৫১:১
ওয়ায যারিয়াতি যারওয়ান = শপথ তাদের যারা ছড়িয়ে দেয়।
শপথ তাদের যারা (তথ্য) ছড়িয়ে দেয়।
৫২:০২
ফালহামিলাতি ভিক্বরান = তারপর বহন করে (দায়িত্বের) বোঝা।
তারপর বহন করে (দায়িত্বের) বোঝা।
৫১:৩
ফালজারিয়াতি ইউছরা = তারপর চলতে থাকে সহজভাবে।
তারপর চলতে থাকে সহজভাবে।
৫১:৪
ফালমুক্বাছছিমাতি আমরান = তারপর নির্দেশ অনুসারে কর্মবন্টন করে।
তারপর (নির্দেশ অনুসারে) কর্মবন্টন করে।
৫১:৫
ইন্নামা = প্রকৃতপক্ষে। তূআদূনা = তোমাদেরকে যার ওয়াদা দেয়া হয়েছে তা। লাসদিক্বুন = অবশ্যই সত্য।
প্রকৃতপক্ষে তোমাদেরকে যার ওয়াদা দেয়া হয়েছে তা অবশ্যই সত্য।
৫১:৬
ওয়া = আর। ইন্নাদ্দ্বীনা লাওয়াক্বীউন = নিশ্চয় দ্বীন/ কর্মফল অবশ্যই ঘটবে।
আর নিশ্চয় দ্বীন/ কর্মফল অবশ্যই ঘটবে।
৫১:৭
ওয়াছ ছামায়ি = শপথ আকাশের। যাতিল হুবুকি = যা বিভিন্ন পথবিশিষ্ট।
শপথ আকাশের যা বিভিন্ন পথবিশিষ্ট।
৫১:৮
ইন্নাকুম = নিশ্চয় তোমরা। লাফী ক্বাওলিম মুখতালিফিন = ইখতিলাফপূর্ণ/ মতভেদপূর্ণ বিভিন্ন কথা বলে থাক।
নিশ্চয় তোমরা ইখতিলাফপূর্ণ/ মতভেদপূর্ণ বিভিন্ন কথা বলে থাক।
৫১:৯
ইউ’ফাকু আনহু = উহা থেকে সে-ই মুখ ফিরায়। মান উফিকা = যে মুখ ফিরিয়ে নিয়েছে।
উহা থেকে সে-ই মুখ ফিরায় যে মুখ ফিরিয়ে নিয়েছে।
৫১:১০
ক্বুতিলাল খাররাসূনা = কতল/ ধ্বংস হয়েছে অনুমানকারীরা।
কতল/ ধ্বংস হয়েছে অনুমানকারীরা।
৫১:১১
আল্লাযীনা হুম = যারা। ফী গামরাতিন ছাহূনা = মূর্খতার মধ্যে আছে উদাসীন অবস্থায়।
৫
যারা মূর্খতার মধ্যে আছে উদাসীন অবস্থায়।
৫১:১২
ইয়াছআলূনা = তারা জিজ্ঞাসা করে। আইয়ানা = কবে আসবে। ইয়াওমুদ দ্বীনি = ইয়াওমুদ দ্বীন/ কর্মফল দিবস।
তারা জিজ্ঞাসা করে, ‘কবে আসবে ইয়াওমুদ দ্বীন/ কর্মফল দিবস?’
