সত্য কখনো গোপন থাকে না

সংকলকের কথা

আল্লাহর নামে জ্ঞানী, কৃতজ্ঞ, চক্ষুষ্মান, চিন্তাশীল, ধৈর্যশীল, অনুধাবনকারী, বিবেকশক্তি-বোধশক্তি-অন্তর্দৃষ্টি ও পর্যবেক্ষণশক্তিসম্পন্ন সম্প্রদায়ের কাছে আবেদন, তাঁরা যেন সংকলনের বিষয়গুলো নিয়ে চিন্তা-ভাবনা করেন। বইটি লেখার উদ্দেশ্য- সকল মানুষকে মহান রবের একমাত্র সংবিধান কুরআনের দিকে ধাবিত করে দুনিয়া ও আখিরাতের কল্যাণের লক্ষ্যে বর্তমান বিশ্বে সুদভিত্তিক সমাজ ব্যবস্থার বিপরীতে শিরকমুক্ত সালাত ও যাকাত ভিত্তিক অর্থনীতির মাধ্যমে শোষণ মুক্ত সমাজ প্রতিষ্ঠা করা এবং ‘লা ইলাহা ইল্লাল্লাহু’- এর মন্ত্রে বিশ্বের বিভিন্ন স্থানে বিচ্ছিন্নভাবে কুরআন নিয়ে চিন্তাশীলদের সমন্বয়ে এক স্রষ্টার, একই বিশ্বে, একই সংবিধান কুরআনের মাধ্যমে এক জাতি গঠন করা। এজন্য প্রত্যেক পরিবারের প্রত্যেক সদস্যকে আরবিসহ মাতৃভাষায় কুরআন শিখতে এবং কুরআন ব্যতীত সকল দ্বীনি শিক্ষা বর্জন করতে হবে।

প্রমাণ স্বরূপ সূরা ও আয়াত নম্বর মিলিয়ে দেখার জন্য ‘আল-কুরআনুল করীম’ ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ’ এবং খন্ড ও হাদিস নম্বর মিলিয়ে দেখার জন্য দেখুন- বোখারী শরীফ- মাওলানা আজিজুল হক ও মেশকাত শরীফ- নূর মোহাম্মাদ আজমী। কভার পৃষ্ঠার শেষে আল্লাহ্র আয়াত বিকৃতকারী, আল্লাহ্ ও রাসূলের নামে মিথ্যা ও ভেজাল শয়তানের গ্রন্থ (৬:১১২) বোখারী শরীফ (দ্বাদশ সংস্করণ ১ মার্চ, ১৯৯৬ ইং) ও মেশকাত শরীফের (মুদ্রণ-১৯৭৬) বন্ধ ছবি ছাপানো হয়েছে; এ গ্রন্থে দেখানো হয়েছে বিশ্বের প্রায় সকল মুসলিমই কুরআন বোঝেন না, কুরআন বিরোধী হাদিসের অনুসরণ করেন, কিন্তু কুরআন সমর্থিত হাদিস মানেন না। মরহুম আল্হাজ বরকত উল্লাহ্ সাহেব বইটির আংশিক বহুবার পাঠ করে বিভিন্ন শিরনামের পরিবর্তন, আয়াত সংযোজন, বিয়োজন ও মতামত প্রকাশ করেছেন যাতে বইটির গুণগত মান বৃদ্ধি পেয়েছে। আবুবকর সিদ্দিক (কামাল ড্রাইভার) বইটির আয়াত ও হাদিস নম্বর মিলিয়ে দেখে আমার ভুলগুলো সংশোধন করে দিয়েছেন। কৃতজ্ঞতা জানাই মহান রাব্বুল আলামিন আল্লাহ্কে যিনি আমাকে সৃষ্টি করে জ্ঞান-বুদ্ধিসহ প্রয়োজনীয় সকল জিনিস দিয়েছেন। আমার এ কাজে যারা বিভিন্নভাবে পরামর্শ ও সহযোগিতা দিয়েছেন তাদের সকলের নিকট আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ।

এ বইটি কোন ধর্মীয় গ্রন্থ নয়। সংকলন করতে গিয়ে বইটিতে বহু মিথ্যা হাদিস লিখতে হয়েছে। পাঠকগণ দীন ইসলামের অনুসরণ করতে চাইলে সরাসরি অর্থসহ কুরআন পড়ুন, বুঝুন এবং তার অনুসরণ করুন।

সুপ্রিয় পাঠক! যুক্তিসঙ্গত মতামত ও তথ্য জ্ঞাত করলে তা সাদরে গৃহীত হবে এবং আগামী সংস্করণে মুসলিম জাতির কল্যাণে ইন্শাআল্লাহ্ তা সংশোধন করে প্রকাশ করা হবে। ‘আমার রব! আমার এ প্রচেষ্টা আপনার জন্যই উৎসর্গ করলাম। সুতরাং আপনি আমার এ কাজটুকু গ্রহণ করুন। নিশ্চয়ই আপনি সর্বশ্রোতা, সর্বজ্ঞ।

সংকলনে
আমিরুল ইসলাম
১৫/০৫/২০১৫খ্রি:


বিষয়সূচি

দীন ইসলামের প্রচলিত ধারক, বাহক ও প্রচারণগণ কুরআন বিরোধী ও কুরআন বিকৃত হাদিসের অনুসরণ করেন - ২৫০+ টি দৃষ্টান্ত

