৭৬:১
হাল আতা আলাল ইনসানি = মানুষের উপর কি এসেছিল। হীনুম মিনাদ দাহরি = কালের মধ্য থেকে এমন একটি সময়। লাম ইয়াকুন শাইয়াম মাযকূরান = যখন সে উল্লেখযোগ্য কিছুই ছিল না?
মানুষের উপর কি এসেছিল কালের মধ্য থেকে এমন একটি সময় যখন সে উল্লেখযোগ্য কিছুই ছিল না?
৭৬:২
ইন্না খালাক্বনাল ইনসানা = নিশ্চয় আমরা ইনসানকে/ মানুষকে সৃষ্টি করেছি। মিন নুতফাতিন আমশাযিন = মিশ্রিত এক ফোঁটা থেকে। নাবতালীহি = আমরা তাকে পরীক্ষা করার জন্য। ফাজাআলনাহু ছামীআম বাসীরান = তারপর আমরা তাকে বানিয়েছি শ্রবণশক্তিসম্পন্ন ও দৃষ্টিশক্তিসম্পন্ন করে।
নিশ্চয় আমরা মানুষকে সৃষ্টি করেছি মিশ্রিত এক ফোঁটা থেকে আমরা তাকে পরীক্ষা করার জন্য। তারপর আমরা তাকে বানিয়েছি শ্রবণশক্তিসম্পন্ন ও দৃষ্টিশক্তিসম্পন্ন করে।
৭৬:৩
ইন্না হাদায়নাহুছ ছাবীলা = নিশ্চয় আমরা তাকে হিদায়াত / পথনির্দেশ করেছি। ইম্মা শাকিরাওঁ ওয়া ইম্মা কাফূরান = হয়তো সে শোকরকারী/ কৃতজ্ঞ হবে নয়তো সে কাফির/ অকৃতজ্ঞ হবে।
নিশ্চয় আমরা তাকে হিদায়াত / পথনির্দেশ করেছি। হয়তো সে কৃতজ্ঞ হবে নয়তো সে অকৃতজ্ঞ হবে।
৭৬:৪
ইন্না আ’তাদনা = নিশ্চয় আমরা প্রস্তুত করেছি। লিল কাফিরীনা = কাফিরদের জন্য। ছালাছিলা = শিকলসমূহ। ওয়া আগলালান = ও গলার বেড়িসমূহ। ওয়া ছায়ীরান = ও উত্তপ্ত আগুন।
নিশ্চয় আমরা প্রস্তুত করেছি অকৃতজ্ঞ জন্য শিকলসমূহ ও গলার বেড়িসমূহ ও উত্তপ্ত আগুন।
৭৬:৫
ইন্নাল আবরারা = নিশ্চয় সৎকর্মশীলগণ। ইয়াশরবূনা মিন কা’ছিন = পেয়ালা থেকে পান করবে। কানা মিযাজুহা কাফূরান = উহার মিশ্রণ হবে কর্পুরের।
নিশ্চয় সৎকর্মশীলগণ পেয়ালা থেকে পান করবে, উহার মিশ্রণ হবে কর্পুরের।
৭৬:৬
আয়নায় ইয়াশরাবু বিহা = উহা একটি ঝর্ণা, উহা থেকে পান করবে। ইবাদুল্লাহি = আল্লাহর বান্দাগণ। ইউফাজ্জিরূনাহা তাফজীরান = তারা উহাকে যথা ইচ্ছা প্রবাহিত করবে।
উহা একটি ঝর্ণা, উহা থেকে পান করবে আল্লাহর বান্দাগণ। তারা উহাকে যথা ইচ্ছা প্রবাহিত করবে।
৭৬:৭
ইউফূনা বিন নাযরি = তারা মানত পূর্ণ করে। ওয়া ইয়াখাফূনা ইয়াওমান = তারা সেদিনকে ভয় করে। কানা শাররুহু মুছতাতীরান = যার বিপত্তি হবে সর্বত্র বিস্তৃত।
তারা মানত পূর্ণ করে, তারা সেদিনকে ভয় করে যার বিপত্তি হবে সর্বত্র বিস্তৃত।
৭৬:৮
ওয়া ইউতয়িমূনাত তয়ামা = তারা খাবার খাওয়ায়। আলা হুব্বিহী = উহার প্রতি তাদের ভালবাসা থাকা সত্ত্বেও। মিছকীনান = মিসকীনকে। ওয়া ইয়াতীমান = ও ইয়াতীমকে। ওয়া আছীরান = ও বন্দীকে।
তারা খাবার খাওয়ায় উহার প্রতি তাদের ভালবাসা থাকা সত্ত্বেও মিসকীনকে ও ইয়াতীমকে ও বন্দীকে।