৫১:১৩
ইয়াওমা = যেদিন। হুম = তাদেরকে। আলান্নারি = আগুনের উপর। ইউফতানূনা = উত্তপ্ত করা হবে।
যেদিন তাদেরকে আগুনের উপর উত্তপ্ত করা হবে।
৫১:১৪
যূক্বূ = (বলা হবে,) ‘তোমরা স্বাদ আস্বাদন কর। ফিতনাতাকুম = তোমাদের ফিতনার (স্বাদ)। হাযাল্লাযী = ইহা সে জিনিস। কুনতুম বিহী = যা সম্পর্কে তোমরা। তাছতা’জিলূনা = তাড়াহুড়া করতে।
(বলা হবে,) ‘তোমরা স্বাদ আস্বাদন কর তোমাদের ফিতনার (স্বাদ)। ইহা সে জিনিস যা সম্পর্কে তোমরা তাড়াহুড়া করতে’।
৫১:১৫
ইন্নাল মুত্তাক্বীনা = নিশ্চয় মুত্তাকীগণ/ আল্লাহভীরুগণ। ফী জান্নাতিন ওয়া ঊয়ূনিন = জান্নাতে ও ঝর্ণাধারাসমূহের মধ্যে থাকবে।
নিশ্চয় মুত্তাকীগণ/ আল্লাহভীরুগণ জান্নাতে ও ঝর্ণাধারাসমূহের মধ্যে থাকবে।
৫১:১৬
আখিযীনা মা আতাহুম রব্বুহুম = তাদের রব যা দিবেন উহার গ্রহণকারী হয়ে। ইন্নাহুম = নিশ্চয় তারা। কানূ = ছিল। ক্বাবলা যালিকা = উহার আগে। মুহসিনীনা = মুহসিনীন/ উত্তম আচরণকারী।
তাদের রব যা দিবেন উহার গ্রহণকারী হয়ে। নিশ্চয় তারা ছিল উহার আগে মুহসিনীন/ উত্তম আচরণকারী।
৫১:১৭
কানূ ক্বালীলাম মিনাল্লাইলি = রাতের খুব কম অংশ এমন ছিল। মা ইয়াহজাদূনা = যাতে তারা ঘুম যেত।
রাতের খুব কম অংশ এমন ছিল যাতে তারা ঘুম যেত।
৫১:১৮
ওয়া = আর। বিলআছহারি = রাতের শেষ সাহারসমূহে/ লগ্নসমূহে। হুম = তারা। ইয়াছতাগফিরূনা = ক্ষমা প্রার্থনা করতো।
৫১:১৮
আর রাতের শেষ সাহারসমূহে/ লগ্নসমূহে তারা ক্ষমা প্রার্থনা করতো।
৫১:১৯
ওয়া = আর। ফী আমওয়ালিহিম = তাদের মালসম্পদে ছিল। হাক্বক্বুল লিছ ছায়িলি ওয়াল মাহরূমি = প্রার্থীদের ও বঞ্চিতদের জন্য হক্ব/ অধিকার।
আর তাদের মালসম্পদে ছিল প্রার্থীদের ও বঞ্চিতদের জন্য হক্ব/ অধিকার।
৫১:২০
ওয়া = আর। ফিল আরদি = পৃথিবীর মধ্যে আছে। আয়াতুন = আয়াতসমূহ/ নিদর্শনসমূহ। লিল মূক্বিনীনা = ইয়াকীনকারীদের/ (জ্ঞানগত) ধারণা লাভকারীদের জন্য।
আর পৃথিবীর মধ্যে আছে আয়াতসমূহ/ নিদর্শনসমূহ, ইয়াকীনকারীদের/ (জ্ঞানগত) ধারণা লাভকারীদের জন্য।
৫১:২১
ওয়া = আর। ফী আনফুসিকুম = তোমাদের নিজেদের ব্যক্তিসত্তার মধ্যেও। আফালা তুবসিরূনা = তোমরা কি দেখবে না?
আর তোমাদের নিজেদের ব্যক্তিসত্তার মধ্যেও। তোমরা কি দেখবে না?
৫১:২২
ওয়া = আর। ফিছ ছামায়ি = আকাশের মধ্যে আছে। রিযক্বুকুম = তোমাদের রিযিক। ওয়া = আর। মা তূআদূনা = উহা যার ওয়াদা তোমাদেরকে দেয়া হয়েছে।
আর আকাশের মধ্যে আছে তোমাদের রিযিক আর উহা যার ওয়াদা তোমাদেরকে দেয়া হয়েছে।
৫১:২৩
ফাওয়ারব্বিছ ছামায়ি ওয়াল আরদি = সুতরাং শপথ আকাশের ও পৃথিবীর রবের। ইন্নাহু = নিশ্চয় উহা। লাহাক্বক্বু = সত্য। মিছলা = উহার মত। মা আন্নাকুম তানত্বিক্বূনা = যেমন তোমরা (কোন বিষয়ে দৃঢ় প্রত্যয়) ব্যক্ত করে থাক।
সুতরাং শপথ আকাশের ও পৃথিবীর রবের, নিশ্চয় উহা সত্য, উহার মত যেমন তোমরা (কোন বিষয়ে দৃঢ় প্রত্যয়) ব্যক্ত করে থাক।
৫১:২৪
হাল আতাকা = তোমার কাছে কি পৌঁছেছে। হাদীসু সয়ফু ইবরাহীমা = ইবরাহীমের মেহমানদের কথা। আল মুকরামীনা = যারা ছিল সম্মানিত।
তোমার কাছে কি পৌঁছেছে ইবরাহীমের মেহমানদের কথা যারা ছিল সম্মানিত?
