কুরআনান আ'জাবান

বিস্ময়কর কুরআন

শব্দার্থ ভিত্তিক বাংলা অনুবাদ, তৈয়াবুর রহমান গোপালগঞ্জী

Quranan Ajaban Cover

001. সূরা ফাতিহা

হে আমার প্রভু, আপনার কাছে আশ্রয় চাই শয়তানের কুমন্ত্রণা থেকে, আশ্রয় চাই এর উপস্থিতি থেকে। পরম করুনাময় ও অসীম দয়ালু সর্বশক্তিমানের নামে।

১:১
(১) আলহামদু = সমগ্র মূল প্রশংসা ও কৃতজ্ঞতা। (২) লিল্লাহি = আল্লাহর জন্য। (৩, ৪) রব্বিল আলামীন = জগতসমূহের (/ আলমসমূহের) রব (/সৃষ্টিকর্তা, পালনকর্তা, প্রার্থনা পূরণকর্তা, বিধানদাতা ইত্যাদি)।

সমগ্র মূল প্রশংসা ও কৃতজ্ঞতা আল্লাহর জন্য, (যিনি) জগতসমূহের রব (/সৃষ্টিকর্তা, পালনকর্তা, প্রার্থনা পূরণকর্তা, বিধানদাতা ইত্যাদি)।

১:২
(১) আর রহমান = পরম দয়াময় (/ আর রহমান)। (২) আর রহীম = দয়াশীল (/ আর রহীম)।

পরম দয়াময়, দয়াশীল।

১:৩
(১) মালিক = মালিক, শাসনক্ষমতার অধিপতি। (২) ইয়াওম = দিবস। (৩) আদ দীন = জীবন পদ্ধতি, চূড়ান্ত কর্মফল।

চূড়ান্ত কর্মফল দিবসের মালিক।

১:৪
(১) ইয়্যাকা = আপনারই। (২) না’বুদু = আমরা দাসত্ব (/ ইবাদাত) করি। (৩) ওয়া ইয়্যাকা = আর আপনারই কাছে। (৪) নাসতায়ীন = আমরা সাহায্য চাই।

আপনারই আমরা দাসত্ব করি আর আপনারই কাছে আমরা (আধ্যাত্নিক) সাহায্য চাই।

১:৫
(১) ইহদিনা = আমাদেরকে পথনির্দেশিত রাখুন (/ হিদায়াত করুন)। (২, ৩) আস সিরাতাল মুসতাকীম = সুপ্রতিষ্ঠিত নৈতিকতার পথে (/ সিরাতুল মুসতাক্বীমে)।

আমাদেরকে পথনির্দেশিত রাখুন সুপ্রতিষ্ঠিত নৈতিকতার পথে।

১:৬
(১, ২) সিরাতাল্লাযীনা = তাদের (অবলম্বিত) পথ। (৩) আনআমতা = আপনি অনুগ্রহদান করেছেন (/ নিয়ামাত দিয়েছেন) (৪) আলাইহিম = যাদেরকে।

তাদের (অবলম্বিত) পথ, আপনি অনুগ্রহ দান করেছেন যাদেরকে।

১:৭
(১, ২) গায়রিল মাগদূবি = যারা নয় ক্রোধ নিপতিত (/ গযবপ্রাপ্ত)। (৩) আলাইহিম = তাদের নিজেদের উপর । (৪, ৫) ওয়া লাদ্দলীন = আর নয় পথভ্রষ্ট (/ দল্লীন)।

যারা নয় ক্রোধ নিপতিত তাদের নিজেদের উপর, আর নয় পথভ্রষ্ট।