১. কুরআনে ‘বিধানদাতা আল্লাহ, বুখারি-মুসলিমে ‘রাসূল!
২. কুরআনে ‘আল্লাহর নামে কিতাব লিখবে না, বুখারি-মুসলিমে ‘আল্লাহর নামে কিতাব লেখা হয়েছে!
৩. কুরআনে ‘আল্লাহু, প্রচলিত হাদিসে ‘আল্লাহু আকবার!
৪. কুরআনে ‘একটি কিতাবের অনুসরণের নির্দেশ, প্রচলিত হাদিসে ‘দুইটির!
৫. কুরআনে ‘দয়াময় শিক্ষা দিয়েছেন কুরআন, বুখারি-মুসলিমে ‘রাসূল শিক্ষা দিয়েছেন ‘হাদিস!
৬. কুরআনে ‘জিব্রীল পৌঁছে দিতেন কুরআন, প্রচলিত হাদিসে ‘হাদিস!
৭. কুরআনে ‘রাসূলকে ওহী অনুসরণের নির্দেশ, প্রচলিত হাদিসে ‘রাসূলের আদেশ-নিষেধ অনুসরণ কর!
৮. কুরআনে ‘দীনের নামে সকল কিতাব বর্জনীয়, বুখারি-মুসলিমে ‘আল্লাহ বলেন ও জিবরাঈলের নাম দিয়ে লেখা!
৯. কুরআনে ‘জন্মের দিনে শিশুর নাম রাখ…, প্রচলিত হাদিসে ‘সপ্তম দিনে পশু যবেহ … মাথা মুড়াও!
১০. কুরআনে ‘ওহী অনুসরণের নির্দেশ, প্রচলিত হাদিসে ‘রাসূলের নির্দেশের অনুসরণের নির্দেশ!
১১. কুরআনে ‘মানুষের প্রশ্নের জবাব আল্লাহ্ দিয়েছেন, প্রচলিত হাদিসে ‘রাসূল দিয়েছেন!
১২. কুরআনে ‘কুরআন সব মানুষের গ্রন্থ, বুখারি-মুসলিমে ‘শুধুমাত্র মুসলিমদের!
১৩. কুরআনে ‘কুরআন শিক্ষা গ্রহণের জন্য সহজ, প্রচলিত হাদিসে ‘কঠিন!
১৪. কুরআনে ‘কুরআন নাযিল দুই প্রকার আয়াতে, প্রচলিত হাদিসে ‘পাঁচ প্রকারে!
১৫. কুরআনে ‘হাদিস ২ প্রকার, মেশকাত শরীফে ‘হাদিস ২৮ প্রকার!
১৬. কুরআনে ‘কিতাব ও হিকমত শিক্ষা দাও, প্রচলিত হাদিসে
১৭. কুরআনে ‘সূন্নত আল্লাহ্র, বুখারি-মুসলিমে ‘সূন্নত রাসূলের!
১৮. কুরআনে ‘রাসূলের সংগীদের সমযোগ্যতা অর্জন, প্রচলিত হাদিসে ‘রাসূলের সূন্নতকে দৃঢ়ভাবে ধর!
১৯. কুরআনে ‘নর-নারী একে অপরের অংশ, বুখারি-মুসলিমে ‘অধিকাংশ নারী জাহান্নামি!
২০. কুরআনে ‘রাসূলকে অনুসরণ, প্রচলিত হাদিসে ‘সাহাবীদের!
২১. কুরআনে ‘আল্লাহ কারো শ্রমফল নষ্ট করেন না, বুখারি - মুসলিমে ‘কর্মের ফলাফল নিয়তের উপর নির্ভরশীল!
২২. কুরআনে ‘নর হত্যা নিষিদ্ধ, বুখারি -মুসলিমে, ‘নিরিহ ১০০ জনকে হত্যাও করলে জান্নাত!
২৩. কুরআনে ‘মুরতাদের শাস্তি আল্লাহ দিবেন, বুখারি-মুসলিমে ‘মুরতাদকে হত্যা করলে জান্নাত!
২৪. কুরআনে ‘যিনা ও চুরি করলে শাস্তি, বুখারি-মুসলিমে ‘জান্নাত!
২৫. কুরআনে ‘সুলায়মান কে পরীক্ষা, বুখারি-মুসলিমে ‘১০০ জন স্ত্রীর নিকট গমন!
২৬. কুরআনে ‘পরীক্ষার জন্য সৃষ্টি, বুখারি-মুসলিমে ‘সৃষ্টির আগেই কে কি করবে তা লেখে রাখা হয়েছে!
২৭. কুরআনে ‘আদমকে সৃষ্টির পর ফিরিশতাদের নির্দেশ দিয়েছেন, ‘বুখারি-মুসলিমে ‘আদমকে!
২৮. কুরআনে ‘সালামুন আলাইকুম, বুখারি-মুসলিমে ‘আসছামু আলাইকুম
২৯. কুরআনে ‘মানুষ সৃষ্টি পরীক্ষার জন্য, প্রচলিত হাদিসে ‘তকদীর নির্দিষ্ট!
৩০. কুরআনে ‘মানব সৃষ্টি পর্যাক্রমে, বুখারি-মুসলিমে, ‘আমল, মৃত্যু, রিযক … ইত্যাদি নির্ধারিত!
৩১. কুরআনে ‘আদম সন্তানের স্বীকারোক্তি গ্রহণ, প্রচলিত হাদিসে, ‘নির্দিষ্ট করে জান্নাত ও জাহান্নামের জন্য সৃষ্টি!
৩২. কুরআনে ‘কলমের সাহায্যে শিক্ষা গ্রহণ কর, প্রচলিত হাদসে ‘কলম ভুত-ভবিষ্যৎ সবই লিখেছে!
৩৩. কুরআনে ‘সৎকর্মে জান্নাত, অস্বীকৃতিতে জাহান্নাম, প্রচলিত হাদিসে ‘পূর্ব নির্ধারিত!
৩৪. কুরআনে ‘আদমকে নাম শিক্ষা দিলেন, প্রচলিত হাদিসে ‘ভাবি-সন্তান বের করলেন!
৩৫. কুরআনে ‘সমস্ত কিছু সৃষ্টি ছয় দিনে, প্রচলিত হাদিসে ‘অন্য কিছু সাত দিনে!
৩৬. কুরআনে ‘ইবলিস ও তার অনুসারিরা জাহান্নামি ‘প্রচলিত হাদিসে ‘ক্ষমা চাইলে ক্ষমা করব!
৩৭. কুরআনে ‘আল্লাহর খলিফা সৃষ্টি, প্রচলিত হাদিসে ‘ফিরিশতাদের দাবি আখিরাত!
৩৮. কুরআনে ‘মূসাকে কিতাব দেওয়া হয় পর্বতে, প্রচলিত হাদিসে ‘আদম সৃষ্টির চল্লিশ বছর আগে!
৩৯. কুরআনে ‘রাসূল গায়েব জানতেন না, প্রচলিত হাদিসে ‘সৃষ্টির দুই হাজার বছর আগের খবর জানতেন!
৪০. কুরআনে ‘পরিচ্ছদ স্থান-কাল-পাত্র ভেদে, বুখারি-মুসলিমে ‘টাখনার নীচে গেলে জাহান্নাম!
৪১. কুরআনে ‘মদ ও জুয়া থেকে নিবৃত্ত হও, বুখারি-মুসলিমে ‘মদ বিক্রি হারাম ও সংশ্লিষ্টদেরকে লা‘নৎ!
৪২. কুরআনে ‘সালাম দিবে কল্যাণ কামনা করে, প্রচলিত হাদিসে ‘দুইবার আসসালামু আলাইকুম!
৪৩. কুরআনে ‘মূসার নয়টি নিদর্শন, প্রচলিত হাদিসে ‘ভিন্ন দশটি!
৪৪. কুরআনে ‘আল্লাহ যা ইচ্ছ সৃষ্টি করেন, প্রচলিত হাদিসে ‘এক হাজার!
৪৫. কুরআনে ‘নবি-রাসূলে সংখ্যা আল্লাহ বলেন নি, প্রচলিত হাদিসে ‘এক লক্ষ চব্বিশ হাজার!
৪৬. কুরআনে ‘কুরআন সহজ, বুখারি-মুসলিমে ‘সাত রীতিতে পাঠ!
৪৭. কুরআনে ‘শয়তানের কিতাব’ বর্জন কর, বুখারি-মুসলিমে ‘আমল যাই হোক জান্নাতে যাবে!
৪৮. কুরআনে ‘কুরআন পাঠে প্রার্থনা, বুখারি-মুসলিমে ‘রাগ বিতাড়নের দু’আ!
৪৯. কুরআনে ‘ঈমান একরকম, প্রচলিত হাদিসে ‘ঈমান অন্যরকম!
৫০. কুরআনে ‘মুত্তাকিদের পরিচয়, প্রচলিত হাদিসে ‘অন্য কিছু!