৫১:২৫
ইয দাখালূ আলাইহি = যখন তারা দাখিল হয়েছিল/ প্রবেশ করেছিল তার কাছে। ফাক্বলূ = তখন তারা বলেছিল। ছালামান = ‘ছালামান/ শান্তি’। ক্বলা = তখন সেও বলেছিল। ছালামুন = ‘ছালামুন/ শান্তি’। ক্বাওমুম মুনকারূনা = অপরিচিত কওম/ সম্প্রদায়।
যখন তারা দাখিল হয়েছিল/ প্রবেশ করেছিল তার কাছে, তখন তারা বলেছিল, ‘ছালামান/ শান্তি’। তখন সেও বলেছিল, ‘ছালামুন/ শান্তি’। অপরিচিত কওম/ সম্প্রদায়।
৫১:২৬
ফাযাগা ইলা আহলিহী = তারপর সে (= ইবরাহীম) গিয়েছিল তার আহালের/ পরিবারের কাছে। ফাজাআ = তারপর সে এসেছিল। বিইজলি ছামীনিন = একটা মোটা বাছুর (ভাজা) নিয়ে।
তারপর সে (= ইবরাহীম) গিয়েছিল তার আহালের/ পরিবারের কাছে। তারপর সে এসেছিল একটা মোটা বাছুর (ভাজা) নিয়ে।
৫১:২৭
ফাক্বাররাবাহু ইলাইহিম = তারপর তা তাদের কাছে নিকটবর্তী করে দিল। ক্বলা = (তারপর) সে বলেছিল। আলা তা’কুলূনা = তোমরা কি খাবে না?
তারপর তা তাদের কাছে নিকটবর্তী করে দিল। (তারপর) সে বলেছিল, ‘তোমরা কি খাবে না?’
৫১:২৮
ফাআওজাছা মিনহুম খীফাতান = তখন তাদের থেকে (তার মধ্যে) ভয়ের সঞ্চার হয়েছিল। ক্বলূ = তারা বলেছিল। লা তাখাফ = ভয় পেয়ো না। ওয়া = আর। বাশশারূহু = তারা তাকে সুসংবাদ দিয়েছিল। বিগুলামিন আলীমিন = এক জ্ঞানী পুত্রের (সুসংবাদ)।
তখন তাদের থেকে (তার মধ্যে) ভয়ের সঞ্চার হয়েছিল। তারা বলেছিল, ‘ভয় পেয়ো না’। আর তারা তাকে সুসংবাদ দিয়েছিল এক জ্ঞানী পুত্রের (সুসংবাদ)।
৫১:২৯
ফাআক্ববালাতিমরআতুহূ = তখন সামনে এসেছিল তার স্ত্রী। ফী সররাতিন = চিৎকার করতে করতে। ফাসক্কাত ওয়াজহাহা = তারপর চাপড়ালো তার নিজের মুখমন্ডলে। ওয়া = আর। ক্বলাত = বলেছিল। আজূযুন আক্বীমুন = (এ) বৃদ্ধা ও বন্ধ্যা (সন্তান লাভ করবে)!
তখন সামনে এসেছিল তার স্ত্রী চিৎকার করতে করতে। তারপর চাপড়ালো তার নিজের মুখমন্ডলে। আর বলেছিল, ‘(এ) বৃদ্ধা ও বন্ধ্যা (সন্তান লাভ করবে)!
৫১:৩০
ক্বলূ = তারা বলেছিল। কাযালিকি = উহাই হবে। ক্বলা রব্বুকা = তোমার রব বলেছেন। ইন্নাহু হুয়াল হাকীমুল আলীমু = নিশ্চয় তিনি হাকীম/ মহাবিজ্ঞ ও আলীম/ মহাজ্ঞানী।
তারা বলেছিল, ‘উহাই হবে। তোমার রব বলেছেন। নিশ্চয় তিনি হাকীম/ মহাবিজ্ঞ ও আলীম/ মহাজ্ঞানী’।
৫১:৩১
ক্বলা = সে (= ইবরাহীম) বলেছিল। ফামা খাতবুকুম = তারপর তোমাদের উদ্দেশ্য কী। আইয়ুহাল মুরছালূনা = হে রসূলগণ/ ফেরেশতাগণ।
সে (= ইবরাহীম) বলেছিল, ‘তারপর তোমাদের উদ্দেশ্য কী, হে রসূলগণ/ ফেরেশতাগণ?’
