘হায় আমার আফসোস!, যদি আমি মাটি হতাম!’।