৫১. কুরআনে ‘মু’মিনদের গুনাবলী, বুখারি-মুসলিমে ‘ভিন্ন কিছু!
৫২. কুরআনে ‘মু’মিন সালাত ও ব্যয়ে /যাকাতে, প্রচলিত হাদিসে ‘৪টি বিষয় বিশ্বাসে!
৫৩. কুরআনে ‘দীনের ভাইদের পরিচয়, প্রচলিত হাদিসে ‘ব্যতিক্রম!
৫৪. কুরআনে ‘সালাত ও যাকাতে মুসলিম, বুখারিতে ‘সালাত, কিবলা ও পশুর গোশতে!
৫৫. কুরআনে ‘মসজিদ পরিচালনাকারী সালাত ও যাকাতে একনিষ্ঠ, প্রচলিত হাদিসে ‘মসজিদে নিয়মিত আসে-যায়!
৫৬. কুরআনে ‘ইমামের গুণাবলী ৪টি, প্রচলিত হাদিসে ‘অন্য ১টি!
৫৭. কুরআনে ‘ইমামের গুণাবলী ৪টি, মুসলিমে ‘সালাতই প্রধান!
৫৮. কুরআনে ‘মুনাফিকের গুনাবলী ৩টি, বুখারি-মুসলিমে ‘৩টি ও পাক্কা মুনাফিকের ৪টি।
৫৯. কুরআনে ‘মসজিদুল হারাম নিরাপদ, বরকতময় ও বিশ্বজগতের দিশারী, ‘এক সালাত অন্যান্য মসজিদে এক লক্ষ সালাতের সমান!
৬০. কুরআনে ‘তাওহীদের কালেমা, মুসলিমরা বুখারি-মুসলিমেরটাও মানে না!
৬১. কুরআনে ‘লা ইলাহা ইল্লাল্লাহু’তে অহংকার, বুখারি-মুসলিমে ‘জান্নাত!
৬২. কুরআনে ‘জান্নাত ঈমান ও সৎকর্মে, বুখারি-মুসলিমে ‘লা ইলাহ ইল্লাল্লাহু ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহে!
৬৩. কুরআনে ‘কুরআন সংকলন কাগজে, বুখারিতে খেজুর ডালা, সাদা পাথর, পশুর হাড় ও মানুষের স্মৃতিতে!
৬৪. কুরআনে ‘ইব্রাহীমের ধর্মাদর্শ, বুখারি-মুসলিমে … রাসূলের!
৬৫. কুরআনে ‘আল্লাহর ‘ইবাদতে শরিক করা যাবে না, বুখারি-মুসলিমে রাসূলকে শরিক কর!
৬৬. কুরআনে ‘রাসূল পড়তে পারতেন, ‘বুখারি-মুসলিমে ‘নিরক্ষর!
৬৭. কুরআনে ‘কুরআন তিলাওয়াত যতটুকু সহজসাধ্য, প্রচলিত হাদিসে ‘প্রত্যেক সপ্তাহে একবার খতম!
৬৮. কুরআনে ‘রাব্বুনাল্লাহুতে পুরুস্কার, ‘বুখারি-মুসলিমে ‘সোবহানাল্লাহি …
৬৯. কুরআনে ‘অসহায়দের সহায়, বুখারি-মুসলিমে, বেশ্যাবৃত্তিতে জান্নাত!
৭০. কুরআনে ‘অনেকে জান্নাতে যাবে, বুখারি-মুসলিমে ‘হাজারে একজন!
৭১. কুরআনে ‘অধিকাংশের অনুসরণ নয়, প্রচলিত হাদিসে ‘অধিকাংশের
৭২. কুরআনে ‘কিয়ামতের নিদর্শন সূর্য নিষ্প্রভ, বুখারি-মুসলিমে ‘সূর্য পশ্চিম দিক থেকে উদয়!
৭৩. কুরআনে ‘কিয়ামতের জ্ঞান আল্লাহ্রই, প্রচলিত হাদিসে ‘রাসূলের!
৭৪. কুরআনে ‘জান্নাতিদের খাদ্য উন্নতমানের, বুখারি-মুসলিমে ‘নিম্মানের!
৭৫. কুরআনে ‘আল্লাহ স্বয়ংসম্পূর্ণ, বুখারি-মুসলিমে ‘কাঙ্গাল!
৭৬. কুরআনে ‘আল্লাহর বিধান যেন নূর, বুখারি-মুসলিমে ‘সংকীর্ণ!
৭৭. কুরআনে ‘আল্লাহ্ খেতে বলেছেন, বুখারি-মুসলিম ‘নিষেধ করেছে!
৭৮. কুরআনে ‘হালাল পোষাক, বুখারি-মুসলিমে ‘হারাম!
৭৯. কুরআনে ‘দীনের কাজে পারিশ্রমিক হারাম, বুখারি ও অন্য হাদিসে হালাল!
৮০. কুরআনে ‘আল্লাহর কিতাব শিক্ষাদাতা পুরুস্কার প্রাপ্ত, মুসলিমে ‘জাহান্নাম!
৮১. কুরআনে ‘আল্লাহর পথে নিহত ব্যক্তি রিয্ক প্রাপ্ত, মুসলিমে ‘জাহান্নাম!
৮২. কুরআনে ‘দাঊদ ছিলেন রাজা-ধিরাজ ও বিচারক, বুখারিতে ‘শ্রমিক!
৮৩. কুরআনে ‘আলেম ও ধনী সম্প্রদায়কে শাস্তির ভয়, প্রচলিত হাদিসে ‘শুধু ধনীকে!
৮৪. কুরআনে ‘আল্লাহ্র উম্মত, বুখারি ও অন্য হাদিসে ‘রাসূলের উম্মত!
৮৫. কুরআনে ‘সকল মানুষ আল্লাহর খলিফা, বুখারি-মুসলিমে ‘আবূ বকর, ওমর … রাসূলের খলিফা!
৮৬. কুরআনে ‘রাসূলের সালাত, ইবাদত, জীবন ও মরণ আল্লাহ্র উদ্দেশ্যে, প্রচলিত হাদিসে ‘আমাদের ইবাদতের একাংশ রাসূলের উদ্দেশ্যে!
৮৭. কুরআনে ‘মৃত্যুর সময় তওবা নেই, প্রচলিত হাদিসে ‘তওবা আছে!
৮৮. কুরআনে ‘মৃত ব্যক্তিকে শুনানো অসম্ভব ‘মুসলিম ও অন্য হাদিসে সম্ভব!
৮৯. কুরআনে ‘একজনের ইবাদত অন্য জন করতে পারে না, বুখারি-মুসলিমে ‘পারে!
৯০. কুরআনে ‘ঘর হতে বের হওয়র সময় কল্যাণের দু‘আ, প্রচলিত হাদিসে ‘বেশি বেশি চাওয়া!
৯১. কুরআনে ‘আল্লাহ্র কিাতাব মানলে ‘সিদ্দীক ও শহীদ, বুখারি-মুসলিমে ‘যে কোন ভাবে মরলেই শহীদ!
৯২. কুরআনে ‘মাটির কবরে আযাব নেই, প্রচলিত হাদিসে ‘আছে!
৯৩. কুরআনে ‘কবরবাসীকে শুনানো অসম্ভব, প্রচলিত হাদিসে ‘সম্ভব!
৯৪. কুরআনে ‘রাসূলের নাম একরকম, প্রচলিত হাদিসে ‘ভিন্ন রকম!
৯৫. কুরআনে ‘কেউ কারো সুপারিশকারী নয়, বুখারি-মুসলিমে ‘রাসূল আমাদের জন্য সুপরিশকারী!
৯৬. কুরআনে ‘প্রাসাদের উপর প্রাসাদ, প্রচলিত হাদিসে ‘একখানা ঘর, একটুরা কাপড়, শুকনারুটি ও কিছু পানি!
৯৭. কুরআনে ‘কেউ কারো কোন উপকারে আসবে না, প্রচলিত হাদিসে ‘অপরাধীরাও জান্নাতে যাবে!
৯৮. কুরআনে ‘রাসূল নিজের ভালো-মন্দ জানতেন না, বুখারি-মুসলিমে ‘১০ জনের জান্নাতের সার্টিফিকেট!
৯৯. কুরআনে ‘বিবাহে মাহর বাধ্যতামূলক, বুখারি-মুসলিমে ‘কুরআনের যা জান বা ইসলাম!
১০০. কুরআনে ‘মুশরিকদের বিবাহ নিষেধ, প্রচলিত হাদিসে ‘ধনীকে বিবাহ!
১০১. কুরআনে ‘আয়্যিম’ এর বিবাহের ব্যবস্থা কর, বুখারি-মুসলিমে ‘সিয়াম সাধনা!
১০২. কুরআনে ‘বিয়ে নবির জন্য ক্সবধ, প্রচলিত আছে ‘মু‘মিনদের!
১০৩. কুরআনে ‘যেভাবে ইচ্ছা গমন কর, প্রচলিত হাদিসে ‘আজল করলে কন্যা সমাধিস্থত করা!