৫১:৩২
ক্বলূ = তারা বলেছিল। ইন্না = নিশ্চয়। উরছিলনা = আমরা প্রেরিত হয়েছি। ইলা ক্বাওমিম মুজরিমীনা = অপরাধী কওমের/ সম্প্রদায়ের প্রতি।
তারা বলেছিল, ‘নিশ্চয় আমরা প্রেরিত হয়েছি অপরাধী কওমের/ সম্প্রদায়ের প্রতি।
৫১:৩৩
লিনুরছিলা = প্রেরণ/ বর্ষণ করতে। আলাইহিম = তাদের উপর। হিজারাতাম মিন ত্বীনিন = মাটির পাথর।
প্রেরণ/ বর্ষণ করতে তাদের উপর মাটির পাথর।
৫১:৩৪
মুছাওয়ামাতান = যা চিহ্নিত হয়ে আছে। ইনদা রব্বিকা = তোমার রবের কাছে। লিল মুছরিফীনা = অপচয়কারীদের/ সীমালংঘনকারীদের জন্য।
যা চিহ্নিত হয়ে আছে তোমার রবের কাছে অপচয়কারীদের/ সীমালংঘনকারীদের জন্য।
৫১:৩৫
ফাআখরাজনা মান = তারপর আমরা তাকে তাকে বের করে নিয়েছি যে যে। কানা = ছিল। ফীহা = উহার মধ্যে। মিনাল মু’মিনীনা = মু’মিন/ বিশ্বাসী।
তারপর আমরা তাকে তাকে বের করে নিয়েছি যে যে ছিল উহার মধ্যে মু’মিন/ বিশ্বাসী।
৫১:৩৬
ফামা ওয়াজাদনা = আর আমরা পাইনি। ফীহা = উহার মধ্যে। গায়রা বাইতিম = একটি ঘর ছাড়া। মিনাল মুসলিমীনা = মুসলিম/ (আল্লাহর কাছে) আত্মসমর্পণকারী।
আর আমরা পাইনি উহার মধ্যে একটি ঘর ছাড়া মুসলিম/ (আল্লাহর কাছে) আত্মসমর্পণকারী।
৫১:৩৭
ওয়া = আর। তারাকনা = আমরা তরক করেছি/ রেখে দিয়েছি। ফীহা = উহার মধ্যে। আয়াতান = আয়াত/ নিদর্শন। লিল্লাযীনা = তাদের জন্য যারা। ইয়াখাফূনাল আযাবাল আলীমা = আযাবুন আলীমকে/ কষ্টদায়ক শাস্তিকে ভয় করে।
আর আমরা তরক করেছি/ রেখে দিয়েছি উহার মধ্যে আয়াত/ নিদর্শন, তাদের জন্য যারা আযাবুন আলীমকে/ কষ্টদায়ক শাস্তিকে ভয় করে।
৫১:৩৮
ওয়া = আর। ফী মূসা = মূসার ঘটনাতেও আছে (আয়াত/ নিদর্শন)। ইয = যখন। আরছালনাহু = আমরা তাকে প্রেরণ করেছিলাম। ইলা ফিরআউনা = ফেরাউনের কাছে। বিসুলতানিম মুবীনিন = সুলতানুম মুবীন/ প্রকাশ্য ও স্পষ্ট প্রমাণ সহকারে।
আর মূসার ঘটনাতেও আছে (আয়াত/ নিদর্শন), যখন আমরা তাকে প্রেরণ করেছিলাম ফেরাউনের কাছে সুলতানুম মুবীন/ প্রকাশ্যও স্পষ্ট প্রমাণ সহকারে।
৫১:৩৯
ফাতাওয়াল্লা = তারপর সে (= ফেরাউন) মুখ ফিরিয়ে নিয়েছিল। বিরুকনিহী = তার রুকনের/ শক্তি-সামর্থের উপর নির্ভর করে। ওয়া = আর। ক্বলা = সে বলেছিল। ছাহিরুন আও মাজনূনুন = সে (মূসা) একজন (কথার) যাদুকর অথবা জ্বিনগ্রস্ত।
তারপর সে (= ফেরাউন) মুখ ফিরিয়ে নিয়েছিল তার রুকনের/ শক্তি-সামর্থের উপর নির্ভর করে। আর সে বলেছিল, ‘সে (মূসা) একজন (কথার) যাদুকর অথবা জ্বিনগ্রস্ত’।
৫১:৪০
ফাআখাযনাহু ওয়া জুনূদাহু = তারপর আমরা পাকড়াও করেছিলাম তাকে ও তার সৈন্যদেরকে। ফানাবাযনাহুম = তারপর আমরা তাদেরকে নিক্ষেপ করেছিলাম। ফিল ইয়াম্মি = জলাশয়ের/ নদীর মধ্যে। ওয়া = আর। হুয়া = সে হয়ে থাকল। মুলীমুন = তিরস্কৃত।
