১:১
(১) আলহামদু = সমগ্র মূল প্রশংসা ও কৃতজ্ঞতা। (২) লিল্লাহি = আল্লাহর জন্য। (৩, ৪) রব্বিল আলামীন = জগতসমূহের (/ আলমসমূহের) রব (/সৃষ্টিকর্তা, পালনকর্তা, প্রার্থনা পূরণকর্তা, বিধানদাতা ইত্যাদি)।
সমগ্র মূল প্রশংসা ও কৃতজ্ঞতা আল্লাহর জন্য, (যিনি) জগতসমূহের রব (/সৃষ্টিকর্তা, পালনকর্তা, প্রার্থনা পূরণকর্তা, বিধানদাতা ইত্যাদি)।
১:২
(১) আর রহমান = পরম দয়াময় (/ আর রহমান)। (২) আর রহীম = দয়াশীল (/ আর রহীম)।
পরম দয়াময়, দয়াশীল।
১:৩
(১) মালিক = মালিক, শাসনক্ষমতার অধিপতি। (২) ইয়াওম = দিবস। (৩) আদ দীন = জীবন পদ্ধতি, চূড়ান্ত কর্মফল।
চূড়ান্ত কর্মফল দিবসের মালিক।
১:৪
(১) ইয়্যাকা = আপনারই। (২) না’বুদু = আমরা দাসত্ব (/ ইবাদাত) করি। (৩) ওয়া ইয়্যাকা = আর আপনারই কাছে। (৪) নাসতায়ীন = আমরা সাহায্য চাই।
আপনারই আমরা দাসত্ব করি আর আপনারই কাছে আমরা (আধ্যাত্নিক) সাহায্য চাই।
১:৫
(১) ইহদিনা = আমাদেরকে পথনির্দেশিত রাখুন (/ হিদায়াত করুন)। (২, ৩) আস সিরাতাল মুসতাকীম = সুপ্রতিষ্ঠিত নৈতিকতার পথে (/ সিরাতুল মুসতাক্বীমে)।
আমাদেরকে পথনির্দেশিত রাখুন সুপ্রতিষ্ঠিত নৈতিকতার পথে।
১:৬
(১, ২) সিরাতাল্লাযীনা = তাদের (অবলম্বিত) পথ। (৩) আনআমতা = আপনি অনুগ্রহদান করেছেন (/ নিয়ামাত দিয়েছেন) (৪) আলাইহিম = যাদেরকে।
তাদের (অবলম্বিত) পথ, আপনি অনুগ্রহ দান করেছেন যাদেরকে।
১:৭
(১, ২) গায়রিল মাগদূবি = যারা নয় ক্রোধ নিপতিত (/ গযবপ্রাপ্ত)। (৩) আলাইহিম = তাদের নিজেদের উপর । (৪, ৫) ওয়া লাদ্দলীন = আর নয় পথভ্রষ্ট (/ দল্লীন)।
যারা নয় ক্রোধ নিপতিত তাদের নিজেদের উপর, আর নয় পথভ্রষ্ট।