১০৪. কুরআনে ‘জীবন্ত কন্যা শিশুকেকে অপরাধ সম্পর্কে প্রশ্ন, প্রচলিত হাদিসে ‘জাহান্নাম!
১০৫. কুরআনে ‘তালাকপ্রাপ্তা ৩ মাস অপেক্ষা, প্রচলিত হাদিসে ‘১৪ মাস!
১০৬. কুরআনে ‘তালাক দিতে সাক্ষী লাগে, প্রচলিত হাদিসে ‘সাক্ষী ছাড়াই তালাক!
১০৭. কুরআনে ‘তিন তালাক, অপেক্ষা তিন রজঃস্রাব, প্রচলিত হাদিসে ‘দুই তালাক, অপেক্ষা দুই রজঃস্রাব! .. ..
১০৮. কুরআনে ‘স্ত্রী তালাক ইদ্দতের প্রতি লক্ষ্য রেখে, প্রচলিত হাদিসে ‘যখন তখন!
১০৯. কুরআনে ‘অবিনশ^র আল্লাহ ‘আরশে’ সমাসীন, বুখারি-মসলিমে ‘মু‘আজের মৃত্যুতে ঐ ‘আরশে’ কেঁপেছিল!
১১০. কুরআনে ‘হায়জ অবস্থায় স্ত্রী মিলন বর্জন কর, বুখারি-মুসলিমে ‘সালাত ও সিয়াম সাধনা বন্ধ!
১১১. কুরআনে ‘রজঃস্রাব কালে স্ত্রী মিলন বর্জন, প্রচলিত হাদিসে ‘অর্ধবা এক দিনার সদ্কার বিনিময়ে কর!
১১২. কুরআনে ‘মদ, জুয়া … বর্জন কর, প্রচলিত হাদিসে ‘৪০/৮০ দোররা মার!
১১৩. কুরআনে ‘যিনার শাস্তিতে সাক্ষী প্রয়োজন, বুখারি-মুসলিমে ‘সাক্ষী ছাড়াই পাথর নিক্ষেপে হত্যা!
১১৪. কুরআনে ‘লূতের সম্প্রদায়কে আল্লাহ শাস্তি দিয়েছেন, প্রচলিত হাদিসে ‘এমন কর্মে লিপ্তদের হত্যা কর!
১১৫. কুরআনে ‘যিনার শাস্তি বেত্রাঘাত, বুখারি-মুসলিমে ‘বেত্রাঘাতসহ দেশান্তর ও পাথর নিক্ষেপে হত্যা!
১১৬. কুরআনে ‘নারী-পুরুষের খাত্না নেই, প্রচলিত হাদিসে ‘আছে!
১১৭. কুরআনে ‘রাসূলকে অনুসরণ করতেন অধম ও ইতর জনেরা, প্রচলিত হাদিসে ‘তারাই সর্বপ্রথম যাবে হাউযে!
১১৮. কুরআনে ‘আল্লাহ্ সুন্দর সুন্দর নাম, অর্থ বুঝে নাম রাখুন!
১১৯. কুরআনে ‘সুদখোর চিরস্থায়ী জাহান্নামী, হাদিসে ‘কুরুচিপূর্ণ উক্তি’
১২০. কুরআনে ‘কখনই আল্লাহ্কে দেখা যাবে না, বুখারি-মুসলিমে ‘রাসূল আল্লাহ্কে দুইবার দেখেছেন!
১২১. কুরআনে ‘অন্ধ অবস্থায় উত্থিত করা হবে, বুখারি-মুসিলমে ‘বাদশা হয়ে প্রশ্ন!
১২২. কুরআনে ‘সৎকাজ করলে দশগুণ, প্রচলিত হাদিসে ‘এক হরফ উচ্চারণ করলে দশ নেকি!
১২৩. কুরআনে ‘যিকির একা একা নিরবে, বুখারি-মুসলিমে ‘উচ্চ স্বরে মানুষ দলে!
১২৪. কুরআনে ‘রাসূলের মৃত্যু একবার, বুখারি-মুসলিমে ‘তিন বার!
১২৫. কুরআনে ‘ঈসা একবার এসেছিলেন, বুখারি-মুসলিমে ‘দু’বার পুনরাগমন!
১২৬. কুরআনে ‘কুরআন পাঠে আঊযূবিল্লাহ…, প্রচলিত হাদিসে ‘ওযূ!
১২৭. কুরআনে ‘মূসা নবীর রজনীতে ভ্রমণ একবার, বুখারি-মুসলিমে ‘মুহাম্মাদের উর্ধ্ব গমন (মিরাজ) তিনবার!
১২৮. কুরআনে ‘পাঁচ বার সাব্বি-হামদ, প্রচলিত হাদিসে ‘সালাত!
১২৯. কুরআনে ‘জুমু‘আর দিনে সালাতের আহ্বান,প্রচলিত হাদিসে ‘মু‘আজ্জিনের আজানের বাক্যে জান্নাত!
১৩০. কুরআনে ‘সাবতের দিনই জুমু‘আ, বুখারি-মুসলিমে ‘শুক্রবার!
১৩১. কুরআনে ‘জুমু‘আর সালাত বাধ্যতামূলক, প্রচলিতে হাদিসে ‘এক দিনার বা অর্ধ দিনারের বিনিময়ে ছাড়!
১৩২. কুরআনে ‘ওজূতে মাথা ও পা মসেহ করার নির্দেশ, বুখারি-মুসলিমে ‘মাথা মসেহ ও পা ধৌত!
১৩৩. কুরআনে ‘গোসল অর্থ শরীরের নির্দিষ্ট অঙ্গ ধে․ত করা, প্রচলিত হাদিসে ‘সমস্ত শরীর!
১৩৪. কুরআনে ‘জুমু‘আর দিনে মু’মিনদেরকে সালাতের আহ্বান, বুখারি-মুসলিমে ‘লক্ষ্যহীনভাবে!
১৩৫. কুরআনে ‘সালাম একবার, প্রচলিত হাদিসে ‘তিনবার, তাও ওযূর বা তায়াম্মাূর পর!
১৩৬. কুরআনে ‘প্রসাব-পায়খানার পর পানি, প্রচলিত হাদিসে ‘প্রতিবার তিনটি করে ঢেলা!
১৩৭. কুরআনে ‘সালাতের আগে ওযূ, বুখারি-মুসলিমে ‘ওযূর পুরুস্কার!
১৩৮. কুরআনে ‘সালাতের আগে ওযূ, প্রচলিত হাদিসে ‘ওযূ ছাড়াই সালাত!
১৩৯. কুরআনে, সবদিকই আল্লাহ্র দিক, বুখারি-মুসলিমে ‘কা’বা!
১৪০. কুরআনে ‘মসজিদুল হারামের দিকে মুখ ফিরাও, প্রচলিত হাদিসে ‘কা’বার দিকে পা রাখ!
১৪১. কুরআনে ‘পূর্ব ও পশ্চিম আল্লাহরই, বুখারি-মুসলিমের ‘পূর্ব বা পশ্চিশ দিকে ফিরে প্রসাব-পায়খানা!
১৪২. কুরআনে ‘সালাতের নাম ৩টি, প্রচলিত হাদিসে ‘২০ এর অধিক!
১৪৩. কুরআনে, ‘সালাত মধ্যম স্বরে, প্রচলিত হদিসে, ‘সালাত নিরবে!
১৪৪. কুরআনে ‘সালাত মধ্যম স্বরে, প্রচলিত হাদিসে ‘উচ্চ ও নিঃশব্দে!
১৪৫. কুরআনে ‘সালাতে সালাত (প্রার্থনা) পাঠ, প্রচলিত হাদিসে ‘মানব রচিত!
১৪৬. কুরআনে ‘সালাত ও যাকাতে হয় রুকুকারী, প্রচলিত হাদিসে ‘হাটুতে দুই হাত রাখলে!
১৪৭. কুরআনে ‘সিজদাকারী আল্লাহর আয়াত তিলাওয়াতে, মান্য করায় …, প্রচলিত হাদিসে ‘মাটিতে মাথা রাখায়!
১৪৮. কুরআনে ‘প্রার্থনাতে সৎকর্মপরায়ণদের পুরুস্কার, প্রচলিত হাদিসে ‘যে যে প্রর্থনা করবে তার তার পুরুস্কার!
১৪৯. কুরআনে ‘সালাওয়াতিল ওসতা একবার, প্রচলিত হাদিসে ‘তিন বার!
১৫০. কুরআনে ‘সালাতুল ফজর ও ইশা, বুখারি-মুসলিমে ‘অতিরিক্ত যোহর, আসর ও মাগরিব!
১৫১. কুরআনে ‘নিরাপদে যথাযথ সালাত, বুখারি-মুসলিমে ‘কসর!
১৫২. কুরআনে ‘সফরে কাফিরদের ফিতনার ভয়ে সালাত কসর, মুসলিমে ‘নিরাপদে কসর!