৭৬:৯
ইন্নামা = (তারা বলে) প্রকৃতপক্ষে। নুতয়িমুকুম = আমরা তোমাদেরকে খাওয়াই। লিওয়াজহিল্লাহি = আল্লাহর সন্তুষ্টি পাওয়ার জন্য। লা নুরীদু = আমরা এরাদা/ ইচ্ছা করি না। মিনকুম = তোমাদের থেকে। জাযাআন = কোন প্রতিফল। ওয়া লা শাকূরান = আর কোন শোকর/ কৃতজ্ঞতাও (চাই) না।
(তারা বলে,) ‘প্রকৃতপক্ষে আমরা তোমাদেরকে খাওয়াই আল্লাহর সন্তুষ্টি পাওয়ার জন্য। আমরা ইচ্ছা করি না তোমাদের থেকে কোন প্রতিফল আর কোন কৃতজ্ঞতাও (চাই) না।
৭৬:১০
ইন্না নাখাফু = নিশ্চয় আমরা ভয় করি। মির রব্বিনা = আমাদের রবের থেকে। ইয়াওমান = সেদিনের যা। আবূছান ক্বামতরীরান = ভয়ংকর ও কষ্টকর।
নিশ্চয় আমরা ভয় করি আমাদের রবের থেকে সেদিনের যা ভয়ংকর ও কষ্টকর।
৭৬:১১
ফাওয়াক্বাহুমুল্লাহু = সুতরাং আল্লাহ তাদেরকে রক্ষা করবেন। শাররা যালিকাল ইয়াওমাল = সেদিনের অনিষ্টতা থেকে। ওয়া লাক্বক্বাহুম = আর তাদেরকে দান করবেন। নাদরাতাওঁ ওয়া সুরূরান = উৎফুল্লতা ও আনন্দ।
সুতরাং আল্লাহ তাদেরকে রক্ষা করবেন সেদিনের অনিষ্টতা থেকে আর তাদেরকে দান করবেন উৎফুল্লতা ও আনন্দ।
৭৬:১২
ওয়া জাযাহুম বিমা সবারূ = আর তারা যে সবর করেছে তার কারণে তাদের প্রতিফল হবে। জান্নাতাওঁ ওয়া হারীরান = জান্নাত ও রেশমি পোশাক।
আর তারা যে সবর করেছে তার কারণে তাদের প্রতিফল হবে জান্নাত ও রেশমি পোশাক।
৭৬:১৩
মুত্তাকিয়ীনা ফীহা = তারা উহার মধ্যে হেলান দিয়ে বসবে। আলাল আরায়িকি = উচ্চাসনসমূহের উপর। লা ইয়ারাওনা ফীহা = তারা উহার মধ্যে দেখবে না। শামছান = সূর্যতাপ। ওয়া লা যামহারীরান = আর শীতের প্রকোপও না।
তারা উহার মধ্যে হেলান দিয়ে বসবে উচ্চাসনসমূহের উপর। তারা উহার মধ্যে দেখবে না সূর্যতাপ আর শীতের প্রকোপও না।
৭৬:১৪
ওয়া দানীয়াতান = আর নিকটে থাকবে। আলাইহিম = তাদের উপর। যিলালুহা = উহার ছায়া। ওয়া যুল্লিলাত ক্বুতূফুহা তাযলীলান = আর উহার ফলসমূহ (তাদের) আয়ত্তাধীন থাকবে।
আর নিকটে থাকবে তাদের উপর উহার ছায়া। আর উহার ফলসমূহ (তাদের) আয়ত্তাধীন থাকবে।
৭৬:১৫
ওয়া = আর। ইউত্বফু = ঘোরানো হবে। আলাইহিম = তাদের কাছে। বিআনিয়াতিম মিন ফিদ্দাতিন = রূপার পেয়ালা। ওয়া আকওয়াবিন কানাত ক্বাওয়ারীরা = আর মগ, যা স্বচ্ছ কাঁচের হবে।
আর ঘোরানো হবে তাদের কাছে রূপার পেয়ালা আর মগ, যা স্বচ্ছ কাঁচের হবে।
৭৬:১৬
ক্বাওয়ারীরা মিন ফিদ্দাতিন = রূপার স্বচ্ছ কাঁচ। ক্বাদ্দারূহা তাক্বদীরান = তারা উহাকে (চাহিদাগত) প্রাকৃতিক আইন অনুযায়ী নির্ধারিত পরিমাণমতো (পরিবেশন) করবে, যথাযথ নির্ধারণের মাধ্যমে।