তারপর আমরা পাকড়াও করেছিলাম তাকে ও তার সৈন্যদেরকে। তারপর আমরা তাদেরকে নিক্ষেপ করেছিলাম জলাশয়ের/ নদীর মধ্যে। আর সে হয়ে থাকল তিরস্কৃত।
৫১:৪১
ওয়া = আর। ফী আদিন = আদের ঘটনাতেও আছে (আয়াত/ নিদর্শন)। ইয = যখন। আরছালনা = আমরা প্রেরণ করেছিলাম। আলাইহিমুর রীহাল আক্বীমা = তাদের উপর অকল্যাণকর বাতাস।
আর আদের ঘটনাতেও আছে (আয়াত/ নিদর্শন)। যখন আমরা প্রেরণ করেছিলাম তাদের উপর অকল্যাণকর বাতাস।
৫১:৪২
মা তাযারু = উহা ছাড়েনি। মিন শাইয়িন = এমন কোন জিনিসকে। আতাত আলাইহি = যার উপর উহা এসেছিল। ইল্লা জাআলাতহু কাররমীমি = উহাকে প্রায় চূর্ণ বিচূর্ণ করা ছাড়া।
উহা ছাড়েনি এমন কোন জিনিসকে, যার উপর উহা এসেছিল, উহাকে প্রায় চূর্ণ বিচূর্ণ করা ছাড়া।
৫১:৪৩
ওয়া = আর। ফী সামূদা = সামূদের ঘটনাতেও আছে (আয়াত/ নিদর্শন)। ইয = যখন। ক্বীলা লাহুম = তাদেরকে বলা হয়েছিল। তামাত্তাঊ = তোমরা উপভোগ কর। হাত্তা হীনিন = একটা নির্দিষ্ট সময় পর্যন্ত।
আর সামূদের ঘটনাতেও আছে (আয়াত/ নিদর্শন), যখন তাদেরকে বলা হয়েছিল, ‘তোমরা উপভোগ কর একটা নির্দিষ্ট সময় পর্যন্ত’।
৫১:৪৪
ফাআতাও = তারপরও তারা সীমালংঘন করেছিল। আন আমরি রব্বিহিম = তাদের রবের নির্দেশের ক্ষেত্রে। ফাআখাযাতহুমুস সয়িক্বাতু = ফলে তাদেরকে পাকড়াও করেছিল বজ্রাঘাত। ওয়া = এ অবস্থায় যে। হুম = তারা। ইয়ানযুরূনা = লক্ষ্য করছিল।
তারপরও তারা সীমালংঘন করেছিল তাদের রবের নির্দেশের ক্ষেত্রে। ফলে তাদেরকে পাকড়াও করেছিল বজ্রাঘাত, এ অবস্থায় যে, তারা লক্ষ্য করছিল।
৫১:৪৫
ফামাছতাত্বাঊ মিন ক্বিয়ামিন = তারপর তারা দাঁড়াতেও পারেনি। ওয়া = আর। মা কানূ মুনতাসিরীনা = তারা আত্মরক্ষা করতেও পারেনি।
তারপর তারা দাঁড়াতেও পারেনি আর তারা আত্মরক্ষা করতেও পারেনি।
৫১:৪৬
ওয়া = আর। ক্বাওমা নূহিম মিন ক্বাবলু = নূহের কওমকেও (ধ্বংস করেছিলাম তাদের) আগে। ইন্নাহুম = নিশ্চয়। কানূ = তারা ছিল। ক্বাওমান ফাসিক্বীনা = ফাসেক/ অবাধ্য/ পাপী কওম/ সম্প্রদায়।
আর নূহের কওমকেও (ধ্বংস করেছিলাম তাদের) আগে। নিশ্চয় তারা ছিল ফাসেক/ অবাধ্য/ পাপী কওম/ সম্প্রদায়।
৫১:৪৭
ওয়াছ ছামাআ বানায়নাহা = আর আমরা আকাশকে বানিয়েছি। বিআয়দিন = নিজ হাতসমূহ দ্বারা/ নিজ ক্ষমতাবলে। ওয়া = আর। ইন্না = নিশ্চয় আমরা। লামূছিউনা = সম্প্রসারণকারী।
আর আমরা আকাশকে বানিয়েছি নিজ হাতসমূহ দ্বারা/ নিজ ক্ষমতাবলে। আর নিশ্চয় আমরা সম্প্রসারণকারী।
৫১:৪৮
ওয়াল আরদা ফারাশনাহা = আর পৃথিবীকে আমরা বিছিয়ে দিয়েছি। ফানি’মাল মাহিদূনা = (আমরা) কত উত্তম দোলনা প্রস্তুতকারী!