১৫৩. কুরআনে ‘জান্নাতে একটি গৃহ, প্রচলিত হাদিসে ‘হাজার হাজার!
১৫৪. কুরআনে ‘জান্নাত ঈমান ও সৎকর্মে, বুখারি-মুসলিমে ‘সালাত, যাকাত ও সিয়ামে!
১৫৫. কুরআনে ‘মসজিদে প্রবেশ হবে ভয়-বিহ্বল হয়ে, হাদিসে ‘জুতা পায়ে সালাত!
১৫৬. কুরআনে ‘আল্লাহর ‘ইবাদতে কাউকেও শরিক করা যাবে না, প্রচলিত হাদিসে ‘রাসূলকেও শরিক কর!
১৫৭. কুরআনে ‘জুমু‘আর সালাতে আসাই শ্রেয়, বুখারি-মুসলিমে ‘উট, গরু, দুম্বা ইত্যাদি কুরবানির পুরুস্কার!
১৫৮. কুরআনে ‘জুমু‘আর সালাত উত্তম, হাদিসে ‘সালাতে না আসলে আল্লাহ বিমুখ!
১৫৯. কুরআনে ‘সালাত ও যাকাতে সম্মিলিত হও, বুখারি-মুসলিমে ‘জুমু‘আর ও ইশা সালাতে না আসলে ঘরে আগুন লাগানোর ইচ্ছা!
১৬০. কুরআনে ‘সালাতের পর কাজ, প্রচলিত হাদিসে ‘দু‘আ!
১৬১. কুরআনে ‘কুরআনে যোহর, প্রচলিত হাদিসে ‘সালাত!
১৬২. কুরআনে ‘কুরআনে আসর, প্রচলিত হাদিসে ‘সালাত!
১৬৩. কুরআনে ‘কুরআনে মাগরিব, প্রচলিত হাদিসে ‘সালাত!
১৬৪. কুরআনে ‘তাহাজ্জুদ, প্রচলিত হাদিসে ‘সালাত!
১৬৫. কুরআনে ‘রাসূলের দৃষ্টি শক্তি সামনে, বুখারি-মুসলিমে ‘সামনে ও পিছনে!
১৬৬. কুরআনে ‘সালাত নিজগৃহে ও মসজিদে, প্রচলিত হাদিসে ‘বাগানে!
১৬৭. কুরআনে ‘বোধশক্তিহীনের সালাত, বুখারি-মুসলিমে ‘সালাতীর সামনে চলা ৪০/১০০ বছর অপেক্ষার মত!
১৬৮. কুরআনে, ‘ঈদের সালাত নেই, বুখারি-মুসলিমে ‘আছে!
১৬৯. কুরআনে ‘কাফিরদের ফিতনার ভয়ে সালাত কসর, মুসলিমে ‘নিরাপদে!
১৭০. কুরআনে ‘রাসূল স্বজাতির ভাষায়, প্রচলিত হাদিসে ‘আরবিতে!
১৭১. কুরআনে ‘সালাত অশ্লীল ও মন্দ কার্য হতে বিরত রাখে, বুখারি-মুসলিমে ‘পঁচিশ / সাতাইশ গুণ সওয়াব!
১৭২. কুরআনে ‘ফজর সূর্যোদয়ের পূর্বে ও ইশার সময় সূর্যাস্তের পরে, বুখারি-মুসলিমে আরো আগে, আরো পরে!
১৭৩. কুরআনে ও প্রচলিত হাদিসে তারাবির সালাত নেই!
১৭৪. কুরআনে ‘দু’আর পরে ‘রাব্বানা ওয়াতাকাব্বাল্ দু-আয়ি, বুখারি-মুসলিমে ‘আমিন!
১৭৫. কুরআনে ‘প্রথম হিসাব কুরআন প্রচার, প্রচলিত হদিসে ‘সালাত!
১৭৬. কুরআনে ‘ফিতরা নেই, বুখারি-মুসলিমে ‘ফরজ!
১৭৭. কুরআনে, ‘সদ্কা দাতার জন্য দু’আ, প্রচলিত হাদিসে,‘ফরয সালাতের পর!
১৭৮. কুরআনে ‘দরিদ্র শ্রমিকেরা সদ্কা দিত, ‘বুখারি-মুসলিমে ‘ত্রিশ মন ফসল, সাড়ে সাত ভরি স্বর্ণ ও ৪০টি উটের কমে সদ্কা নেই!
১৭৯. কুরআনে ‘উপার্জিত অর্থ প্রাপ্তির দিনে ও ফসল কর্তনের দিনে, প্রচলিত হাদিসে ‘বছর শেষে!
১৮০. কুরআনে ‘সদ্কা ৮টি খাতে ব্যয় ফরজ, বুখারি-মুসলিমে ‘আত্মীয়দের দিলে দিগুণ সওয়াব!
১৮১. কুরআনে ‘সদকা অর্থ বোঝায়, বুখারি-মুসলিমে ‘কথা!
১৮২. কুরআনে ‘রাসূল সদকা নিতেন, বুখারি-মুসলিমে ‘হারাম!
১৮৩. কুরআনে ‘অর্জিত সম্পদের পাঁচ ভাগের এক ভাগ ব্যয় কর, বুখারিতে ‘ফসলের দশ ভাগের এক ভাগ, বিশ ভাগের এক ভাগ ও সম্পদের চল্লিশ ভাগের একভাগ!
১৮৪. কুরআনে ‘মিসকিনকে খাদ্যদান … কর, প্রচলিত হাদিসে ‘মিসকিন ৪০ বছর আগে জান্নাতে যাবে!
১৮৫. কুরআনে ‘ফকিরকে সদকা দান কর, হাদিসে, ‘৫০০ বছর আগে জান্নাতে যাবে!
১৮৬. কুরআনে ‘কুরআনে কাউসার, প্রচলিত হাদিসে, হাউয!
১৮৭. কুরআনে ‘সঠিক দীন সালাত ও যাকাতে, বুখারি-মুসলিমে ‘পাঁচটি সালাত ও সদকায়!
১৮৮. কুরআনে ‘মিতব্যয়ী হওয়ার নির্দেশ, প্রচলিত হাদিসে ‘নিঃস্ব!
১৮৯. কুরআনে ‘রাসূল শেষ জীবনে ধনী ছিলেন, বুখারি-মুসলিমে ‘দরিদ্র!
১৯০. কুরআনে ‘প্রয়োজনে ঋণ পরিশোধ করবে আমেল, হাদিসে ‘ব্যর্থ হলে জাহান্নাম!
১৯১. কুরআনে ‘অসহায়দের ঋণ পরিশোধ করবে আমেল, প্রচলিত হাদিসে ‘দু‘আ!
১৯২. কুরআনে ‘শোভার বস্তু হালাল, বুখারি-মুসলিমে ‘হারাম!
১৯৩. কুরআনে ‘কিয়ামতের বর্ণনা, বুখারি-মুসলিমে ‘অবাস্তব-কল্পকাহিণী!
১৯৪. কুরআনে ‘দানের কথা প্রচারে নিষ্ফল, মুসলিমে ‘জাহান্নাম!
১৯৫. কুরআনে ‘ওসিয়াত মৃত্যুকাল উপস্থিত হলে, বুখারি-মুসলিমে ‘মৃত্যুকাল উপস্থিত হওয়ার আগেই!
১৯৬. কুরআনে ‘সিয়াম নির্দিষ্ট সংখ্যক, বুখারি-মুসলিমে ‘এক মাস!
১৯৭. কুরআনে ‘একটি সিয়ামের বদলে একটি, বুখারি-মুসলিমে ৬০টি!
১৯৮. কুরআনে ‘ইফতার শাফাকের পর, বুখারি-মুসলিমে ‘সূর্যাস্তের পর!
১৯৯. কুরআনে ‘লাইলাতুল কদর প্রথম রমযানে পূর্ণচন্দ্রের রাত, বুখারি-মুসলিমে ‘২১, ২৩, ২৫, ২৭, ২৯ তারিখে, মুসলিমে সারা বছরে!
২০০. কুরআনে ‘সিয়ামের রাত্রে স্ত্রী মিলন, বুখারি-মুসলিমে ‘দিনে!
২০১. কুরআনে ‘রমযান মাসে সিয়াম সাধনা কল্যাণকর, বুখারি-মুসলিমে ‘আসমানের, জান্নাতের, রহমতের দরজাসমূহ খোলা হয়!
২০২. কুরআনে ‘রমযানে সিয়াম সাধনা কল্যাণকর, বুখারি-মুসলিমে ‘পূর্বের সকল গোনাহ ক্ষমা ও নেকীতে পরিবর্তন!
২০৩. কুরআনে ‘রমযান মাসে সিয়াম সাধনা, বুখারি-মুসলিমে ‘রমযানে ও শওয়ালে ছয়টি এবং রমযানে একটি অন্য মাসে সত্তরটি!
২০৪. কুরআনে ‘দিনে সিয়াম, রাতে ই‘তেকাফ, প্রচলিত হাদিসে ‘দিনে সিয়াম, রাতে সালাত!