রূপার স্বচ্ছ কাঁচ, তারা উহাকে (চাহিদাগত) প্রাকৃতিক আইন অনুযায়ী নির্ধারিত পরিমাণমতো (পরিবেশন) করবে, যথাযথ নির্ধারণের মাধ্যমে।
৭৬:১৭
ওয়া ইউছক্বাওনা ফীহা কা’ছান = আর তাদেরকে এমন সুরা পান করানো হবে। মিযাজুহা যানজাবীলান = যার মিশ্রণ হবে আদার।
আর তাদেরকে এমন সুরা পান করানো হবে যার মিশ্রণ হবে আদার।
৭৬:১৮
আয়নান ফীহা তুছাম্মা ছালছাবীলান = উহা উহাতে এমন এক ঝর্ণা যার নাম দেয়া হয়েছে সালসাবীল।
উহা উহাতে এমন এক ঝর্ণা যার নাম দেয়া হয়েছে সালসাবীল।
৭৬:১৯
ওয়া = আর। ইয়াতূফু আলাইহিম = ঘোরাফেরা করবে তাদের কাছে। ভিলদানুম মুখাল্লাদূনা = চির কিশোরেরা। ইযা রআয়তাহুম = যখন তুমি তাদেরকে দেখবে। হাছিবতাহুম = তুমি তাদেরকে হিসাব/ ধারণা করবে। লু’লুআম মানশূরান = বিক্ষিপ্ত মুক্তাস্বরূপ।
আর ঘোরাফেরা করবে তাদের কাছে চির কিশোরেরা। যখন তুমি তাদেরকে দেখবে তখন তুমি তাদেরকে হিসাব/ ধারণা করবে বিক্ষিপ্ত মুক্তাস্বরূপ।
৭৬:২০
ওয়া = আর। ইযা = যখন। রআয়তা = তুমি দেখবে। ছাম্মা = সেখানে। রআয়তা = তুমি দেখবে। নায়ীমান = নিয়ামত। ওয়া = ও। মুলকান কাবীরান = বড় মুলক/ আধিপত্য।
আর যখন তুমি দেখবে সেখানে তুমি দেখবে নিয়ামত ও বড় মুলক/ আধিপত্য।
৭৬:২১
আলিয়াহুম = তাদের উপর থাকবে। ছিয়াবু ছুনদুছিন = সূক্ষ্ম রেশমের বাড়তি পোশাক। খুদরুন = সবুজ। ওয়া = ও। ইছতাবরাক্বুন = বুটিদার। ওয়া = আর। হুল্লূ = তাদের অলংকার হবে। আছাভীরা মিন ফিদ্দাতিন = রূপার চুড়ি। ওয়া ছাক্বক্বাহুম = আর তাদেরকে পান করাবেন। রব্বুহুম = তাদের রব। শারাবান তহুরান = শারাবান তহুরা/ পবিত্র পানীয়।
তাদের উপর থাকবে সূক্ষ্ম রেশমের বাড়তি পোশাক, সবুজ ও বুটিদার। আর তাদের অলংকার হবে রূপার চুড়ি। আর তাদেরকে পান করাবেন তাদের রব পবিত্র পানীয়।
৭৬:২২
ইন্না = নিশ্চয়। হাযা = ইহা। কানা লাকুম জাযাআন = হলো তোমাদের জন্য প্রতিফল। ওয়া = আর। কানা ছা’ইউকুম = তোমাদের চেষ্টা হবে। মাশকূরান = যথাযথভাবে মূল্যায়িত।
নিশ্চয় এ হলো তোমাদের জন্য প্রতিফল আর তোমাদের চেষ্টা হবে যথাযথভাবে মূল্যায়িত।
৭৬:২৩
ইন্না নাহনু নাযযালনা = নিশ্চয় আমরা নাযিল করেছি। আলাইকাল ক্বুরআনু তানযীলান = তোমার উপর আল কুরআনকে তানযীল পদ্ধতিতে/ অল্প অল্প করে নাযিল করার মাধ্যমে।
নিশ্চয় আমরা নাযিল করেছি তোমার উপর আল কুরআনকে অল্প অল্প করে নাযিল করার মাধ্যমে।
৭৬:২৪
ফাসবির = সুতরাং তুমি সবর কর। লিহুকমি রব্বিকা = তোমার রবের হুকুমের জন্য। ওয়া = আর। লা তুতি’ মিনহুম আছিমান আও কাফূরান = তুমি ইতায়াত/ আনুগত্য করো না তাদের মধ্য থেকে কোন পাপীর বা কাফিরের/ অবিশ্বাসীর।