আর পৃথিবীকে আমরা বিছিয়ে দিয়েছি। (আমরা) কত উত্তম দোলনা প্রস্তুতকারী!
৫১:৪৯
ওয়া = আর। মিন কুল্লি শাইয়িন = প্রত্যেকটি জিনিসকেই। খালাক্বনা = আমরা সৃষ্টি করেছি। যাওজায়নি = জোড়ায় জোড়ায়। লাআল্লাকুম তাযাক্কারূনা = যেন তোমরা তাযাক্কুর/ উপদেশ গ্রহণ করতে পার।
আর প্রত্যেকটি জিনিসকেই আমরা সৃষ্টি করেছি জোড়ায় জোড়ায়, যেন তোমরা তাযাক্কুর/ উপদেশ গ্রহণ করতে পার।
৫১:৫০
ফাফিররূ = সুতরাং তোমরা দৌড়াও। ইলাল্লাহি = আল্লাহর দিকে। ইন্নী = নিশ্চয় আমি। লাকুম = তোমাদের জন্য। মিনহু = তাঁর পক্ষ থেকে। নাযীরুম মুবীনুন = নাযীরুম মুবীন/ প্রকাশ্য ও স্পষ্ট সতর্ককারী।
সুতরাং তোমরা দৌড়াও আল্লাহর দিকে। নিশ্চয় আমি তোমাদের জন্য তাঁর পক্ষ থেকে নাযীরুম মুবীন/ প্রকাশ্য ও স্পষ্ট সতর্ককারী।
৫১:৫১
ওয়া = আর। লা তাজআলূ = তোমরা সাব্যস্ত করো না। মাআল্লাহি = আল্লাহর সাথে। ইলাহান আখারা = অন্য কোন ইলাহ। ইন্নী = নিশ্চয় আমি। লাকুম = তোমাদের জন্য। মিনহু = তাঁর পক্ষ থেকে। নাযীরুম মুবীনুন = নাযীরুম মুবীন/ প্রকাশ্য ও স্পষ্ট সতর্ককারী।
আর তোমরা সাব্যস্ত করো না আল্লাহর সাথে অন্য কোন ইলাহ। নিশ্চয় আমি তোমাদের জন্য তাঁর পক্ষ থেকে নাযীরুম মুবীন/ প্রকাশ্য ও স্পষ্ট সতর্ককারী।
৫১:৫২
কাযালিকা = এভাবে। মা আতাল্লাযীনা = তাদের কাছে আসেনি যারা। মিন ক্বাবলিহিম = তাদের আগে ছিল। মিন রসূলিন = (আসেনি) কোন রসূল। ইল্লা = এছাড়া যে। ক্বলূ = তারা তাকে বলেছিল। ছাহিরুন আও মাজনূনুন = সে একজন (কথার) যাদুকর অথবা জ্বিনগ্রস্ত।
এভাবে তাদের কাছে আসেনি যারা তাদের আগে ছিল, (আসেনি) কোন রসূল, এছাড়া যে, তারা তাকে বলেছিল, ‘সে একজন (কথার) যাদুকর অথবা জ্বিনগ্রস্ত’।
৫১:৫৩
আতাওয়াসাও = তারা কি একে অন্যের সাথে পরামর্শ করে নিয়েছে। বিহী = উহার ব্যাপারে। বাল = বরং। হুম = তারা ছিল। ক্বাওমুন ত্বগূনা = বিদ্রোহী কওম/ সম্প্রদায়।
তারা কি একে অন্যের সাথে পরামর্শ করে নিয়েছে উহার ব্যাপারে? বরং তারা ছিল বিদ্রোহী কওম/ সম্প্রদায়।
৫১:৫৪
ফাতাওয়াল্লা = তাই তুমি মুখ ফিরিয়ে নাও। আনহুম = তাদের থেকে। ফামা আনতা বিমালূমিন = ফলে তুমি হবে না তিরস্কৃত।