২০৫. কুরআনে ‘মহিমান্বিত রজনী সহস্র মাস অপেক্ষা শ্রেষ্ঠ, বুখারি-মুসলিমে ‘ঐ রাত্রের ‘ইবাদতে পূর্বের সকল গুনাহ মাফ হয়!
২০৬. কুরআনে ‘ই‘তিকাফকালে স্ত্রী-সম্ভোগ নিষেধ, প্রচলিত হাদিসে ‘রোগী দেখা, জানাযাতে উপস্থিত ও স্ত্রীর সাথে ঘেষাষি নিষেধ!
২০৭. কুরআনে ‘হজ্জ ৪টি হারাম মাসে, প্রথম হজ্জ রমযান মাসে, বুখারি-মুসলিমে ‘হজ্জ জিলহজ্জ মাসের ৯ তারিখে!
২০৮. কুরআনে ‘নূতন চাঁদ মানুষ ও হজ্জের জন্য সময় নির্দেশক, বুখারি-মুসলিমে ‘সিয়াম সাধনার নির্দেশ!
২০৯. কুরআনে ‘হজ্জে কল্যাণময় স্থানে উপস্থিত হবে, বুখারি-মুসলিমে ‘ভুমিষ্ট সন্তানের মত নিষ্পাপ হবে!
২১০. কুরআনে ‘হজ্জ কা’বার ভিতরে, প্রচলিত হাদিসে ‘বাইরে!
২১১. কুরআনে ‘কুরবানী প্রাচীন গৃহের নিকট, প্রচলিত হাদিসে ‘ঘরে ঘরে!
২১২. কুরআনে ‘গলায় মালা পরিহিত পশু, বুখারি-মুসলিমে ‘কুরবানির পশুর গলায় জুতার মালা!
২১৩. কুরআনে ‘উমরা অর্থ কুরবানি, বুখারি-মুসলিমে ‘হজ্জ!
২১৪. কুরআনে ‘হজ্জের সময় স্ত্রী-মিলন ও স্থলের শিকার হারাম, বুখারি-মুসলিমে ‘হালাল!
২১৫. কুরআনে ‘আগে কুরবানী, পরে মাথা মুন্ডন, বুখারিতে ‘আগে মাথা মুন্ডন, পরে কুরবানী!
২১৬. কুরআনে ‘কবর পার্শে দাঁড়ান নিষেধ, বুখারি-মুসলিমে ‘রবের আসনে অধিষ্ঠিত!
২১৭. কুরআনে ‘মৃত্যুর প্রার্থনা, প্রচলিত হাদিসে ‘কবরে রাখ রাসূলের মিল্লাতে!
২১৮. কুরআনে ‘কুরআন মনোরোগের আরগ্য, বুখারি-মুসলিমে ‘মৃত্যু ছাড়া সকল রোগের!
২১৯. কুরআনে ‘মুহাম্মাদকে পুরুস্কারের প্রতিশ্রুতি, বুখারি-মুসলিমে ‘জান্নাতের উচ্চ মর্যাদার জন্য প্রার্থনা!
২২০. কুরআনে ‘কৃতকর্ম প্রত্যক্ষ করবে, বুখারি-মুসলিমে ‘সরিষা পারমাণ ঈমান থাকলে জাহান্নাম থেকে জান্নাত!
২২১. কুরআনে ‘সৎকর্মশীলদের … … জান্নাত, প্রচলিত হাদিসে ‘মু‘মিনদের সন্তানসহ জান্নাতে ও কাফির-মুশরিকদের জাহান্নাম!
২২২. কুরআনে ‘মুত্তাকীরা মর্যাদাসম্পন্ন, বুখারি-মুসলিমে ‘কুরাইশরা!
২২৩. কুরআনে ‘কুরায়শদের ‘ইবাদতের নির্দেশ, প্রচলিত হাদিসে ‘কুরায়শরা সর্বেসর্বা!
২২৪. কুরআনে ‘আত্মহত্যা কর, প্রচলিত হাদিসে ‘আত্মহত্যা করলে শাস্তি!
২২৫. কুরআনে ‘বনী ইসরাঈল বার গোত্রে বিভক্ত, বুখারি-মুসলিমে ‘বারজন খলীফা রাষ্ট্র রাষ্ট্রপরিচালনা করবে!
২২৬. কুরআনে ‘মন্দ কাজের বিচার, প্রচলিত হাদিসে ‘অপরাধিকে ভালো কাজ করতে দাও!
২২৭. কুরআনে ‘জাহান্নামের আগুন প্রচন্ডতম, বুখারি-মুসলিমে ‘দুনিয়ার আগুন ৭০ ভাগের ১ ভাগ!
২২৮. কুরআনে ‘আমাদের অন্তরকে সত্য লংঘন করবেন না, প্রচলিত হাদিসে ‘দীনের জন্য মজবুত রাখুন!
২২৯. কুরআনে ‘সকল রাসূল বাজার করতেন, ‘প্রচলিত হাদিসে ‘বাজার নিকৃষ্টতর আর মসজিদ উৎকৃষ্টতর স্থান!
২৩০. কুরআনে ‘হাদিয়া সে․জন্য প্রকাশ, প্রচলিত হাদিসে ‘জাহান্নাম!
২৩১. কুরআনে ‘মাছি মুর্তিপুজার অসাঢ় দৃষ্টান্ত, প্রচলিত হাদিসে ‘খাবারে বসলে উভয় ডানা ডুবাবে!
২৩২. কুরআনে ‘পিঁয়াজ-রসূন ভূমিজাত দ্রব্য, বুখারি-মুসলিমে ‘পিঁয়াজ-রসূন খেলে মসজিদে আসবে না!
২৩৩. কুরআনে ‘আল্লাহর আয়াত না মানলে কুকুরের মত, বুখারি-মুসলিমে ‘আবোল-তাবোল!
২৩৪. কুরআনে ‘কাফিরদের শাস্তি দান, বুখারি-মুসলিমে ‘দাঁত ও চামড়া পরিবর্তন করে অদ্ভুত প্রাণী!
২৩৫. কুরআনে ‘পবিত্র অবস্থায় মৃত্যু হবে প্রশান্তিতে, বুখারি-মুসলিমে ‘মৃত্যুর কষ্ট ভীষণ!
২৩৬. কুরআনে ‘তাওবাকারীর জন্য পুর¯‥ার ও প্রার্থনা, বুখারি-মুসলিমে ‘নূর আর নূর চাই!
২৩৭. কুরআনে ‘মৃত্তিকা হতে এক জীব, বুখারি-মুসলিমে ‘দাজ্জাল’!
২৩৮. কুরআনে ‘প্রয়োজনে ছবি ও চলচিত্র, বুখারি-মুসলিমে ‘জাহান্নাম!
২৩৯. কুরআনে ‘র্মাইয়াম বিশ্বের নারীদের মধ্যে মনোনীত, বুখারি-মুসলিমে ‘আয়শা!
২৪০. কুরআনে ‘নারী-পুরুষের মধ্যে পারস্পরিক ভালোবাসা, প্রচলিত হাদিসে ‘অধিক নারী জাহান্নামী!
২৪১. কুরআন ‘আল্লাহর আদেশ মানতে অক্ষম হবে, বুখারি-মুসলিমে ‘পৃষ্ঠ ও কোমর কাঠের ন্যায় শক্ত হবে!
২৪২. কুরআনে ‘রাসূলকে আল্লাহ সাহায্য করেছিলেন, প্রচলিত হাদিসে ‘আবু বকর!
২৪৩. কুরআনে ‘পুরুষ নারীর কর্তা, বুখারিতে ‘নারী শাসকে সফলতা নেই!
২৪৪. কুরআনে ‘মালাইকার মু’মিনদের জন্য প্রার্থনা, প্রচলিত হাদিসে ‘সত্তর হাজার মালাইকা দু’আ করে!
২৪৫. বিভ্রান্তির বেড়াজালে মুসলিমগণ, প্রচলিত হাদিস ‘কুরআনের সমান; বরং তা থেকেও অধিক গুরুত্বপূর্ণ!?
২৪৬. কুরআনে ‘তিন দলে বিভক্ত হবে, প্রচলিত হাদিসে ৭৩!
২৪৭. কুরআনে ‘ইয়াতিমদের সুব্যবস্থার নির্দেশ, প্রচলিত হাদিসে ‘তাদের মাথায় হাত বুলাও!
২৪৮. কুরআনে ‘হুরের বর্ণনা, বুখারি-মুসলিমে ‘অতিরঞ্জিত!
২৪৯. কুরআনে ‘হুরের সংখ্যা, বুখারি-মুসলিমে ‘৭২ জন!
২৫০. কুরআনে ‘কিতাব সত্যসহ অবতীর্ণ, মুসলিমরা বহুদলে বিভক্ত!
২৫১. কুরআনে ‘মুসলিম নামে পরিচিতি, প্রচলিত অছে ‘বিভিন্ন নামে!
২৫২. কুরআনে ‘পরীক্ষার মাধ্যমে জান্নাত, প্রচলিত হাদিসে ‘যে কোন ভাবে!