সুতরাং তুমি সবর কর তোমার রবের হুকুমের জন্য আর তুমি আনুগত্য করো না তাদের মধ্য থেকে কোন পাপীর বা অকৃতজ্ঞের।
৭৬:২৫
ওয়াযকুরিছমা রব্বিকা বুকরাতাওঁ ওয়া আসীলান = আর তোমার রবের নামের যিকির/ স্মরণ কর সকালে ও বিকালে।
আর তোমার রবের নামের যিকির/ স্মরণ কর সকালে ও বিকালে।
৭৬:২৬
ওয়া = আর। মিনাল্লায়লি = রাতের অংশবিশেষে। ফাছজুদ লাহু = তাঁরই উদ্দেশ্যে সিজদা কর। ওয়া = আর। ছাব্বিহহু = তাঁরই তাসবীহ/ পবিত্রতা প্রকাশ কর। লায়লান তভীলান = দীর্ঘ রাত।
আর রাতের অংশবিশেষে তাঁরই উদ্দেশ্যে সিজদ কর আর তাঁরই পবিত্রতা প্রকাশ কর দীর্ঘ রাত।
৭৬:২৭
ইন্না হাউলায়ি = নিশ্চয় ঐসব লোক। ইউহিব্বূনাল আজিলাতা = ভালবাসে তাড়াতাড়ি অর্জনযোগ্য বিষয়কে (= ইহকালকে)। ওয়া ইয়াযারূনা = আর তারা উপেক্ষা করে। ওয়ারাআহুম = তাদের পিছনে। ইয়াওমান ছাক্বীলান = ভারী দিনকে (= পরকালকে)।
নিশ্চয় ঐসব লোক ভালবাসে তাড়াতাড়ি অর্জনযোগ্য বিষয়কে (= ইহকালকে)। আর তারা উপেক্ষা করে তাদের পিছনে ভারী দিনকে (= পরকালকে)।
৭৬:২৮
নাহনু খালাক্বনাহুম = আমরা তাদেরকে সৃষ্টি করেছি। ওয়া শাদাদনা আছরাহুম = আর আমরা শক্ত করেছি তাদের গিরাসমূহকে। ওয়া = আর। ইযা = যখন। শি’না = আমরা ইচ্ছা করব। বাদ্দালনা আমছালাহুম তাবদীলান = তখন আমরা তাদের আমছাল/ দৃষ্টান্তসমূহ/ আকৃতিসমূহ বদল/ পরিবর্তন করে দেব।
আমরা তাদেরকে সৃষ্টি করেছি আর আমরা শক্ত করেছি তাদের গিরাসমূহকে। আর যখন আমরা ইচ্ছা করব তখন আমরা তাদের আকৃতিসমূহ বদল/ পরিবর্তন / বিবর্তিত করে দেব।
৭৬:২৯
ইন্না হাযিহী তাযকিরাতুন = নিশ্চয় ইহা তাযকিরা/ স্মরণিকা/ স্মরণীয় উপদেশ/ সংবিধান। ফামান শাআত্তাখাযা = সুতরাং যে ইচ্ছা করে সে ধরুক। ইলা রব্বিহী ছাবীলান = তার রবের দিকে যাওয়ার পথ।
নিশ্চয় ইহা স্মরণিকা/ স্মরণীয় উপদেশ। সুতরাং যে ইচ্ছা করে সে ধরুক তার রবের দিকে যাওয়ার পথ।
৭৬:৩০
ওয়া মা তাশাউনা = আর তোমরা ইচ্ছা কর না। ইল্লা আইঁ ইয়াশাআল্লাহু = আল্লাহর ইচ্ছা ছাড়া। ইন্নাল্লাহা কানা আলীমান হাকীমান = নিশ্চয় আল্লাহ আলীম/ মহাজ্ঞানী ও হাকীম/ মহাবিজ্ঞ।
আর তোমরা ইচ্ছা কর না আল্লাহর ইচ্ছা ছাড়া। নিশ্চয় আল্লাহ মহাজ্ঞানী ও মহাবিজ্ঞ।
৭৬:৩১
ইউদখিলু = তিনি দাখিল/ প্রবেশ করান। মাইঁ ইয়াশাউ = যাকে তিনি ইচ্ছা করেন। ফী রহমাতিহী = তাঁর রহমতের মধ্যে। ওয়ায যলিমীনা আআদ্দালাহুম = আর যালিমদের জন্য তিনি প্রস্তুত করেছেন। আযাবান আলীমান = আযাবুন আলীম/ কষ্টদায়ক শাস্তি।
তিনি প্রবেশ করান যাকে তিনি ইচ্ছা করেন তাঁর রহমতের মধ্যে। আর অন্যায়কারীদের জন্য তিনি প্রস্তুত করেছেন কষ্টদায়ক শাস্তি।