তাই তুমি মুখ ফিরিয়ে নাও তাদের থেকে। ফলে তুমি হবে না তিরস্কৃত।
৫১:৫৫
ওয়া = আর। যাক্কির = স্মরণ করিয়ে দাও/ উপদেশ দাও/ আলোচনা কর। ফাইন্নায যিকরা = নিশ্চয় যিকির/ স্মরণ করিয়ে দেয়া/ উপদেশ দেয়া/ আলোচনা করা। তানফাউল মু’মিনীনা = মু’মিনদেরকে উপকার দেয়।
আর স্মরণ করিয়ে দাও/ উপদেশ দাও/ আলোচনা কর। নিশ্চয় যিকির/ স্মরণ করিয়ে দেয়া/ উপদেশ দেয়া/ আলোচনা করা মু’মিনদেরকে উপকার দেয়।
৫১:৫৬
ওয়া = আর। মা খালাক্বতুল জিন্না ওয়াল ইনসা = আমি সৃষ্টি করিনি জ্বিনকে ও ইনসকে/ মানুষকে। ইল্লা লিইয়া’বুদূনা = আমার ইবাদাত/ দাসত্ব/ উপাসনা করা ছাড়া অন্য কোন উদ্দেশ্যে।
আর আমি সৃষ্টি করিনি জ্বিনকে ও ইনসকে/ মানুষকে আমার ইবাদাত/ দাসত্ব/ উপাসনা করা ছাড়া অন্য কোন উদ্দেশ্যে।
৫১:৫৭
মা উরীদু মিনহুম = আমি তাদের থেকে এরাদা/ পেতে ইচ্ছা করি না। মিন রিযক্বিন = কোন রিযিক। ওয়া = আর। মা উরীদু আইঁ ইউত্বয়িমূনা = আমি এও এরাদা/ ইচ্ছা করি না যে, তারা আমাকে খাওয়াবে।
আমি তাদের তেকে এরাদা/ পেতে ইচ্ছা করি না কোন রিযিক। আর আমি এও এরাদা/ ইচ্ছা করি না যে, তারা আমাকে খাওয়াবে।
৫১:৫৮
ইন্নাল্লাহা হুয়ার রাযযাক্বু = নিশ্চয় আল্লাহই রাজ্জাক/ রিযিকদাতা। যুল ক্বুওয়াতিল মাতীনু = প্রবল পরাক্রান্ত শক্তিমান।
নিশ্চয় আল্লাহই রাজ্জাক/ রিযিকদাতা, প্রবল পরাক্রান্ত শক্তিমান।
৫১:৫৯
ফাইন্না = নিশ্চয়। লিল্লাযীনা যলামূ = যারা যুলুম করেছে তাদের জন্য আছে। যানূবাম মিছলা যানূবি আসহাবিহিম = গুনাহের শাস্তি, তাদের সাথীদের শাস্তির মতো। ফালা ইয়াছতা’জিলূনা = তারা যেন আমাদের কাছে তাড়াহুড়া না করে।
নিশ্চয় যারা যুলুম করেছে তাদের জন্য আছে গুনাহের শাস্তি, তাদের সাথীদের শাস্তির মতো। তারা যেন আমাদের কাছে তাড়াহুড়া না করে।
৫১:৬০
ফাওয়ালুল্লিল্লাযীনা = সুতরাং তাদের জন্য দুর্ভোগ যারা। কাফারূ = কুফর করেছে। মিইঁ ইয়ামিহিমুল্লাযী = তাদের (সেই) দিনের, যার। ইউআদূনা = ওয়াদা তাদেরকে দেয়া হয়েছে।
সুতরাং তাদের জন্য দুর্ভোগ যারা কুফর করেছে তাদের (সেই) দিনের, যার ওয়াদা তাদেরকে দেয়া হয়েছে।