রাসূলের নামে কুরআন সমর্থিত প্রচলিত হাদিসগুলো দীন ইসলামের ধারক, বাহক ও প্রচারকগণ মানেন না - ৭৬টি বিষয় উল্লেখ

১. কুরআন ও প্রচলিত হাদিসে ‘রাসূলকে যে জন্য পাঠানো হয়েছিল!
২. কুরআন ও মুসলিম ‘সকল সমস্যার সমাধান আছে কুরআনে
৩. কুরআন ও প্রচলিত হাদিসে ‘কুরআন অনুসরণে ভয় নেই, দুঃখিত হবে না
৪. কুরআন ও মুসলিমে ‘মধু শরীরের এবং কুরআন মনো রোগের নিবারক
৫. কুরআন ও মুসলিমে ‘রাসূলের আখলাক ছিল কুরআন
৬. কুরআন ও মুসলিমে ‘আল্লাহ্‌র হাদিসই রাসূলের হাদিস
৭. কুরআন ও প্রচলিত হাদিসে ‘কুরআন নিয়ে গবেষণা কর
৮. কুরআন ও মুসলিমে ‘একমাত্র আল্লাহ্‌র কিতাব’ অনুসরণের নির্দেশ
৯. কুরআন ও বুখারি-মুসলিমে ‘রাসূলের দীন প্রচার
১০. কুরআন ও প্রচলিত হাদিসে ‘আল্লাহ্‌র কিতাবই আল্লাহ্‌র রজ্জু
১১. কুরআন ও বুখারি-মুসলিমে ‘আল্লাহ্‌র কিতাবই যথেষ্ট
১২. প্রচলিত হাদিসে ‘সঠিক রাস্থার আহব্বায়ক হলো কুরআন
১৩. কুরআনে ও বুখারি-মুসলিমে ‘দীনের নতুন কথায় পথভ্রষ্ট
১৪. কুরআন ও মুসলিমে ‘আল্লাহ্‌র কিতাব না জানলে আখিরাতে উঠান হবে অন্ধ অব ̄স্থায়
১৫. কুরআন ও বুখারি-মুসলিমে ‘কুৎসিত শাসক
১৬. কুরআন ও মুসলিমে ‘কুরআন পাঠ শ্রবণে রহমত বর্ষিত হয়
১৭. কুরআন ও বুখারি-মুসলিমে ‘মসজিদে করণীয়
১৮. কুরআন ও প্রচলিত হাদিসে প্রতে ̈ক নবী স্বজাতির ভাষায় দীন প্রচার করতেন
১৯. কুরআন ও বুখারি-মুসলিমে ‘রাসূলের খোত্বা
২০. কুরআন ও বুখারি-মুসলিমে ‘কুরআন পাঠের বিনিময় গ্রহণযোগ্য নয়
২১. কুরআন ও বুখারি-মুসলিমে ‘নবী-রাসূলের মধ্যে পার্থক্য নেই
২২. কুরআন ও প্রচলিত হাদিসে ‘সালাতের পূর্বে ওযূ
২৩. কুরআন ও বুখারি-মুসলিমে ‘সালাত করতে হবে দাঁড়িয়ে
২৪. কুরআন ও বুখারি-মুসলিমে ‘সালাতের কেরাআত হবে মধ্যম স্বরে
২৫. কুরআন ও বুখারি-মুসলিমে ‘সালাতের মাধ্যমে প্রার্থনা
২৬. ফজর ও ইশার সালাতের সময় সূর্যোদয়ের পূর্বে ও সূর্যাস্থের পরে
২৭. কুরআন ও প্রচলিত হাদিসে ‘হজ্জ যাত্রীর পথে বাধাপ্রাপ্তের কুরবানী
২৮. কুরআন ও মুসলিমে ‘মৃত ব্যক্তির জন্য প্রার্থনা
২৯. কুরআন ও বুখারি-মুসলিমে সফরকারীর সিয়াম
৩০. কুরআন ও বুখারিতে ‘রমযানের সংযম
৩১. কুরআন ও বুখারি-মুসলিমে ‘রাসূল একজন মানুষই
৩২. কুরআন ও বুখারিতে ‘রাসূল নিজের ও আমাদের বিষয় জানেন না
৩৩. কুরআন ও প্রচলিত হাদিসে ‘রাসূল কারো সুপারিশকারী নয়
৩৪. কুরআন ও প্রচলিত হাদিসে ‘সকল কর্ম রেকর্ড হচ্ছে
৩৫. কুরআন ও বুখারিম-মুসলিমে ‘বায়’আত গ্রহণ, সালাত ও সৎকর্মে আজীবন অর্থদানের অঙ্গীকার
৩৬. কুরআন ও হাদিসে ‘ ̄স্ত্রীর তালাক হবে ইদ্দতকালের হিসাব অনুযায়ী
৩৭. কুরআন ও হাদিসে ‘তালাক প্রাপ্তা নিজ স্ত্রীর বিবাহে কোন হিলা নেই
৩৮. কুরআন ও বুখারি-মুসলিমে ‘হজ্জের জন্য প্রয়োজন সামর্থ্য ও পাথেয়
৩৯. কুরআন ও বুখারি-মুসলিমে ‘আল্লাহ্‌র নামে যিকির নিরবে
৪০. কুরআন ও প্রচলিত হাদিসে ‘মু’মিনকে হত্যা করলে জাহান্নাম
৪১. কুরআন ও বুখারি-মুসলিমে ‘জান্নাত ও জাহান্নাম চিরস্থায়ী
৪২. কুরআন ও বুখারিতে ‘কিয়ামতের নিদর্শন চন্দ্রের জ্যোতিহীন ও সূর্যের নিষ্প্রভ
৪৩. কুরআন ও প্রচলিত হাদিসে ‘জাহান্নামের সাতটি দরজা
৪৪. কুরআন ও প্রচলিত হাদিসে ‘ইবাদতের কাজে পারিশ্রমিক গ্রহণযোগ্য নয়
৪৫. কুরআন ও প্রচলিত হাদিসে আল্লাহ্‌র নিকট মুত্তাকীরাই অধিক মর্যাদাসম্পন্ন
৪৬. কুরআন ও বুখারি-মুসলিমে নবি-রাসূলদের মধ্যে পার্থক্য নয়
৪৭. কুরআন ও প্রচলিত হাদিসে ‘মানুষ নিজ কৃতকর্মের জন্য দায়ী
৪৮. কুরআন ও প্রচলিত হাদিসে ‘আল্লাহ্‌র কালাম বিকৃতির পরিণাম জাহান্নাম
৪৯. কুরআন ও প্রচলিত হাদিসে ‘রাসূল সালাত ও যাকাত প্রতিষ্ঠার জন্য আদিষ্ট হয়েছিলেন
৫০. কুরআন ও প্রচলিত হাদিসে ‘সৎকাজের আদেশ অসৎকাজের নিষেধ
৫১. কুরআন ও বুখারি-মুসলিমে ‘উচ্চ পর্যায় তাকাবে না
৫২. কুরআন ও বুখারি-মুসলিমে ‘মুখে ভর দিয়ে উঠানো হবে
৫৩. কুরআন ও বুখারি-মুসলিমে ‘ইমান ও কিতাব
৫৪. কুরআন ও বুখারি-মুসলিমে ‘যিনার শাস্তি বেত্রাঘাত
৫৫. কুরআন ও বুখারি-মুসলিমে ‘সকল মুসলিমের জন্য জিহাদ ফরয
৫৬. কুরআন ও প্রচলিত হাদিসে ‘শূকুর ব্যতীত সকল পশুর মাংস হালাল
৫৭. কুরআন ও বুখারি-মুসলিমে দজ্জালের নয় আল্লাহ্‌র কিতাবের অনুসরণ
৫৮. কুরআন ও মুসলিমে অ‣বধ উপার্জনে ক্ষমা নেই
৫৯. কুরআন ও মুসলিমে ‘ভালো ও মন্দ কাজে সুপারিশের পুরস্কার
৬০. কুরআন ও বুখারিতে ‘হালাল উপার্জনের নির্দেশ
৬১. কুরআন ও বুখারি-মুসলিমে ‘চোরের হাত কাটার নির্দেশ
৬২. কুরআন ও বুখারি-মুসলিমে নাম নয়, সৎকর্মই উত্তম
৬৩. কুরআন ও বুখারি-মুসলিমে ‘মানুষ ভুলত্রুটির উর্দ্ধে নয়
৬৪. কুরআন ও প্রচলিত হাদিসে ‘একজনের ‘ইবাদত অন্যজনে করতে পারে না
৬৫. কুরআন ও বুখারি-মুসলিমে ‘সর্বাপেক্ষা সম্মানিত ব্যক্তি মুত্তাকী
৬৬. কুরআন ও বুখারি-মুসলিমে ‘একদল হওয়ার’ নির্দেশ
৬৭. কুরআন ও বুখারি-মুসলিমে ‘ব্যয়ের জন্য উৎসাহ্ দান
৬৮. কুরআন ও বুখারিতে ‘সামর্থ্য অনুযায়ী ব্যয়
৬৯. কুরআন ও প্রচলিত হাদিসে কাফির, মুশরিক ও মুরতাদের পরিচয়
৭০. অর্জিত সম্পদের এক-পঞ্চমাংশ বাধ্যতামূলক রাষ্টধীয় কর, ব্যয় ছয় খাতে
৭১. কুরআন ও বুখারিতে সদকা সেচ্ছাধীন, ব্যয় ৮ খাতে
৭২. কুরআন ও বুখারি-মুসলিমে ‘সদ্কা দাতার জন্য দু’আ
৭৩. কুরআন ও বুখারি-মুসলিমে সমালোচনার মধ্যে আল্লাহ্‌র নির্দেশ পালন
৭৪. কুরআন ও বুখারি-মুসলিমে ‘প্রতে্যক মুসলিমের ওপর সদ্কা ফরয
৭৫. কুরআন ও প্রচলিত হাদিসে বাধ্যতামূলক যাকাত-সদকা আদায়
৭৬. কুরআন ও প্রচলিত হাদিস ব্যক্তিগত ব্যয়ও পাঁচ/ছয় খাতে

শুধু কুরআন

১. আল্লাহর আয়াত মানলে রাসূলকে মানা হয়!
২. কুরআনে ‘জান্নাতিদের সম্পদ ও জীবন আল্লাহ্‌র
৩. সৎকাজে ব্যয়ের জন্য উৎসাহ দান
৪. ব্যক্তিগত ব্যয় পাঁচ / ছয় খাতে
৫. জাহান্নামি মুসল্লিদের পরিচয়
৬. ‘নবী বা রাসূল’ আসলে যা হয়
৭. করযে হাসানা
৮. আল্লাহ্ যা চান
৯. সালাত ও যাকাত ওতপ্রোতভাবে জড়িত
১০. সালাতীদের (নামাজিদের) ভয় দেখাও যাতে তারা যাকাত দেয় (পরিশুদ্ধ/পবিত্র হয়)!
১১. কুরআন অনুসারে সালাত
১২. সকল মুসলিমের জন্য সালাত ও যাকাত বাধ্যতামূলক
১৩. আপনার যাকাত-সদকা আল্লাহ কবূল করেন কি?
১৪. কারা পৃথিবীর উত্তরাধীকারী
১৫. শহরের যানজট সমস্যার সমাধান
১৬. দৃষ্টি আকর্ষণ


সংকলনে আমিরুল ইসলাম

সাবেক সহকারী প্রধান শিক্ষক, আমলাসদরপুর মাধ্যমিক বিদ্যালয়, মিরপুর, কুষ্টিয়া। সহকারী প্রধান শিক্ষক, বড়ই বাড়ী এ. কে. ইউ. ইনস্টিটিউশন ও কলেজ, কালিয়াকর, গাজীপুর। প্রধান শিক্ষক, নবকুঁড়ি নার্সারী স্কুল, দনিয়া, ঢাকা। সহকারী শিক্ষক (গণিত ও ইংরেজি), বিদ্যানিকেতন প্রিক্যাডেট এন্ড হাই স্কুল, মধুবাগ, মগবাজার, ঢাকা। সহকারী শিক্ষক (ইংরেজি) কমলাপুর উচ্চ মাধ্যমিক বিদ্যালয় (স্কুল ও কলেজ), মায়াকানন, ঢাকা (খন্ডকালিন)। সহকারী শিক্ষক (ইংরেজি), সোনার বাংলা উচ্চ বিদ্যালয়, বাংলা বাজার, নারায়ণগঞ্জ (খন্ডকালিন)। সিনিয়র শিক্ষক (গণিত ও ইংরেজি), আরামবাগ গার্লস স্কুল ও কলেজ, মতিঝিল, ঢাকা। সিনিয়র শিক্ষক (ইংরেজি), জালকুড়ি হাই স্কুল ও কলেজ, নারায়ণগঞ্জ। সহকারী শিক্ষক (ইংরেজি), জান-ই-আলম সরকার উচ্চ বিদ্যালয়, খিলক্ষেত, ঢাকা, বাংলাদেশ। মোবাইল ০১৭১৬ ৩০০২২৬। Facebook ProfileFacebook Page